সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন

বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠানোর ঘোষণা পাকিস্তানের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

ওয়ানডে বিশ্বকাপের সময় ঘনিয়ে এলেও পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এত দিন দুশ্চিন্তা ছিল। ভারত যেহেতু পাকিস্তানের মাটিতে গিয়ে এশিয়া কাপ খেলবে না, তাই পাকিস্তান দল ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ না নেওয়ার কথাও শোনা গেছে। বিষয়টি পাকিস্তান সরকারের ওপর ছেড়ে দিয়েছিল পিসিবি। অবশেষে পাকিস্তান সরকার ঘোষণা দিয়েছে, ভারতের মাটিতে গিয়েই বিশ্বকাপ খেলবে বাবর আজমের দল।

যে কারণে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে দল পাঠাতে চায়নি তারা।’বিবৃতিতে ভারতের মাটিতে বাবর আজমদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের আহ্বানও জানিয়েছে পাকিস্তান সরকার, ‘পাকিস্তান ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে গভীর চিন্তা রয়েছে সরকারের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারতীয় সরকারকে এ ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানানো হয়েছে।

আশা করা যায় ভারতে পা রাখার পর পাকিস্তান ক্রিকেট দলের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকবে।’

সূত্র : ডন

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102