রবিবার, ১৮ মে ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ঘেরাও হবে জাতির জন্য দুভার্গ্য : সালাহউদ্দিন কুমিল্লায় বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ আগুন, ককটেল বিস্ফোরণ গাজার ‘দখল ও নিয়ন্ত্রণ’ নিতে বড় ধরনের অভিযান শুরু করেছে ইসরায়েল এনবিআরে কলম বিরতি চলবে কালও, রাজস্ব প্রশাসনে অচলাবস্থা বিয়ের ৮ দিনের মাথায় স্বামীকে হত্যা করলো নববধূ আগামী দু-এক মাসের মধ্যেই ইন্টারনেট গ্রাহকরা সুফল পাবে: উপদেষ্টা আসিফ ট্রাম্প শান্তির পক্ষে কথা বলেন আবার হুমকিও দেন: পেজেশকিয়ান উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে ইশরাকের অনুসারীরা মাগুরায় শিশু আছিয়া ধ/র্ষ/ণ-হত্যা মামলায় প্রধান আসানি হিটু শেখের মৃত্যুদন্ড, খালাস-৩ ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ উত্তরা, থানা উত্তরা পশ্চিম

যৌথ পরিবারে থাকার ৫ সুবিধা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১২৭৮ বার পঠিত

যৌথ পরিবারের দেখা এখন কম মেলে। বেশিরভাগ পরিবারই একক। দুই ধরনের পরিবারেই আছে কিছু সুবিধা ও অসুবিধা। এই যেমন যৌথ পরিবারে কিছু অসুবিধার পাশাপাশি সুবিধাও থাকে। সবার সঙ্গে মিলেমিশে আনন্দে থাকার পাশাপাশি আরও কিছু সুবিধা ভোগ করা যায়। সরাসরি যোগাযোগ, পারস্পরিক শ্রদ্ধা এবং মানিয়ে নেওয়ার ইচ্ছা তৈরিতে কাজ করে যৌথ পরিবার। এমনকী যৌথ পরিবারে বসবাস করার কারণে মানুষ নেতৃত্বের গুণাবলীও সহজে অর্জন করতে পারে। চলুন জেনে নেওয়া যাক যৌথ পরিবারে বসবাস করার ৫টি সুবিধা সম্পর্কে-

পরিবারের সদস্যদের সমর্থন পাওয়া

 

দায়িত্ব ভাগ করে নেওয়া

যৌথ পরিবারে দায়িত্ব এবং কাজ বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। এটি গৃহস্থালী কাজের বোঝা কমাতে এবং কাজের চাপকে আরও সমানভাবে বন্টন করে দিতে সাহায্য করে। দায়িত্ব ভাগ করে নিলে তা শুধু ব্যক্তিগত চাপ কমায় না বরং পরিবারের সদস্যদের মধ্যে সহযোগিতা ও একসঙ্গে কাজ করার মানসিকতাও গড়ে তোলে।

সাংস্কৃতিক সংরক্ষণ

যৌথ পরিবারগুলো সাংস্কৃতিক ঐতিহ্য, রীতিনীতি এবং মূল্যবোধ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুরানো প্রজন্মের সঙ্গে বসবাস করার কারণে সাংস্কৃতিক জ্ঞান, গল্প এবং আচার-অনুষ্ঠান সম্পর্কে ভালো ধারণা গড়ে ওঠে। শিশুরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্যে শিখে বড় হয়, শেকড়ের সঙ্গে পরিচিতি এবং সংযোগের একটি দৃঢ় বন্ধন তাদের ভেতরে থাকে।

আর্থিক স্থিতিশীলতা

যৌথ পরিবারের অন্যতম সুবিধা হলো আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধির সম্ভাবনা। উপার্জনক্ষম সবাই আর্থিক দায়িত্ব ভাগ করে নেওয়ার কারণে চাপ অনেকটাই কমে যায়। ভাড়া, বিভিন্ন বিল, মুদি বাজার ইত্যাদি পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করা হয়, ফলস্বরূপ খরচ অনেক সাশ্রয় হয়।

সামাজিকতা এবং বন্ধন

যৌথ পরিবারগুলোতে পারিবারিক বন্ধনের কারণে সামাজিকতা শেখাটা খুব সহজ হয়ে যায়। নিয়মিত পারিবারিক আড্ডা, উদযাপন এবং খাবার ভাগাভাগি করে খাওয়ার মতো অভ্যাস পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করে। এটি দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করে। এই ধরনের অভ্যাস মানসিক সুস্থতা, আত্মীয়তার অনুভূতি এবং পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক দৃঢ় করে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102