মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

উত্তরা পাবলিক লাইব্রেরি’র আয়োজনে ‘সফল বাবা’ সম্মাননা অনুষ্ঠান

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২১১ বার পঠিত

উত্তরা পাবলিক লাইব্রেরির আয়োজনে অনুষ্ঠিত হলো বাবা মানে ভালোবাসা, নির্ভরতা আর ভরসা শীর্ষক আলোচনা ও সফল বাবা সম্মাননা অনুষ্ঠান-২০২৩।

আজ রবিবার (১৮ জুন) বিকাল ৪টায় উত্তরা কমিউনিটি সেন্টার হলরুমে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ০১ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোঃ আফছার উদ্দিন খান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন লাইব্রেরিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমতি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ, এমপি। সম্মানীয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরিফা কাদের, এমপি।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব টেকনোলজির উপ উপাচার্য, অধ্যাপক ড. প্রকৌশলী, আইয়ুব নবী খান। বিশেষ আলোচক ছিলেন ইডেন মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহনওয়াজ দিলরুবা খান। সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম। উপ সচিব মোঃ জুলকার নায়ন। অনুষ্ঠানে উত্তরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সফল বাবা হিসেবে ৩১ জন বাবাকে সম্মাননা প্রদান করা হয়। এরমধ্যে ১জনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102