শনিবার, ২১ জুন ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু দেশপ্রেমের এক জলন্ত দৃস্টান্ত : ড.কলিমউল্লাহ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৫ মে, ২০২৩

অনলাইন ডেস্ক:  বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনারের ৬৪১তম পর্ব অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার, ৪মে,২০২৩ খ্রি. জানিপপ কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইমাম হোসেন মজুমদার।

গেস্ট অফ অনার হিসেবে সংযুক্ত ছিলেন, বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সুবীর কুশারী।
বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাসনুভা জেরিন, কুষ্টিয়া থেকে সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির, রশিদুল ইসলাম রবি, জানিপপ’র ন্যাশনাল ভলেন্টিয়ার ফেরদৌস ওয়াহিদ বাপ্পী ।
মূখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন গোপালগঞ্জস্হ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক প্রশান্ত কুমার সরকার।

সভাপতির বক্তৃতায় ড.কলিমউল্লাহ বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু দেশপ্রেমের এক জলন্ত দৃস্টান্ত।
সুবীর কুশারী,ভেদাভেদ ভুলে সকলকে বঙ্গবন্ধুর আদর্শের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান।

ইমাম হোসেন মজুমদার বলেন, বঙ্গবন্ধুকে উপেক্ষা করে কেউ বাংলাদেশের রাজনীতিতে ঠাঁই পাবে না।
প্রশান্ত কুমার সরকার, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের জন্য আহবান জানান।

সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশন এবং আমেরিকার মিলেনিয়াম টিভি’র কান্ট্রি ডিরেক্টর ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী।
সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার ও রাজশাহী থেকে ড. মাহবুবুল হক।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102