শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন

উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে হাফেজে কুরআন সম্মাননা প্রদান

শিপার মাহমুদ
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৯৮ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে উত্তরা পাবলিক লাইব্রেরির আয়োজনে অনুষ্ঠিত হলো হাফেজে কোরআন সম্মাননা, ইফতার ও দোয়া মাহফিল।

সোমবার (৩ এপ্রিল) উত্তরা ৭নং সেক্টরস্থ প্যান ডে এশিয়া রেস্টুরেন্টে রাজধানীর ৩১টি মাদ্রাসার থেকে নির্বাচিত ৫১ জন হাফেজ শিক্ষার্থী ও শিক্ষকসহ প্রায় তিন শতাধিক রোজাদারদের নিয়ে এ আয়োজন সম্পন্ন করেন।

লাইব্রেরিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামানের সঞ্চালনায় ও সাবেক সাংসদ বীরের মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সাংসদ আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি।

ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উত্তরা ১০নং সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মহিউদ্দিন আহমাদ।

আয়োজনটিতে বিশেষ অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত এ কে এম ফজলুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মমতাজ হুসেন চৌধুরী, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)–এর ভিজিটিং ফ্যাকাল্টি ড. মুহাম্মদ আব্দুল আজিজ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ জুলকার নায়ন, সাউথইস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার প্রফেসর মোঃ কামাল উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102