উত্তরা পাবলিক লাইব্রেরির আয়োজনে অনুষ্ঠিত হলো- ‘মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা ও মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠান-২০২৩। গত বুধবার (২২ মার্চ) বিকালে উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ৩১জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও লাইব্রেরিটির প্রতিষ্ঠাতা-সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন ওয়ার্ল্ড ইউনির্ভাসিটি অব বাংলাদেশ-এর উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, মামস্- এম এ আউয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আউয়াল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) মোঃ জুলকার নায়ন, পলিসেল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ওবায়দুর রহমান প্রমুখ।
সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ গোলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা নূর আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা শাহ মুর্তজা আলী, বীর মুক্তিযোদ্ধা নিত্যগোপাল পাল, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা প্রজিৎ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার আলী মিঞা, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন-অর-রশিদ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ রহিম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা কাজী হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মজুমদার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম. এ. হান্নান, বীর মুক্তিযোদ্ধা কাজী মোসলেহ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আতাউর রহমান। মরণোত্তর সম্মাননা পেয়েছেন-বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ সাইদুর রহমান।