বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট-২০২২ উদযাপন করতে হাজার হাজার মানুষের ভিড় জমেছে আর্মি স্টেডিয়ামে। শিশু থেকে বৃদ্ধ সকলেই এসেছেন বাংলার বিখ্যাত ব্যান্ডগুলোর গান শুনতে। শুধু ঢাকা নয় ঢাকার বাইরে থেকেও হাজির হয়েছে কয়েক হাজার মানুষ।
আজ শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত চলেছে এই মিউজিক ফেস্ট।
মিউজিক ফেস্টে নগর বাউল, মাইলস, ওয়ারফেইজ, সোলস, রেঁনেসা, ফিডব্যাক, অর্থহীন, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিং, ক্রিপটিক ফেইট, পেন্টাগন এবং পাওয়ারসার্জ অংশগ্রহণ করেছে।
এ সময় এই কনর্সাট খুবই দরকার ছিল বলে মনে করছেন দর্শকরা। ঝিনাইদহ থেকে এসেছেন শাওন আহমেদ। কালের কণ্ঠে তিনি বলেন, বহুদিন হলো একসাথে এতগুলা ব্যান্ডের গান শোনা হচ্ছে না। তাই যখন জানতে পারলাম কনসার্ট হবে তখনই সিদ্ধান্ত নেই আসব। খুব মজা করছি আমরা।
একই কথা জানান আজিমপুরের বাসিন্দা আমিনা রহমান সুপ্তি। তিনি কালের কণ্ঠকে বলেন, খুবই ভালো লাগছে। বন্ধু বান্ধব সবাই একসাথে এসেছি।
মিউজিক ফেস্টে গান করতে এসে আয়ুব বাচ্চুকে স্বরণ করছেন মিউজিশিয়ানরা। শিরোনামহীনের প্রতিষ্ঠাতা ও দলনেতা জিয়াউর রহমান জিয়া কালের কণ্ঠকে বলেন, ‘বাচ্চু ভাইয়ের স্বপ্ন ছিল এই ব্যান্ড ফেস্টটিকে বড় পরিসরে করার। আজ বাচ্চু ভাই নেই, তবে তার কাজটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এটাই আমাদের সাফল্য।
এবারের মিউজিক ফেস্টে ২০ হাজার লোকের আয়োজন করা হয়েছে বলে জানান বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট-২০২২ এর আয়োজকরা।
প্রায় ৯ বছর আগে কিংবদন্তী মিউজিশিয়ান আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতি বছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠত এই উৎসব। ব্যান্ড সংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন এই বছর থেকে আরো বিস্তৃত পরিসরে হচ্ছে।