বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৩৬৯ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকার সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ। বুধবার সকাল সাড়ে ৬টায় ইঞ্জিন বিকলের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার শামীমা আক্তার। 

তিনি জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২৫মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। ২ মিনিট পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়।  আউটার সিগন্যালের কাছাকাটি পৌঁছানো মাত্রই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যমুনা এক্সপ্রেস ট্রেনটি বিকল হয়ে পড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা  ময়মনসিংহগামী বলাকা কমিউটার ট্রেন রাজেন্দ্রপুর স্টেশনে দাড় করিয়ে রাখা হয়েছে।

বলাকা কমিউটার থেকে ইঞ্জিন এনে বিকল হওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনটিকে সচল করে ওই সড়কে ট্রেন চলাচল শুরু করা হবে। পরে কোথাও থেকে সচল ইঞ্জিন এনে যমুনা এক্সপ্রেস সচল করা হবে বলে তিনি জানান।

তবে কত সময়ের মধ্যে উক্ত লাইনে ট্রেন চলাচল স্বাভাবিকভাবে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102