রাজধানীর বিমানবন্দর সড়কে যান চলাচল পরিস্থিতি আগের দিনের তুলনায় গত রবিবার স্বাভাবিক ছিল। যান চলাচল স্বাভাবিক রাখতে একটি লেন খুলে দেওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে।
উত্তরা থেকে বিমানবন্দর আসার পথে যে দুটি লেন শনিবার চালু করা হয়েছিল, তা গতকালও খোলা রাখা হয়। ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে গাড়ির চাপ থাকলে অতিরিক্ত যানজট ছিল না।
তবে কোথাও কোথাও হালকা যানজটের চিত্র দেখা গেছে।
জানতে চাইলে বিমানবন্দর এলাকায় কর্মরত ট্রাফিক পরিদর্শক (শহর ও যানবাহন) মো. ইউনুস মিঞা আকন্দ বলেন, ‘আমরা ভেবেছিলাম গাড়ির চাপ বাড়তে পারে। তাই ওই লেনটি বন্ধ করা হয়নি। তবে বেশির ভাগ গাড়ি এই লেন দিয়েই যাতায়াত করছে। আজ অন্যান্য দিনের তুলনায় খুব কম গাড়ির চাপই দেখা যাচ্ছে। বিকেলের দিকে বাড়লে যাতে অসুবিধা না হয়, তাই লেনটি এখনো চালু রেখেছি। ’
রাজধানীর মিরপুর, শ্যামলী, ধানমণ্ডি, সায়েন্স ল্যাব, শাহবাগ, মালিবাগ, বাড্ডা, খিলক্ষেত, বিমানবন্দর ও উত্তরা এলাকায় গিয়ে দেখা যায়, সকালে অফিস শুরুর আগে কিছুটা যানজট ছিল। সেটাও অন্যান্য দিনের তুলনায় অনেক কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরো কমে যায়।