জাতীয় সংসদের জামালপুর-১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার মনোনয়নপত্র কিনেছেন । ২২ডিসেম্বর সোমবার দুপুরে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে মনোনয়নপত্র ক্রয় করেন।
মনোনয়নপত্র ক্রয়েশেষে আব্দুর রউফ তালুকদার সাংবাদিকদের জানান দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার উন্নয়নে তিনি সার্বিকভাবে কাজ করে যাবেন। হাতপাখায় ভোট দিলে কোন ব্যাক্তি বা ভোটার অন্যায় ভাবে হয়রানির শিকার হবে না। তিনি নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের সততার সাথে দায়িত্ব পালনের অনুরোধ করেন। আব্দুর রউফ তালুকদার জানান, নির্বাচনী আচরণ বিধি মেনেই ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন পরিচালনা করবে।