বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু খৈয়মের

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর মা-বাবা ও বড় ভাইয়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।আলী নেওয়াজ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং দলের জেলা কমিটির সাবেক সভাপতি।আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রাজবাড়ী পৌর এলাকার ২৮ কলোনি কবরস্থানে গিয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তার বাবা ডা. এ কে এম ওয়াহিদ, মা রাজিয়া বেগম ও বড় ভাই আল্লা নেওয়াজ খায়রুর কবর জিয়ারত করেন। এ সময় তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি।পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলী নেওয়াজ বলেন, ‘রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। রাজবাড়ীর জনগণের প্রতিও আমি কৃতজ্ঞ, যারা সব সময় বিএনপির পাশে থেকেছেন।’আলী নেওয়াজ আরো বলেন, ‘রাজবাড়ীর মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমি নির্বাচনী মাঠে কাজ শুরু করেছি।ধানের শীষের বিজয়ের মাধ্যমে রাজবাড়ীতে গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ।’রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102