বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

৭ মাস পর আবারও উৎপাদনে সিইউএফএল

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর পুনরায় উৎপাদন শুরু করেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। গ্যাস সংকটের কারণে কারখানাটি বন্ধ থাকায় প্রতিদিন প্রায় তিন কোটি টাকার ইউরিয়া সার উৎপাদন বন্ধ ছিল।আজ রবিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৩টা থেকে সিইউএফএলে ইউরিয়া সার উৎপাদন পুনরায় শুরু হয় বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।কারখানা সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল থেকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (কেডিসিএল) কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।এতে উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরে ১৯ অক্টোবর বেলা ১১টা থেকে পুনরায় গ্যাস সরবরাহ চালু করা হয়। যান্ত্রিক প্রক্রিয়া সম্পন্নের পর আজ রবিবার রাত থেকে পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হয়।গ্যাস নির্ভর এই কারখানায় পূর্ণ উৎপাদনের জন্য প্রতিদিন ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয়।গ্যাস সংকট ও যান্ত্রিক জটিলতার কারণে গত অর্থবছরে সিইউএফএল মাত্র আড়াই লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করতে সক্ষম হয়। বাংলাদেশে বছরে প্রায় ২৬ লাখ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এর মধ্যে সিইউএফএলসহ বিসিআইসির অন্যান্য কারখানাগুলো মিলে প্রায় ১০ লাখ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করা হয়। বাকি ১৬ লাখ মেট্রিক টন সার উচ্চমূল্যে আমদানি করতে হয় সরকারকে।১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সিইউএফএল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া। যা বর্তমানে কমে ১ হাজার ২০০ মেট্রিক টনে নেমে এসেছে। এ ছাড়া কারখানাটি বছরে প্রায় ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে।কারখানার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, গত ১৯ অক্টোবর থেকে গ্যাস সরবরাহ পাওয়া গেছে।এখন পূর্ণমাত্রায় উৎপাদন চলছে। গ্যাস সরবরাহ অব্যাহত থাকলে এবং যান্ত্রিক ত্রুটি না দেখা দিলে এ ধারা অব্যাহত থাকবে।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102