রাজশাহীতে বরাদ্দপ্রাপ্ত বিশেষ ট্রেনের মান নিয়ে অসন্তোষ জানিয়ে রেললাইনের ওপর অবস্থান নেন জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া আন্দোলনকারীরা। এর ফলে মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে রাজশাহী রেলস্টেশনে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।
রেল বিভাগের দেওয়া বিশেষ ট্রেনটি সকাল ৭টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা থাকলেও, যাত্রা-উপযোগী নয় দাবি করে যাত্রীরা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে রেললাইনে বসে পড়েন। তারা দ্রুতগামী ও মানসম্পন্ন ট্রেনের দাবিতে বিক্ষোভ শুরু করেন এবং একই সময় ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনও আটকে দেন।
পরিস্থিতি উত্তপ্ত হলে আন্দোলনকারীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে—এক পক্ষ বিশেষ ট্রেনে ও অপর পক্ষ সিল্কসিটি এক্সপ্রেসে করে ঢাকায় রওনা হন। পরে সকাল সোয়া ৮টার দিকে ট্রেন দুটি স্টেশন ছাড়ে।
রেল বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বরাদ্দকৃত ট্রেনগুলো মানসম্মত ছিল এবং এটি একটি ভুল বোঝাবুঝির ফল।
এই বিশেষ ট্রেন রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় পৌঁছানোর জন্য নির্ধারিত ছিল।