বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন

বৃক্ষমেলায় যোগ দিলেন প্রধান উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৫ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ ও বৃক্ষমেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৫শে জুন,২০২৫) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রণালয় ও পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বক্তব্যে পরিবেশ রক্ষায় জনসচেতনতা, বৃক্ষরোপণের গুরুত্ব এবং টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারি-বেসরকারি পর্যায়ের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে, যা আগামী এক সপ্তাহব্যাপী চলবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102