মা-বাবা সন্তানদের পৃথিবীতে আসার মাধ্যম। মা-বাবা ও সন্তানদের মধ্যে রক্ত ও আত্মার সম্পর্ক বিদ্যমান। তা সত্ত্বেও পরস্পরের সম্পর্ক সব সময় এক ধরনের থাকে না। অথচ রাসুল (সা.) মা-বাবার খিদমতকে হিজরত ও জিহাদের ওপর প্রাধান্য দিয়েছেন।
মা-বাবা সন্তানদের পৃথিবীতে আসার মাধ্যম। মা-বাবা ও সন্তানদের মধ্যে রক্ত ও আত্মার সম্পর্ক বিদ্যমান। তা সত্ত্বেও পরস্পরের সম্পর্ক সব সময় এক ধরনের থাকে না। অথচ রাসুল (সা.) মা-বাবার খিদমতকে হিজরত ও জিহাদের ওপর প্রাধান্য দিয়েছেন।
২. সন্তানের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে তারা মা-বাবার অবাধ্য হয়।
৩. মা-বাবার অনুগ্রহের কথা স্বীকার না করার প্রবণতা মা-বাবার অবাধ্যতা উসকে দেয়।
৪. মা-বাবা সন্তানকে ছোট থেকেই এ ব্যাপারে প্রশিক্ষণ না দেওয়াও এ ক্ষেত্রে দায়ী।
৫. মা-বাবা যদি তাঁদের মা-বাবার অবাধ্য হয়ে থাকেন, তাহলে পরবর্তী প্রজন্মের ওপর এর প্রভাব পড়া স্বাভাবিক। তবে এটি তাঁদের সন্তান তাঁদের সঙ্গে দুরাচার করা বৈধ করে দেয় না। কারণ তাঁরা পাপ করলে আপনিও পাপ করবেন কি? তবে এটা ঠিক যে যেমন কর্ম তেমন ফল আপনি পাবেনই।
৬. অনেক মা-বাবা সন্তানদের কিছু দেওয়ার ব্যাপারে সমতা বজায় রাখেন না। যার দরুন যে কম পাচ্ছে সে নিজেকে মজলুম মনে করে। তখন সে মা-বাবার অবাধ্য হতে উদ্ধত হয়।
৭. অনেক মা-বাবা কোনো সন্তান তাদের সঙ্গে ভালো ব্যবহার করার পরও তাকে ভুল বুঝে থাকে অথবা তার ওপর জুলুম করে বা তারা তার কাছ থেকে এমন কিছু চায়, যা তার পক্ষে দেওয়া সম্ভব নয়। এ অবস্থায় সন্তান তাঁদের সঙ্গে আর ভালো ব্যবহার করতে চায় না। এমন করা ঠিক নয়।
আমাদের এ লেখার উদ্দেশ্য এ কথা অনুধাবন করানো যে সন্তান যেন মা-বাবার অনুগত ও কৃতজ্ঞ থাকতে পারে, সে জন্য মা-বাবারও দায়িত্ব আছে। মহান আল্লাহ আমাদের সহায় হোন।