Kim

নিজ বাড়িতে আত্মহত্যা কললেন সাবেক মিস ইন্ডিয়া ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো ২০১৩  এর ফাইনালিস্ট। সাবেক এই সুন্দরীর নাম কিম্বার্লি তেলুকসিং।

পরিবারের প্রিন্সেস টাউনের বাড়িতে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। গলায় ফাঁস নিয়েছিলেন তিনি। ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট ইন্ডিজ পড়ছিলেন। তার গ্র্যাজুয়েশন শেষের দিকে ছিল। হাতপাতালে নেওয়া হলে ২৪ বছর বয়সী তেলুকসিংকে মৃত ঘোষণা করেন ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার।  

 সাবেক এই বিউটি কুইনের বাড়িতে বিকালের দিকে লোকজন ভীড় করেন। তার এক আত্মীয় তাকে সিলিংয়ের গলার দড়ি নিয়ে ঝুলন্ত অবস্থায় খুঁজে পান। ২০১০ সালের তিনি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ইয়ুথ পার্লামেন্টের বিরোধীদলীয় নেত্রী ছিলেন। ইয়ুথ অ্যাম্বাসাডরের সদস্যও ছিলেন তিনি।

 মিস ইন্ডিয়া ত্রিনিদান অ্যান্ডো টোবাগো সংস্থার পরিচালক মাহিন্দ্র রামপারসাদ বলেন, কিম্বার্লির মৃত্যুতে তিনি হচকিত হয়ে পড়েছেন। ওই সৌন্দর্য প্রতিযোগিতার প্রশিক্ষণ শিবিরে তেলুকসিং অনেক কিছুই শিখেছেন। ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ বিকশিত হয় সেখানেই। আজ এই সংস্থা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারে যে, কিম্বার্লি একজন যোগ্য ফাইনালিস্ট হিসেবে নিজের মেধা দেখিয়েছিলেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো অর্গানাইজেশন পরিবার।  
সূত্র : ইন্ডিয়া টাইমস উত্তরানিউজ২৪ডটকম / টি/কে

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা