sector 12- jam

উত্তরার ১২,১৩ ও ১১-১২ নং সেক্টরের এর মধ্যবর্তী যে সড়কটি শাহ মখদুম এভিনিউ। এই সড়কের পশ্চিম পার্শ্বে উত্তরা ১২নং সেক্টর এবং পূর্বদিকে ১৩ নং সেক্টর। শাহ মখদুম এভিনিউ দক্ষিণের ১২ ও ১৩ নং সেক্টরের মধ্যবর্তী হয়ে ১৪ নং সেক্টর থেকে অগ্রসর হওয়া পশ্চিমের ঢাকা-ময়মনসিংহ সড়ক থেকে আসা সোনারগাঁও জনপথের সাথে মিলিত হয়েছে। শাহ্ মখদুম এভিনিউ ও সোঁনারগাও জনপথ সড়কের এই সংযোগ স্থলটি ১১-১২’র মোড় নামেই পরিচিত। এই সড়ক দুটি দিয়ে এখানকার বাসিন্দাদের প্রতিদিন চলাচল করতে হয়। কিন্তু দিনের অধিকাংশ সময়ই এই মোড়টিতে যানজটের তীব্র চাপ লক্ষ্য করা গেছে। স্থানটিতে কোন ট্রাফিক না থাকায় দীর্ঘ সময় ধরেই লেগে থাকে যানজট। সকাল, দুপুর এবং সন্ধ্যা প্রায় সব সময়ই যানজট এই স্থানটির নিত্যদিনের সঙ্গী। সরেজমিন পর্যবেক্ষন করে দেখা যায়, এই জায়গাটি উত্তরা ১১,১২ ও ১৩ নং সেক্টরে প্রবেশ ও বাহিরের অন্যতম মুখদ্বার বিধায় চারদিকের যানবাহনগুলো এসে অনিয়মতান্ত্রিকভাবে প্রবেশ এবং বাহির হচ্ছে। ফলে অল্পতেই যানজটের চিত্র এখানে চোখে পড়ার মত। এই স্থানটিতে কোন ট্রাফিক না থাকায় এধরনের অনাকাঙ্খিত যানজট সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন পথচারী ও পরিবহন চালক। তাদের দাবী, ট্রাফিক না থাকায়, যে যার মত করে রাস্তা পার হতে চায়, আর এ কারণেই এখানে যানজট হচ্ছে। প্রতিবেদকের ভাষ্য মতে, সোঁনারগাও জনপথ ও শাহ্ মখদুম এভিনিউ’র এই স্থানটিতে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করলে, সম্পূর্ণভাবে নিরসন হবে এখানকার যানজট।উত্তরানিউজ২৪ডটকম / মোহাম্মদ গাজী তারেক (স্টাফ রিপোর্টার)

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা