মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:১৭:৪৮ বাংলাদেশ সময়ে প্রকাশিত।

তাবলিগ জামাতের দুপক্ষের হামলায় এক মুসল্লি নিহত হওয়ার প্রতিবাদে আজ উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাবলিগ জামাতের আলেম-ওলামা ও শিক্ষার্থীবৃন্দরা। এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার পর বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় তারা সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এসময় সন্ত্রাসী হামলার মূলহোতা সা’দপন্থী খুনি ওয়াসিফ ও নাসিম গংদের বিচারের দাবিতে রাজধানীর উত্তরা পলওয়েল মার্কেটের পাশ থেকে হাউজবিল্ডিং দিয়ে এয়ারপোর্ট রোডে হাজার হাজার তৌহিদী জনতা রাস্তা অবরোধ করে মিছিল বের করেন।
গত শনিবার মুসল্লিদের ওপর হামলায় একজনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন তারা।
উত্তরানিউজ২৪ডটকম / স্টাফ রিপোর্টার