শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১০:২৯ বাংলাদেশ সময়ে প্রকাশিত।

পাঁচ বছরের অসুস্থ শিশুর আদলে তৈরি রোবটটির শরীরে মানুষের মতোই রক্ত রয়েছে, অনুভব করা যায় হৃত্স্পন্দনও। হাতের আঙুলে সুঁই ফুটিয়ে শর্করা পরীক্ষার রক্ত সংগ্রহ করার পাশাপাশি ইসিজিও করা সম্ভব। শরীরের বিভিন্ন স্থানে সেন্সর থাকায় স্বাস্থ্য পরীক্ষার সময় রোগীদের মতো ব্যথায় চিৎকার করে ওঠে, এমনকি মাকেও ডাকতে পারে। চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে তৈরি করা হয়েছে ‘হেল’ নামের রোবটটি। দাম পড়বে ৪৮ হাজার ডলার। সূত্র : ডেইলি মেইল
উত্তরানিউজ২৪ডটকম / টি/কে