BPL

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পঞ্চম আসরে প্লে-অফে জন্য চার দল চূড়ান্ত হয়েছে অনেক আগেই। প্লে-অফ নিশ্চিত করা চার দল হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স, ঢাকা ডাইনামাইটস, রংপুর রাইয়ডার্স।

বিপিএলের প্লে-অফে চূড়ান্ত সময় সূচি-

এলিমিনাটোর ম্যাচ: পয়েন্ট টেবিলের তৃতীয় দল বনাম চতুর্থ দল। ৮ ডিসেম্বর দুপুর ২ টায়।

প্রথম কোয়ালিফাইয়ার: পয়েন্ট টেবিলের প্রথম দল কুমিল্লা বনাম পয়েন্ট টেবিলের চতুর্থ দল। ৮ ডিসেম্বর সন্ধা ৭ টায়

দ্বিতীয় কোয়ালিফাইয়ার: এলিমিনাটোর ম্যাচের বিজয়ী দল বনাম প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচের পরাজিত দল। ১০ ডিসেম্বর সন্ধা ৬ টায়উত্তরানিউজ২৪ডটকম / টি/কে

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা