dim dibosh

বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ করবে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)।

জাতীয় প্রেস ক্লাবের সামনে, কারওয়ান বাজার, মিরপুর এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকায় শ্রমজীবী মানুষ, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ করা হবে।

এছাড়াও বিভিন্ন শিশু সদন ও এতিমখানা এবং বৃদ্ধাশ্রমের সদস্যদের জন্যও বিনামূল্যে ডিম প্রদান করা হবে। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব ডিম দিবস দিবসটি যৌথভাবে উদযাপন গতবারের মতো এবারও যৌথভাবে উদযাপন করবে পোল্ট্রি সংশ্লিষ্ট ৭টি অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত বিপিআইসিসি এবং মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতর (ডিএলএস)।

এবছর বিশ্বব্যাপী ডিম দিবসের থিম হচ্ছে প্রোটিন ফর লাইফ। আমাদের দেশে এবারের স্লোগান হচ্ছে সুস্থ সবল জাতি চাই, সব বয়সেই ডিম খাই।

উল্লেখ্য, গত বছর ডিম দিবসে খামারবাড়িতে স্বল্প মূল্যে ডিম বিক্রির ঘোষণা দিয়েছিল সংগঠনটি। পরে এ নিয়ে ঝামেলা তৈরি হলে ডিম বিক্রি বন্ধ ঘোষণা করা হয়।উত্তরানিউজ২৪ডটকম / জি/তা-র/ই

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা