pir-cormonai

কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মো. রেজাউল করীম।

তিনি বলেছেন, ‘ঈদের জামাতে আসা মুসল্লিদের উপর সন্ত্রাসী হামলা কোনো সুস্থ্য বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। এ হামলা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর চক্রান্তেরই অংশ। এ ধরনের হামলা ইসলাম কখনও সমর্থন করে না।’
 
বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে এক বিবৃতিতে তিনি এসব বলেন।
 
হামলাকারী যুবকদের উদ্দেশ্যে মুফতী সৈয়দ মো. রেজাউল করীম বলেন, ‘তোমরা যে পথে চলছো সেটা ইসলামের পথ নয়। তোমাদেরকে কোন ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের স্বার্থে বিপথে পরিচালিত করছে। ইসলামের পথে যদি চলতে চাও তবে ওলামায়ে কেরামের পরামর্শ মেনে চলো।’ এসব মানবতাবিরোধী সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকারও আহবান জানান তিনি। 

অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও মূল হোতাদের ধরে আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান মুফতী রেজাউল। তিনি হামলায় নিহত দায়িত্বরত পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।উত্তরানিউজ২৪ডটকম / আ/ম

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা