ddInner_thereport24_1

অনেক নারীই অনেক সময় চরম উত্তেজনায় পৌছাঁতে ব্যর্থ হয়। মানসিক নানা কারণে হয়তো নারী অনুত্তেজক হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শারীরিক কিছু কিছু কারণও বিদ্যমান থাকে। যৌনাঙ্গের নানা সমস্যার জন্যও হয়তো নারী উত্তেজনা হারায়। অনেক সময় দেখা যায় যে পুরুষের শারীরিক অনাকর্ষণ, অর্থের অসচ্ছলতা ইত্যাদি নানা কারণে নারী পুরুষের সাথে যৌন সম্পর্কে স্থাপন সত্ত্বেও উত্তেজনাবোধ করে না। এটি সমীক্ষায় দেখা হয়েছে কেন নারী উত্তেজনা হারায়। তা হলোঃ

ক. যৌনতাকে বেদনাদায়ক ২০.৩% নারী মনে করে।
খ. যৌনতা জঘন্য ১৭.৭% নারী মনে করে।
গ. স্বামী অক্ষম ১১.৭% নারী মনে করে।
ঘ. গর্ভবতী হবার ভয় ১০.২% নারী মনে করে।
ঙ. অজ্ঞতা, যোনীর সমস্যা কিংবা সমকামিতা ৪০% নারী মনে করে।

উত্তেজনা বাড়ানোর কৌশল

ক. পুরুষের উচিত নারীকে নানা কৌশলে উত্তেজিত করা। যেমন পুরুষ নারীর স্তন এবং স্তনবৃন্ত স্পর্শ করতে পারে, মর্দন করতে পারে। এতে করে নারী উত্তেজিত হতে থাকবে।
খ. সেক্সুয়াল ফ্যান্টাসির দ্বারা নারীকে উত্তেজিত করা যেতে পারে। যেমনঃ রোমান্টিক বই পড়া বা যৌনমিলনের দৃশ্য সমৃদ্ধ ছবি দেখা ইত্যাদি।
গ. হস্তমৈথুনের মাধ্যমে হাতের সাহায্যে বা ভাইব্রেটরের সাহায্যে। এছাড়াও পুরুষ মুখের সাহায্যে নারীর ভগাংকুর এবং যোনী স্পর্শ করলে নারী উত্তেজিত হতে পারে।

থেরাপি

ক. দম্পতি নগ্ন হয়ে বিছানায় বসবে। পুরুষ দুই পা ফাঁক করে নারীকে কোলে নিয়ে বসবে। পুরুষ নারীর যোনীতে আলতো ছুঁয়ে যাবে।
খ. নারী পুরুষের উপরে বসবে এবং যোনীতে লিঙ্গ প্রবেশের পর মৃদু নাড়াচাড়া করবে। লক্ষ্য রাখতে হবে নাড়াচাড়া যেন জোরে না হয়।
গ. নারীর উপরে (কাউগার্ল বা উইমেন অন টপ) এই আসনটি সঠিক প্রয়োগে নারীর উত্তেজনা অপেক্ষাকৃত বাড়াতে পারে।উত্তরানিউজ২৪ডটকম / আ/ম

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা