uttara-fire-service-and-civil-defence

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোন ধরনের অগ্নিসংযোগ বা অগ্নিসন্ত্রাস প্রতিরোধে সারাদেশে প্রতিদিন আমাদের বিশেষ মহড়া চলবে। তিনি বলেন, জনগনের জানমাল রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত আছি। এসব বিষয়ে জনগণকে সচেতন আরো বেশি সচেতন হতে হবে। দেশের জনগণ ইচ্ছে করলে অগ্নিসন্ত্রাস মোকাবেলা করতে পারে। পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর সাথে সমন্বয় করে আমরা এক সাথে কাজ করে যাচ্ছি। গত শনিবার দুপুরে উত্তরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় থেকে নির্বাচনী বিশেষ মহড়া শুরুর পূর্বে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় মেজর এ কে এম শাকিল নেওয়াজ উত্তরা নিউজকে বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ইতি মধ্যে অত্যাধুনিক মোটর সাইকেল সংযুক্ত করা হয়েছে। এসব মটর সাইকেলে অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার রয়েছে। অল্প সময়ের মধ্যে যানজটে ও ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করার জন্য দমকল বাহিনীর কর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, যদি কোথায় অগ্নি দূর্ঘটনা ঘটে দ্রুত মোকাবেলার জন্য টু হুইলার এর টহলের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে কোথাও যদি অগ্নি দূর্ঘটনা ঘটে দ্রুত পৌছানো জন্য টু হুইলারের টহলের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। যে কোন অগ্নি দূর্ঘটনায় জনগনের জানমালের নিরাপত্তা দেওয়ায় আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্বক্ষনিক জনগনের সেবায় নিয়োজিত আছে। পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নি মহরায় শতাধিক অত্যাধুনিক মটর সাইকেল নিয়ে উত্তরার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন, উপ সহকারী পরিচালক মোঃ আঃ হালিম, মোঃ মানিকুজ্জামান,সিনিয়র স্টেশন অফিসার মোঃ শামস আরমান, মোঃ সফিকুল ইসলাম, ওয়ার হাউজ ইন্সপেক্টর, স্টেশন অফিসার, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন।উত্তরানিউজ২৪ডটকম / মোহাম্মদ গাজী তারেক (স্টাফ রিপোর্টার)

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা