senior citizen society

 দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর ২০১৮ তারিখে বিজয়ের মাসে অনুষ্ঠিত হয়। ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম এবং হবিগঞ্জেও আয়োজিত হয় এই অনুষ্ঠান। উত্তরায় বসবাসরত প্রবীণদের উদ্যোগে উত্তরার একটি স্থানীয় রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সোসাইটির প্রবীণ সদস্যগণ বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশের বিশিষ্ট প্রবীণ নাগরিকগণ আলোচনায় অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, সাবেক রাষ্ট্রদূত ও সচিব এবং প্রেসিডেন্ট দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক ছিলেন সাবেক সচিব ও প্রখ্যাত কলামিষ্ট মহিউদ্দীন আহমদ, স্বাস্থ্য বিষয়ক আলোচক অধাপক ডাঃ রকিবুল ইসলাম লিটু (কার্ডিওলজিস্ট)। অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক বক্তব্য প্রদান করে দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির সেক্রেটারী মোঃ আবু বকর সিদ্দীক। আলোচনার সুপারিশমালা উপস্থাপন করেন ডাঃ এম এ মজিদ মিয়া। সভায় প্রবীণ সদস্যবৃন্দ বাংলাদেশে দ্রুত প্রবীণ বিষয়ক আইন প্রণয়ন, সকল হাসপাতালে প্রবীণ নাগরিকদের জন্য পৃথক ওয়ার্ড স্থাপন এবং অগ্রাধিধিকারভিত্তিতে চিকিৎসা সেবা প্রদান, পাবলিক-প্রাইভেট পার্টনারশীপে প্রতিষ্ঠিত হাসপাতালে ৩০% গরীব রোগীর মত প্রবণী নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা, গণ-পরিবহনে ডিসকাউন্ট মূল্যে যাতায়াতের সুযোগ প্রদান, ব্যাংক, পোস্ট অফিসে প্রবীন নাগরিকদের জন্য পৃথক কাউন্টার স্থাপন, রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করা, বিল্ডিং কোডে প্রবীন নাগরিকগণ যাতে পিছলে না পড়ে সে জন্য সাপোর্ট রেিিলং লাগানো বাধ্যতামূলককরণ, হাই রাইজ বিল্ডিয়ে প্রবীন নাগরিকদের জন্য একটি কমন রুম/বিনোদন কক্ষ নির্ধারণ করা, সক্ষম এবং মানসিকভাবে সুস্থ্য প্রবীণ নাগরিকেদের দেশের কাজে লাগানোর জন্য পর্যাপ্ত সাভির্স পরিবর্তন, সামাজিক কাজে অংশীদারিত্ব প্রদান, বয়স্কভাতা, উৎসব ভাতার পরিধি বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে অরাজনৈতিকত আলোচনায় করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।উত্তরানিউজ২৪ডটকম / টি/আর

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা