tanzimul ummah

আন্তর্জাতিক শিক্ষা কারিকুলাম ও হিফযুল কুরআন বিভাগের সমন্বয়ে নবপ্রতিষ্ঠিত তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিয স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও কালচারাল প্রেজেন্টেশান ২০১৮ সম্প্রতি উত্তরার ফ্যান্টাসি আইল্যান্ড থিয়েটার হলে অনুষ্ঠিত হয়। গতকাল (রবিবার) অনুষ্ঠানটিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আব্দুল মজিদ খান। ফাউন্ডেশানের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মীর মনজুর মাহমুদ, ড. শামসুল হক সিদ্দিক ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন।

ছাত্র-ছাত্রীদের কুরআনের সবক প্রদান করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব ড. মানজুরে এলাহি। আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ আব্দুল আলিম, সিনিয়র ডিরেক্টর আ.ন.ম রাশেদুল ইসলাম সায়েম, ডিরেক্টর হাবিবুল্লাহ আল আমিন, এম.এম রবিউল ইসলাম; হিফয মাদরাসা, আল-আরক্বাম শাখার প্রিন্সিপাল সাইফুল্লাহ ফয়সল, আল-আতফাল শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ.এম নুরুল আমিন, প্রি-হিফয মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মুহিব্বুল ফোকারসহ অন্যান্য দায়িত্বশীল, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনায় ক্বিরাত ও হদর তিলাওয়াত, ইংরেজি, আরবি বক্তৃতা, নাশিদ ও ডিসপ্লে মেহমান ও দর্শকদের মুগ্ধ করে।উত্তরানিউজ২৪ডটকম / জি/তা

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা