Muhit

আরো এক দশক গতিশীল অর্থনীতির আশা প্রকাশ করে অর্থমন্ত্রী এ এম এ মুহিত বলেন, এক দশক ধরে বাংলাদেশের অর্থনীতি সাবলীল গতিতে এগিয়ে চলছে।

অর্থমন্ত্রী আজ সোনারগাঁও হোটেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, বিগত ১৪ বছর আমরা সুন্দরভাবে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিচালনা করেছি। আমি মনে করি আঞ্চলিক সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণে আমাদের আরো এক দশক প্রয়োজন।

এসডিজি অর্জনে প্রফেশনাল একাউন্টেন্টদের ভূমিকা শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে ইন্সটিটিউট অব কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট অব বাংলাদেশ (আইসিএমএবি)।

অনুষ্ঠানে জাতিসংঘের আবাসিক কো-অর্ডিনেটর ও জাতিসংঘ উন্নয়ন তহবিলের (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে মূল নিবন্ধ উপস্থাপন করেন টেকসই উন্নয়নে গ্লোবাল রিপোর্টিং ইনেশিয়েটিভ’র (জিআরআই) পিত্রো বার্টাঝি।

মুহিত বলেন, সরকার বিগত ১০ বছর অর্থনীতিতে ইফেকটিভ ডিমার্ন্ড বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। কারণ, এটি হচ্ছে অর্থনীতিকে এগিয়ে নেয়ার একমাত্র পথ। এর অর্থ হচ্ছে অধিকসংখ্যক মানুষকে অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করা।
অধিক মানুষের সম্পৃক্তি পণ্য পরিধি বাড়বে এবং এর মাধ্যমে সম্পদ বৃদ্ধি পাবে।

মন্ত্রী বলেন, অর্থনীতিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ দারিদ্র বিমোচনে সাফল্য অর্জন করছে। এতে বাজার ও বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, বাণিজ্য সম্প্রসারণ সরকার দক্ষিণ এশিয়াসহ বিশ্বব্যাপী বাণিজ্য সম্পর্ক জোরদারে কাজ করছে।
অন্যান্যের মধ্যে আইসিএমএবি সভাপতি এম সেলিম ও মহাসচিব আবদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।উত্তরানিউজ২৪ডটকম / টি/কে

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা