row-e-uttaranews24

নতুন এক রূপে আবির্ভূত হলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। সমাবেশের মঞ্চে দাড়িয়ে তিনি গাইলেন গান। এতে তার সাথে সুর মেলালেন উপস্থিত জনতা। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় জোটের মহাসমাবেশে এই রূপে দেখা দিলেন তিনি। 

জাতীয় পার্টির সিনিয়র কোচেয়ারম্যান রওশন এরশাদ বলেন, ‘জনগণের উৎসাহ ও আগ্রহ দেখে মনে হচ্ছে, আমরা আবার ক্ষমতায় যাই। আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করা দরকার তাই করতে হবে।’

 

বক্তব্যের ফাঁকে ফাঁকে রওশন এরশাদ দুটি গান গেয়ে শোনান। বক্তব্য শুরুর কিছু পরই রওশন এরশাদ গাইতে থাকেন, ‘নতুন বাংলাদেশ গড়ব মোরা/নতুন করে আজ শপথ নিলাম।/নবজীবনের ফুল ফোটাব,/প্রাণে প্রাণে আজ এই শিক্ষা নিলাম।’ এ সময় উপস্থিত জনতাও তার সঙ্গে সুর মেলায়। গান শুনানোর পরই উজ্জীবিত জনতার উদ্দেশে তিনি বলেন, 'এবার আমরা ক্ষমতায় যাবই যাব, ইনশা আল্লাহ।'

‘আমাদের ক্ষমতায় যেতে হবে। আমি আশা করব, আপনারা সেই লক্ষ্যে কাজ করবেন এবং সেভাবে দলকে সম্মানিত করবেন।’

মহাসমাবেশে সবাইকে অঙ্গীকার করার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির সিনিয়র কোচেয়ারম্যান বলেন, ‘আমাদের সবাইকে অঙ্গীকার করতে হবে। কারণ আমাদের চেয়ারম্যানের ইচ্ছা উনি আরেকবার দেশের জন্য, জনগণের জন্য কাজ করতে চান। আমরাও দেশের জন্য আরেকবার কাজ করতে চাই।’

দেশের প্রত্যেকটি লোকের কাছে জাতীয় পার্টির কথা বলার আহ্বান জানিয়ে রওশন এরশাদ আরো বলেন, ‘তাদের মনে আবারও সেই কথা জাগ্রত হবে। কারণ, বাংলাদেশের প্রত্যেকের ঘরে ঘরে লাঙল আছে।’

সবশেষে বিরোধীদলীয় নেত্রী রংপুরের আঞ্চলিক ভাষায় একটি গানের কয়েকটি লাইন গেয়ে শুনান। গানটি হলো- ‘লাঙলে ভোট না দিয়া করছি আমি মস্ত ভুল’। এ সময় তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, জাতীয় পার্টির গান আমাদের আবারও গাইতে হবে।'উত্তরানিউজ২৪ডটকম / জি/টি

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা