jege ohto- mohiuddin jubayed @kalombani

দোয়েল কুজনে 
ভোর বিহানে
কার সে মধুর গান,
সে তো আল্লাহ
মহিয়ান।
 
অলস তুমি ঘুমিয়ে থাকো
একটিবার নাহি ডাকো
ফজর গিয়ে সাত সকালের
হয় যে   দিনের অবসান।
 
ফুল ফোটে সুবাস ছড়ায়
পাতায় পাতায় শাখায় শাখায়
কার সে হুকুমে,
সে তো পালনকারী রিযিকদাতা
হাত তুলে কও সকল কথা
আর থেকোনা ঘুমে।


উত্তরানিউজ২৪ডটকম / জি/তা

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা