Histori

মাইলস ফ্রাংকলিন সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত বইয়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ‘মাই ব্রিলিয়ান্ট ক্যারিয়ার’ উপন্যাসখ্যাত লেখক স্টেলা মারিয়া সারাহ মাইলস ফ্রাংকলিনের নামে ১৯৫৭ সালে প্রবর্তিত অস্ট্রেলিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কারের অর্থমূল্য ৬০ হাজার পাউন্ড।

মূলত যেসব সাহিত্যে অস্ট্রেলিয়ার জীবন ও সংস্কৃতির প্রতিফলন ঘটে, সেসব সাহিত্যই এই প্রতিযোগিতার জন্য উপযোগী বলে বিবেচনা করা হয়। এবারের সংক্ষিপ্ত তালিকায় যেসব লেখকের বই স্থান পেয়েছে, তাঁরা সবাই এই প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এঁদের মধ্যে একজনের উপন্যাসটি আবার মাইলস ফ্রাংকলিনের লেখা উপন্যাস দ্বারা অনুপ্রাণিত। এবারের সংক্ষিপ্ত তালিকার বইগুলো হচ্ছে—এমিলি ম্যাগুআয়ারের ‘অ্যান আইসোলেটেড ইনসিডেন্ট’, মার্ক ও’ফ্লিনের ‘দ্য লাস্ট ডেজ অব অ্যাভা ল্যাংডন’, রায়ান ও’নিলের ‘দেয়ার ব্রিলিয়ান্ট ক্যারিয়ারস’, ফিলিপ স্যালমের ‘ওয়েটিং’ এবং জোসেফিন উইলসনের ‘এক্সটিংকশনস’। আগামী ৭ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলসের স্টেট লাইব্রেরিতে অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কারজয়ীর হাতে ৬০ হাজার ডলারের চেক তুলে দেওয়া হবে। এ ছাড়া সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া লেখকরা পাঁচ হাজার ডলার করে পাবেন। এর আগে এ পুরস্কার পেয়েছেন টমাস কেনিলি, টিম উইনটন, পিটার ক্যারে, প্যাট্রিক হোয়াইট, মিশেল ডি ক্রেটসার, এএস প্যাট্রিস প্রমুখ।উত্তরানিউজ২৪ডটকম / টি/কে

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা