sunny-leone-un

তিনি প্রাক্তন পর্নস্টার। আর আগামী ছবি মস্তিজাদেতে সেক্স অ্যাডিক্ট গ্রুপের শিক্ষিকা। ছবি মুক্তির আগে এক বেসরকারি চ্যানেলকে অকপট সাক্ষাত্কার দিলেন সানি। কী ভাবে তিনি ড্যানিয়েলের প্রেমে পড়েন, কেমন পুরুষ তাঁর পছন্দ, মহিলাদের কী ভাবে বিকিনি ক্যারি করা উচিত্, সব কিছু নিয়ে খোলা মনে কথা বললেন সানি। সেক্স অ্যাডিক্টদের উপদেশও দিলেন।

সানি লিওন
সানি লিওন

সানি বলেন, ‘‘আমি একেবারেই জনপ্রিয় ছিলাম না। ইন্টারনেটে আমার একটা ছবি ছিল। প্রায় অর্ধেক মুখ চুলে ঢাকা। ১৯ বছর বয়স পর্যন্ত জানতামই না আমার মধ্যে কোনও সেক্সি ব্যাপার আছে।’’ সেক্স অ্যাডিক্টদের উদ্দেশে বলেন, ‘‘শরীর ও মনের প্রতি নিয়ন্ত্রণই আমাদের স্বাভাবিক জীবন যাপনে সাহায্য করে। কামাতুর মানুষদের অন্যের সাহায্য নেওয়া উচিত্।’’

সানি লিওন
সানি লিওন

আর সানির আদর্শ পুরুষ কেমন হবেন? নিজেই উত্তর দিলেন, ‘‘একজন মানুষের সম্পূর্ণ ব্যক্তিত্বই আমার কাছে গুরুত্বপূর্ণ। সেন্স অফ হিউমর যেমন দরকার, তেমনই তাঁকে শরীরের যত্নও নিতে হবে, স্টাইল সেন্স থাকতে হবে। আমার এমন পুরুষ পছন্দ যাঁর নিজের সাজগোজ সম্পর্কে জ্ঞান থাকবে। জামা, জুতো, মোজা সব গার্লফ্রেন্ডকে ঠিক করে দিতে হবে না।’’

সানি লিওন
সানি লিওন

ড্যানিয়েল কি তবে ঠিক এমনই? সানি বলেন, ‘‘ড্যানিয়েল হট, মিষ্টি ও মজার। আমাকে সারা দিন হাসায়। প্রায় আট বছর আমরা এক সঙ্গে রয়েছি। পাঁচ বছরের বিবাহিত জীবন। গুরুদ্বারে রীতি রেওয়াজ মেনেই বিয়ে হয়েছিল আমাদের। ও আমার থেকে অনেক বেশি রোম্যান্টিক। আমাকে গোলাপ ফুল, চকোলেট পাঠাতো, চিঠি লিখতো। আমরা ধার্মিক নই। তবে আধ্যাত্মিক।’’উত্তরানিউজ২৪ডটকম / আ/ম

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা