বৃহস্পতিবার, ০৬ ডিসেম্বর ২০১৮, ১৯:২১:৫০ বাংলাদেশ সময়ে প্রকাশিত।

গত ০৫ তারিখ দিবাগত রাত ০৩.২৫ মিনিটে বৃহত্তর উত্তরার উত্তরখান এলাকার আটি পাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা সেখানে দ্রুত ছুটে যায়। অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরে উত্তরা ফায়ার সার্ভিস এবং টঙ্গী ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নির্বাপনে কাজ শুরু করে এবং প্রায় ২ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের ইউনিট সমূহের সদস্যরা।
এ বিষয়ে উত্তরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম উত্তরা নিউজকে জানান, গভীর রাতে আমাদের কাছে আগুন লাগার সংবাদ পৌছালে সেখানে আমি টিম নিয়ে দ্রুত ছুটে যাই এবং আগুন নির্বাপনে কাজ শুরু করি। ফায়ার সার্ভিসের দক্ষ সদস্যদের নিরলস প্রচেষ্টায় অবশেষে ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের তৎপরতায় আশেপাশের অন্যান্য দোকানগুলোতে ক্ষয়-ক্ষতিরথেকে রক্ষা পায়।
আগুন লাগায় ক্ষয় ক্ষতির পরিমাণ হিসেবে জানা যায়, আগুনে শ্রমিকদের কিছু সংখ্যক টিনসেট বসত ঘর ও একটি ফার্নিচারের দোকান ক্ষতিগ্রস্থ হয়।
উত্তরানিউজ২৪ডটকম / মোহাম্মদ গাজী তারেক রহমান