Iresh

নবিয়ে করলেন ইরেশ যাকের ও মিম রশিদ। রবিবার রাতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তাঁদের। গুলশানের একটি পার্টি সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা এতে উপস্থিত ছিলেন।

দম্পতি ইরেশ-মিম নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে বিয়েতে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর। তবে ইরেশ-মিমের ঘনিষ্ঠজনরা ছাড়া শোবিজ অঙ্গনের তেমন কাউকে বিয়েতে দেখা যায়নি।  এর আগে শুক্রবার সন্ধ্যায় ইরেশের বনানীর বসায় হলুদের অনুষ্ঠান হয়। আগামী মার্চে নেপালের কাঠমান্ডুতে ইরেশ-মিমের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

সেখানেও তাদের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুরা আমন্ত্রণ পাবেন বলে জানা গেছে।

ইরেশ যাকের জানান, সবকিছু খুব দ্রুত হয়ে গেল। তাই কাছের স্বজন ও বন্ধুদের ছাড়া কাউকে বলার সুযোগ পাইনি। নতুন জীবনে প্রবেশ করলাম। এখন সবার কাছে আমাদের দু’জনের জন্য দোয়া চাইছি।

মিমের সঙ্গে ইরেশের প্রায় ১১ বছরের বন্ধুত্ব। দু’জনের মধ্যে খুব ভালো বোঝাপড়া। বেশ কয়েক মাস ধরে তাদের বন্ধুত্বের সম্পর্কটি ভালোবাসায় রূপ নেয়। তাই আর দেরি না করে দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।উত্তরানিউজ২৪ডটকম / টি/কে

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা