Virat

সপরিবারে ছুটি কাটাতে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরুর সময় থেকেই মিডিয়া পাড়ায় গুঞ্জন ওঠে বিয়ের পিঁড়িতে বসছেন ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে বরাবরের মতোই একে স্রেফ গুজব বলেই উড়য়ে দেন আনুশকার মুখপাত্র। ইতালিতে ছোট অনুষ্ঠানে আত্মিয়-পরিজন ও ঘনিষ্ঠদের নিয়ে বিয়ের অনুষ্ঠানটি সেরেছেন এ তারকা দম্পতি।

 

সোমবার টুইটারে বিয়ের খবর নিশ্চিত করে পোস্ট করলেও ঠিক কবে ও কখন তাদের বিয়ে হয়েছে তা নিশ্চিত জানাননি তারা। আবেগময় পোস্টের সঙ্গে বিয়ের সুন্দর কিছু ছবিও জুড়ে দেওয়া হয়েছে। ছবিতে বিয়ের সাজে নব-দম্পতি বিরাট ও আনুশকাকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা!

বিয়ের পরপরই টেস্ট খেলতে সাউথ আফিকায় যাবেন বিরাট। সঙ্গে যাবেন আনুশকাও। সেখানেই থার্টি ফার্স্ট কাটানোর পরিকল্পনা রয়েছে তাদের। জানুয়ারিতে ভারতে ফিরে আনন্দ এল রাই-এর সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে যাবেন আনুশকা।

 উত্তরানিউজ২৪ডটকম / টি/কে

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা