Probasi

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে সাইফুল ইসলাম ভূঁইয়া (৩৫) নামে এক বাংলিাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার হিসাবরক্ষক রেজোয়ান। নিহত সাইফুলের বাড়ি নোয়াখালী জেলায়। তার হিসাবরক্ষক রেজোয়ানের (২১) বাড়িও একই এলাকায়। গত রবিবার রাতে আটলান্টার ডাউন টাউনের ওয়েস্ট ভিউ ড্রাইভে সাইফুলের গ্রোসারি স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রবিবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠার পরপরই সাইফুলকে গুলি করা হয়। পরে গাড়ি থেকে রেজোয়ানকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় গ্রেডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সাইফুলের দোকানের ক্যামেরা থেকে আটলান্টা পুলিশের উদ্ধার করা ভিডিওতে দেখা যায়, সাইফুলের গাড়িটি দোকান থেকে পার্কিং লট পার হয়ে রাস্তার ওঠার মুহূর্তে একটি সাদা গাড়ি সামনে এসে দাঁড়ায়। ওই গাড়ি থেকে বেরিয়ে এসে দুই হামলাকারী সাইফুলের গাড়ির কাচ ভেদ করে দুই রাউন্ড গুলি ছোড়ে। সাইফুলের গাড়িটি চলতে শুরু করলে দুই মিনিটের মাথায় দুই হামলাকারী আবারও গুলি করে, তারপর পালিয়ে যায়।উত্তরানিউজ২৪ডটকম / টি/কে

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা