dudak-chairman

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা থাকবে। এক্ষেত্রে আমাদের কঠোর বার্তা থাকবে। অ্যাকশনে যাবে দুদক।

মঙ্গলবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের কঠোর বার্তা, মন্ত্রণালয়ও কঠোর, আমরাও কঠোর। আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের সব জায়গায় অফিস নেই। তবুও আমরা চেষ্টা করি। সমাজে একটা ম্যাসেজ যাওয়া দরকার। বাচ্চাদের লেখাপড়া দরকার। ফেল করলে হবে না। জ্ঞান অর্জন করতে হবে, ফেল করলে তো জ্ঞান অর্জন হবে না। শিক্ষা মন্ত্রণালয় কঠোর অবস্থানে আছেন, শিক্ষামন্ত্রী ব্যবস্থা নিবেন।’

তিনি বলেন, ‘যারা দেশের আইন মানছে না, দুর্নীতিতে নিমজ্জিত হচ্ছেন। এসব লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কোথাও তিন হাজার কোথাও চার হাজার, এক সাবজেক্টে দুই হাজার, এটাতো হতে পারে না। আমরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কীভাবে করবো?।’

এক প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, ‘যদি কেউ ফেরতের কথা বলে ইটস রং। অপরাধ সংগঠিত হয়ে গেছে ফেরতের কোনো বিষয় না। আমরা অ্যাকশনে যাব। এ বিষয়ে দুদকে কয়েক হাজার অভিযোগ এসেছে। নিয়মিত অফিযোগ আসছে।’উত্তরানিউজ২৪ডটকম / জি/তা

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা