injamam_sanal

বিশ্ব সন্ত্রাস বিরোধী সংস্থা বাংলাদেশ (ডব্লিউএটিও বিডি) এর কেন্দ্রীয় সহ-সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন তুরাগ থানার ৫৩ নং ওয়ার্ডের ইউনিয়নের ধরঙ্গাটেক এলাকার মোঃ ইনজামামুল হক। সম্প্রতি ওয়ার্ল্ড এন্টি টেরিজম অর্গানাইজেশন এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাগির খান (স্বপন) এর ¯স্বাক্ষরে সংস্থাটির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। কমিটিতে নিজের অবস্থান জেনে ইনজামামুল হক দারুণ উচ্ছাসিত ও আনন্দিত হন। বিশ্ব সন্ত্রাস বিরোধী সংস্থায় নিজের অর্ন্তভূক্তিতে বিশ্ব অধ্যায়ের ভারপ্রাপ্ত সভাপতি জনাব সাগির খান, বাংলাদেশ অধ্যায়ের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব আদম তমিজি হক, মিসেস খান সাবরা, সাধারণ সম্পাদক জনাব জিন্নুরাইন উল্লাস ও দপ্তর সম্পাদক সজীব সান্যাল সহ কমিটির সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশ্ব সন্ত্রাস মোকাবেলায় নিজের অবস্থান সম্পর্কে তরুণ ইনজামামুল হক উত্তরা নিউজকে জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা তরুণ প্রজন্ম সর্বদা সোচ্চার। সার্বিক অরাজকতা প্রতিরোধ ও গণমানুষের সু-অধিকার নিশ্চিত করতে সকল প্রকার অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করে দেশকে সত্যিকার অর্থে সোনার বাংলা গড়ে তোলাই আমার ব্রত। আমার উপর সংগঠন কর্তৃক যে দায়িত্ব দেয়া হয়েছে তা আগামীতে বাংলাদেশকে সন্ত্রাস ও অরাজকতামুক্ত একটি সুন্দর রাষ্ট্রগঠনে আমি সক্রিয় কাজ করে যাবো ইনশাআল্লাহ্। এজন্য আমি আমার সকল বন্ধু, পাড়া-প্রতিবেশী ও শুভাকাঙ্খীদের একান্ত সহযোগিতা কামনা করি।


উল্লেখ্য যে, আগামী ০৩ (তিন) বৎসর মেয়াদি কমিটিটির সভাপতি হিসাবে নির্বাচিত করা হয় হক গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা জনাব আদম তমিজি হককে। এছাড়াও সভাপতি মণ্ডলীর সদস্য হিসাবে রয়েছেন সংসদ সদস্য জনাব মোঃ গোলাম মোস্তফা, উম্মে কুলসুম স্মৃতি, লেখক মোনায়েম সরকার সহ আরও অনেকে।উত্তরানিউজ২৪ডটকম / তুরাগ প্রতিনিধি (উত্তর)

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা