nafron coching

রাজশাহীতে নেফ্রন কোচিং সেন্টারের পক্ষ থেকে নার্সিং ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার বিকালে নগরীর সপুরার উদয়ন নার্সিং কলেজ ভবনে এক বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এ বিদায় দেয়া হয়।এসময় প্রত্যেক পরীক্ষার্থীকে বিদায়ী ক্রেস্ট তুলে দেয়া হয়।

নেফ্রন কোচিং সেন্টারের পরিচালক মোঃ আলমাস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উদয়ন নার্সিং কলেজের অধ্যক্ষ মোসাঃ নূশিনা বানু।

কোচিংটির উপদেষ্টা মোঃ রজব আলী খন্দকার শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উদয়ন নার্সিং কলেজের উপাধ্যক্ষ রওশন আরা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে উদয়ন নার্সিং কলেজের অধ্যক্ষ নূশিনা বানু বলেন, তোমরা নার্সিং পড়ায় মনস্থির করে সঠিক সিদ্ধান্ত নিয়েছ। নিজেকে ভালবাস,সম্মান কর- দেখবে অন্যকেও ভালবাসতে পারবে।

নার্সিং জগতে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের অভিভাবকদেরও ধন্যবাদ জানান রাজশাহী নার্সিং কলেজের সাবেক এই অধ্যক্ষ।

অনুষ্ঠানে অন্যন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, গ্লোবাল নার্সিং কলেজের ডিরেক্টর মাহবুবুল ইসলাম, অফিস অডিটর রোকোনুজ্জামান মোল্লা প্রমুখ।

এসময় বক্তারা নার্সিং ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সর্বাঙ্গীণ মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

উল্লেখ্য, আগামী ৭ ই ডিসেম্বর সারাদেশে একযোগে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেটির ফলাফল আগামী ১০ ই ডিসেম্বর প্রকাশ হওয়ার কথা রয়েছে।উত্তরানিউজ২৪ডটকম / আমানুল্লাহ (রাজশাহী প্রতিনিধি)

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা