রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৫:২৭ বাংলাদেশ সময়ে প্রকাশিত।

১০ ডিসেম্বর জামালপুর হানাদার মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার দুপুরে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শহরের বকুলতলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে স্থানীয় পিটিআই ভবনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হায়দার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল সাবরিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ডা. মো. মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম, মোখলেছুর রহমান হিরু, আব্দুল মতিন, জামালপুর জেলা যুব কমান্ডারের সভাপতি আবম জাফর ইকবাল জাফু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাহফুজুল আলম ও সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।
উত্তরানিউজ২৪ডটকম / টি/কে