বুধবার, ০৭ ফেব্রুয়ারী ২০১৮, ৮:১২:৫৭ বাংলাদেশ সময়ে প্রকাশিত।

নিম্ন মধ্যবিত্ত শ্রেণির নাগরিকদের আবাসনের স্বপ্নপূরণে প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানিয়েছে রিয়াল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
আজ মঙ্গলবার চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিহ্যাবের ভাইস চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী।
আগামী বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে চার দিন ব্যাপী ‘রিহ্যাব ফেয়ার’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের পরিচালক মো. ওমর ফারুক ও দিদারুল আলম উপস্থিত ছিলেন।
আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১১ ফ্রেরুয়ারি পর্যন্ত নগরীর রেডিসন ব্লু বে বিউতে ওই আবাসন মেলা অনুষ্ঠিত হবে। এতে ৫৯টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
উত্তরানিউজ২৪ডটকম / বিশেষ প্রতিবেদক