English
  • Twitter
  • Facebook
  • RSS
  • Google+
  • Vimeo
  • Tumblr
  • Pinterest

logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • আইন ও আদালত
  • শিক্ষাঙ্গন
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
    • প্রবাস
    • উত্তরার খবর
    • রাজধানী
    • সারাবাংলা
    • বিচিত্র খবর
    • ফিচার-সাহিত্য
    • স্বাস্থ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • ছবিঘর
    • ভিডিও
  • উত্তরা
প্রচ্ছদ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • আইন ও আদালত
  • শিক্ষাঙ্গন
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
    • প্রবাস
    • উত্তরার খবর
    • রাজধানী
    • সারাবাংলা
    • বিচিত্র খবর
    • ফিচার-সাহিত্য
    • স্বাস্থ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • ছবিঘর
    • ভিডিও
  • উত্তরা

ব্রেকিং নিউজ

uttaranews24 রংপুরে বোরো চাষে সেচ খরচ বৃদ্ধি    uttaranews24 মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার    uttaranews24 মালদ্বীপের প্রধান বিচারপতি গ্রেপ্তার    uttaranews24 জোড়া সেঞ্চুরিতে ক্যারিয়ারের সেরা অবস্থানে মুমিনুল    uttaranews24 রাতজুড়ে মালদ্বীপে ঘটে যাওয়া ঘটনা    uttaranews24 রাতজুড়ে মালদ্বীপে ঘটে যাওয়া ঘটনা    uttaranews24 কাঁঠালবাড়ী-শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ   
  • প্রচ্ছদ
  • বিচিত্র খবর
churi-1

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো অন্তর্বাসের মধ্যে লুকিয়ে চুরি (ভিডিও)

মেয়েদের শপিংয়ের নেশাটা একটু বেশিই। কিন্তু টাকা না থাকলে! অনেকে হয়ত শপিং মলে ঘুরে, জিনিসপত্র নেড়েচেড়ে দেখে শখ পূরণের চেষ্টা করে। তবে একটা শ্রেণি আছে যারা সুযোগ পেলেই হাতসাফাই করে দেয়। সেটা শপিং মল হোক বা কারও বাড়িতে বেড়াতে যাওয়া হোক, হাতের কাছে দামি কিছু পেলে টপ করে ব্যাগে ঢুকিয়ে ফেলা মানুষের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু শপিং মলে যে আজকাল ঢোকার সময় ব্যাগ রেখে যাওয়ার কৌশল চালু করা হয়েছে।  তাহলে উপায়? উপায় তারাই বের করে নিয়েছে যাদের হাতসাফাইয়ের অভ্যাস। পদ্ধতিটা বেশ চমকপ্রদ বটে। এবার তারা চুরি করছে অন্তর্বাসের মধ্যে লুকিয়ে! এমনই দুই চোর ধরা পড়লেন শপিং মলের সিসিটিভি ক্যামেরায়। ভিডিওতে দেখা যায় দুই নারী শপিং মলের মধ্যে টপাটপ ছোটখাটো জিনিস অন্তর্বাসের মধ্যে চালান করে দিচ্ছে। এ সময় তারা সতর্কভাবে এদিক-ওদিক দেখে নিচ্ছে কেউ আসছে কিনা। দুই নারী হয়ত ভেবেছিলেন ব্যাগ রেখে দিয়েছে, অন্তর্বাস কি আর তল্লাশি করে দেখবে? কিন্তু উপরে যে সিসিটিভি ক্যামেরায় কেউ তাদের এসব র্কীর্তি দেখছেন তা তাদের মাথায়ই ছিল না। অবশেষে পড়লেন ধরা। মোটা টাকা জরিমানা ও জেলের ঘানি টেনেই পরে তাদের নিস্কৃতি মেলে।

 সূত্র: জিনিউজ।

ভিডিও:  

বিস্তারিত

নগ্ন ব্যক্তি

রাস্তা দিয়ে নগ্ন হয়ে দৌড়! (ভাইরাল ভিডিও)

রাস্তা দিয়ে অনেকেই যাচ্ছিলেন সেদিন। কেউ পায়ে হেটে, আবার অনেকেই গাড়িতে। কেউ পরিবারের সকলের সঙ্গে কেউ আবার চেনা মানুষের সঙ্গে যাচ্ছিলেন রাস্তাটি দিয়ে। সেদিন যা ঘটেছিল তা এক প্রকার হতবাক করে দিয়েছিল সকলকে।

অনেকেরই বক্তব্য, এমন ঘটনা তারা এর আগে কখনও দেখেননি। রাস্তায় চলতে চলতে হঠাত্‍ই দেখা যায় এক ব্যক্তি নগ্ন হয়ে দৌড়চ্ছেন। আর তার পিছনে আরও একজন একটি ধারাল অস্ত্র নিয়ে তাড়া করেছেন। নগ্ন ব্যক্তি বারবার পথচলতি গাড়িগুলিকে থামানোর চেষ্টা করছেন, আর নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন অপরজনের থেকে।

জলবহুল রাস্তায় এই দৃশ্য দেখে সেদিন কার্যত সকলেই প্রায় চোখ ঢেকেছিলেন। পরে জানা যায় ওই নগ্ন ব্যক্তিকে নিজের স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন মহিলার স্বামী। আর যিনি ধারাল অস্ত্র নিয়ে পিছু নিয়েছিলেন তিনি আর কেউ নন, ওই মহিলার স্বামী। যদিও, এক গাড়িচালক অবশেষে তাকে লিফ্ট দেওয়ায় বেঁচে যান তিনি। ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়া পোস্ট হওয়ার পরই বর্তমানে তা ভাইরাল!

দেখুন সেই ভিডিও

 

সূত্র- বিডি প্রতিদিন

বিস্তারিত

obhisapto-nighty

ছাত্রদের পর্ন বই সরবরাহ করতেন মাস্টার !

দায়িত্ব ছিল জেলে থাকা বন্দিদের তিনি শিক্ষিত করে নতুন জীবনে ফিরতে সাহায্য করবেন। কিন্তু যাঁর হাতে এই গুরুদায়িত্ব সঁপা হয়েছিল, সেই শিক্ষকই জেলেবন্দিদের হাতে পর্ন বই তুলে দেওয়ার অভিযোগ সাসপেন্ড হলেন। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ত্রিচিতে।

সর্বভারতীয় একটি ইংরেজি সংবাদপত্রের খবর অনুযায়ী, ত্রিচির ওই জেলে প্রায় ১৩৫০জন কয়েদি রয়েছেন। ওই সিক্ষক জেলে নিয়মিত পড়াতে যেতেন। জেলে এমন কিছু কয়েকদি রয়েছে, যারা মাঝপথে পড়াশুনো ছেড়ে দিয়েছিল। তাদের পড়াশুনোর জন্যই ওই শিক্ষককে নিয়োগ করা হয়েছিল। কিন্তু গত কয়েকদিন ধরেই ওই জেলের আবাসিকদের মধ্যে পর্ন বই হাতবদল হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছিল। জেলে যখন বাইরে থেকে কেউ আসেন, অথবা কোনও জিনিস ঢোকে, তখন ভালভাবে পরীক্ষা করা হয়। ফলে কীভাবে জেলের ভিতরে পর্ন বই ঢুকল, জেলকর্তারা তা বুঝতে পারছিলেন না। এর পরেই গত বুধবার ওই শিক্ষক জেলে ঢোকার সময়ে তাঁর হাতে থাকা ম্যাগাজিনগুলি পরীক্ষা করা হয়। এরকম ম্যাগাজিন নিয়ে প্রায়শই জেলে আসতেন ওই শিক্ষক। এতদিন তাঁকে সন্দেহ করা না হলেও আচমকা ম্যাগাজিনগুলি পরীক্ষা করতেই তার মধ্যে লুকিয়ে রাখা বেশ কিছু পর্ন বই পাওয়া যায়। তখনই স্পষ্ট হয় যে ওই শিক্ষকের মাধ্যমে জেলে পর্ন বই ঢুকছিল।

এই ঘটনা সামনে আসতেই ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। কতদিন ধরে ওই শিক্ষক এইভাবে জেলের ভিতরে পর্ন বই সরবরাহ করছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।

বিস্তারিত

motel

অন্যদের যৌন কর্মকাণ্ড লুকিয়ে দেখার জন্য তৈরি হয়েছিল যে মোটেল!

১৯৮০-র জানুয়ারিতে মার্কিন লেখক গে টেলেস অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছ থেকে একটা চিঠি পান। সেই সময়ে টেলেস ‘দাই নেবার্স ওয়াইফ’  নামের এক উপন্যস লিখে বেশ সাড়া ফেলেছেন। চিঠির লেখক জানান, তিনি টেলেসকে তাঁর ভবিষ্যৎ উপন্যাসের উপাদান জানাতে চান। তিনি জানান একটি মোটেলের কথা, যে মোটেলটি খোলাই হয়েছিল তার আবাসিকদের যৌন কর্মকাণ্ড লুকিয়ে দেখার জন্য।

পরবর্তী ৩৫ বছর ধরে এই অজ্ঞাতনামা মানুষটি টেলেসকে সরবরাহ করেছেন একের পরে এক চাঞ্চল্যকর তথ্য। আর সেই তথ্যগুলিকে সম্বল করেই টেলেস লেখেন তাঁর সাম্প্রতিক উপন্যাস ‘দ্য ভয়্যার্স মোটেল’। প্রথাগত রহস্যকাহিনি বলা যায় না, তবু পাতায় পাতায় রোমাঞ্চ এই উপন্যাসের। আর সেই রোমাঞ্চকেই রুপোলি পর্দায় নিয়ে আসতে চলেছেন সিফেন স্পিলবার্গ।

স্পিলবার্গের প্রযোজনায় ‘দ্য ভয়্যার্স মোটেল’ ছবিটি পরিচালনা করবেন ‘স্কাইফল’ এবং ‘স্পেক্টর’-খ্যাত স্যাম মেন্ডেস। ছবিতে দেখা যাবে, জেরাল্ড ফুস নামে এক ব্যক্তি ডেনভারে একটি ২১ ঘর বিশিষ্ট মোটেল তৈরি করেন।আর সেখানে এমন একটা বন্দোবস্ত করেন, যাতে আবাসিকদের যৌনজীবন প্রত্যক্ষ করা যায়। তাঁর এই দর্শকামী কর্মকাণ্ডে দোসর হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী। এভাবেই একদিন তাঁদের নজরে আসে একটি খুনের ঘটনা। তার পরে শুরু হয় আসল রোমাঞ্চ।

জেমস বন্ডের তুফানি অ্যাকশন থেকে ছায়াচ্ছন্ন এক থ্রিলার— মেন্ডেস কি বদলাতে চাইছেন নিজেকে? ‘দ্য ভয়্যার্স মোটেল’ তৈরি হচ্ছে ড্রিমওয়ার্কস-এর ব্যানারে।

বিস্তারিত

eskot

“তোমার রেট কত?” “আজ রাতে কি ফ্রি আছো?”

বিয়ের বয়স তিন। স্বামী-স্ত্রী দু’জনেই কর্মজীবী। কাজ করেন একটি সফটওয়্যার কোম্পানিতে। কিন্তু তাদের দাম্পত্য কলহ ছিল চরমে। অফিস থেকে ফেরার পর যতক্ষণ বাড়িতে থাকেন, প্রায় সারাক্ষণই ঝগড়া আর কথা কাটাকাটি। স্ত্রীকে শিক্ষা দিতে শেষমেষ অদ্ভুত এক পরিকল্পনা করেন স্বামী।  একদিন হঠাৎ স্ত্রীর ফোনে অপরিচিত নম্বর থেকে কল আসতে শুরু করে। প্রত্যেকের একটাই কথা, “তোমার রেট কত?” কেউ বা আবার জিজ্ঞাসা করতেন, “আজ রাতে কি ফ্রি আছো?” প্রথম প্রথম ব্যাপারটাকে ঠিক গুরুত্ব দেননি ৩৩ বছর বয়সী ওই নারী। কিন্তু একসময় অসহ্য হয়ে ওঠেন তিনি। থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কেউ তার ফোন নম্বর একটি জনপ্রিয় এসকর্ট সার্ভিসের ওয়েবসাইটে নথিভুক্ত করে দিয়েছে কল গার্ল হিসেবে। শুরু হয় তদন্ত। তদন্ত শেষে পুলিশের চক্ষু চড়কগাছ। ওই নারী অভিযোগ দায়ের করার সময় যে ঠিকানা দিয়েছিলেন, কম্পিউটারের আইপি (IP) অ্যাড্রেস অনুযায়ী ওই ঠিকানা থেকেই ফোন নম্বর দেওয়া হয়েছিল এসকর্ট সাইটে। এরপর দুয়ে দুয়ে চার করতে আর কোনো অসুবিধে হয়নি পুলিশের। এটা যে ওই নারীর স্বামীর কীর্তি তা বের করতেও বেশি সময় লাগেনি। ভারতের পুনের সাস রোড এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, এমন কাণ্ডটি ঘটিয়েছেন ৩৫ বছর বয়সী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জেরায় ওই ব্যক্তি স্বীকারও করেছেন। প্রতিদিনের ঝগড়ায় তিনি মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন। এই অবসাদ থেকে মুক্তি পেতেই স্ত্রীর ফোন নম্বর এসকর্ট সার্ভিসের হাতে তুলে দিয়েছিলেন তিনি। অবশেষে ওই ব্যক্তিকে গ্রেফতার করে হিঞ্জেওয়ারি থানার পুলিশ। সূত্র: কলকাতানিউজ২৪। 

বিস্তারিত

সেবক যখন নিপীড়ক

হাসপাতালে মায়ের ঘরে রাখা ছেলের গোপন ক্যামেরায় যা ধরা পড়ল তা দেখলে...

কোনও হাসপাতালে যখন আপনি আপনার বয়স্ক কিংবা অসুস্থ বাবা-মা-কে রেখে আসেন, তখন কী আশা থাকে আপনার? আপনার অসুস্থ আত্মীয়ের যথাযথ সেবাশুশ্রূষা হবে সেখানে, উপযুক্ত চিকিৎসা পাবেন তিনি, তাই তো? কানাডার বাসিন্দা ক্যামিল পেরেন্টও তেমনটাই আশা করেছিলেন। অ্যালজাইমার্স ও অন্যান্য বার্ধক্যজনিত রোগে আক্রান্ত মা-কে তিনি রেখে এসেছিলেন পিটার বরোতে অবস্থিত সেন্ট পিটার অ্যাট ফ্লেমিং নামক হাসপাতালে। কিন্তু প্রতিদিন যখন মায়ের সঙ্গে দেখা করতে তিনি হাসপাতালে যেতেন, দেখতেন, মায়ের চোখে-মুখে কাটা-ছড়া, আঘাতের চিহ্ন। কীভাবে লাগল আঘাত, মা-কে এই প্রশ্ন করলে বৃদ্ধা কিছুই বলতে পারতেন না। কারণ অ্যালজাইমার্সে আক্রান্ত বৃদ্ধার স্মৃতি ছিল অত্যন্ত ক্ষণঁস্থায়ী। কী ঘটে গিয়েছে, তা কিছুতেই মনে করতে পারতেন না তিনি। হাসপাতালের কর্মচারীদের এই বিষয়ে প্রশ্ন করলে তাঁরা উত্তর দিতেন, ঘরের মধ্যে নড়াচড়া করতে গিয়ে অসুস্থ বৃদ্ধা পড়ে গিয়েছেন। তাতেই লেগেছে আঘাত। ব্যাপারটা বিশ্বাস হয়নি ক্যামিল পেরেন্টের।

তিনি জানতে চেয়েছিলেন, ঠিক কী ঘটে তাঁর মায়ের সঙ্গে তাঁর অবর্তমানে? সত্যিটা উদ্ঘাটনের জন্য মায়ের ঘরে তিনি লুকিয়ে রেখে যান একটি ক্যামেরা। যে ছবি তাতে ধরা পড়ে তা দেখে শিউরে ওঠেন ক্যামিল। দেখা যায়, ক্যামিলের মায়ের সঙ্গে অকথ্য আচরণ করছেন হাসপাতালের কর্মীরা। কখনও তাঁর মলমূত্র মাখানো ন্যাকড়া তাঁর মুখে লাগিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন হাসপাতালের কর্মী, কখনও বা হাসপাতালের দুই কর্মচারী রোগিনীর উপস্থিতিতেই তাঁর ঘরে শারীরিক ঘনিষ্ঠতা উপভোগ করছেন। কখনও বা অন্য রোগীরা বেড়াতে বেড়াতে ঢুকে পড়ছেন ক্যামিলের মায়ের ঘরে। আবার কখনও এক নার্স জোর করে অ্যাডাল্টস ডায়পার পরাতে গিয়ে অভব্য আচরণ করছেন রোগিণীর সঙ্গে।

এই সমস্ত দৃশ্য দেখে আঁতকে ওঠেন ক্যামিল। তিনি সম্পূর্ণ ভিডিওটা দেখান হাসপাতালের সিইও-কে। তিনিও আপাতদৃষ্টিতে আঁতকেই ওঠেন ভিডিওটি দেখে। তিনি বলেন, ‘‘যা ঘটেছে, তা একেবারেই অবাঞ্ছিত। পূর্ণাঙ্গ তদন্তের পরে অভিযুক্ত কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’


কী ধরা পড়েছিল ক্যামিলের ভিডিওয়? আসুন, আমরাও দেখে নিই সেই শিউরে ওঠার মতো ভিডিও—

 

বিস্তারিত

alom-sap

আলমের অদ্ভুত জীবনযাত্রা, বিষধর সাপের সঙ্গে অসম বন্ধুত্ব

সাপ একটি আতঙ্কের নাম। তবুও বিষধর সাপই সঙ্গী তার। নয় বছরের সাহেব আলমের ওঠাবসা সেই বিষধর সাপের সঙ্গেই। এরাই নাকি সবসময় রক্ষা করে সাহেবকে। ভারতের উত্তর প্রদেশের বস্তি জেলার বাসিন্দা সাহেব আলমের এই অদ্ভুত জীবনযাত্রা দেখে চমকে যান অনেকেই। জানা গেছে, নয় বছরের সাহেবের পড়াশোনাতেও ঝোঁক রয়েছে। বন্ধুর এই ইচ্ছার কথা হয়তো বুঝতে পারে বিষধর সাপগুলি। ফনা তুলে পাহারাদারের কাজ করে তারা। কখনও খাটের উপরে তো কখনও নীচে। সাহেবের সঙ্গেই রয়েছে তারা। বন্ধুদের ফোঁসফাঁসে আতঙ্কিত নয় সাহেবও। সাহেবের বাবা নিজেও সাপুড়ে। কোথাও বিষধর সাপ আছে খবর পেলে ছেলেকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে যান তিনি। বাড়িতে নিয়ে আসেন সাপটিকে। এভাবেই একাধিক সাপ রয়েছে সাহেবের বাড়িতে। বাবার কাছ থেকেই সাপকে বন্ধু বানানোর শিক্ষা পেয়েছে সাহেব। তাকে দেখে বিষধর সাপেদের প্রতি ভালোবাসা বাড়ছে তার ভাইয়েদেরও।

বিস্তারিত

kukur-jel

কুকুরের সাথে অস্বাভাবিক যৌন সম্পর্ক, হাতেনাতে ধরা, ১৪ দিনের জেল

'পশুপ্রেমী' হিসেবেই পাড়ায় তার পরিচিতি ছিল। নিজের ভাগের খাবার থেকেও নাকি রাস্তার কুকুরদের যত্ন করে খাওয়াতেন। কিন্তু আচমকা গোটা দৃশ্যপট বদলে গেল। পশুপ্রেমী মানুষটিই কিনা খাবারের লোভ দেখিয়ে বাড়িতে এনে পাড়ারই এক কুকুরের উপরে যৌন নির্যাতনের সময় হাতেনাতে ধরা পড়ে গেলেন। সোমবার রাতে এই কীর্তি ফাঁস হওয়ায় পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। অস্বাভাবিক যৌন সম্পর্ক এবং পশুনির্যাতনের ধারায় তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন আদালত। ঘটনাটি ভারতের নদিয়ার তাহেরপুরের। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া ৬১ বছরের নরেন চক্রবর্তী পেশায় পুরোহিত। তাহেরপুর থানার কালিনারায়ণপুরে পাকা বাড়িতে সস্ত্রীক বাস করেন তিনি। এক ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন।  প্রতিবেশরিা পুলিশকে জানিয়েছে, বরাবরই পশুদের প্রতি ভালোবাসা ছিল তার। রোজই পাড়ার কুকুরদের নিয়ম করে খাওয়াতেন। স্বাভাবিকভাবেই নরেনের ভক্ত হয়ে উঠেছিল আশপাশের যত রাস্তার কুকুর। এভাবেই চলছিল। তবে বছর খানেক আগে থেকে তার রুটিনে সামান্য বদল আসে। এবার আর রাস্তাতেই সেই ‘ভালোবাসা’ আটকে থাকেনি। খাওয়ার লোভ দেখিয়ে তিনি তাদের নিজের বাড়িতে নিয়ে আসতে শুরু করেন। এক একদিন এক একটা কুকুরকে। তারপর ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিতেন। আর ঘরের ভিতরে কুকুরটাকে খেতে দেওয়ার অছিলায় যৌন নির্যাতন চালাতেন বলে অভিযোগ করেছেন নরেন চক্রবর্তীর স্ত্রী। এই ঘটনা নাকি কয়েক বছর ধরেই চলছিল। প্রথম দিকে বন্ধ ঘরের ভিতর থেকে কুকুরের গোঙানির আওয়াজ পেলেও তার স্ত্রী বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিতেন না। কিন্তু রোজ একই ঘটনা ঘটায় তার সন্দেহ হতে শুরু করে। কেন কুকুরেরা ওইভাবে চিৎকার করে তা তিনি জানতে চাইলে বারবারই নরেন এড়িয়ে যেতেন। তার স্ত্রী পুলিশকে জানিয়েছেন, একদিন তিনি জানলা দিয়ে উঁকি মেরে দেখে ফেলেন সেই নৃশংস দৃশ্যটি। নরেন তখন কুকুরের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত। স্বামীর প্রতি তীব্র ঘৃণার জন্ম নিলেও, লোকলজ্জার ভয়ে কাউকে বিষয়টি খোলসা করতে পারেননি। স্বামীকে তিরস্কার করেন। কিন্তু হিতে বিপরীত হয়। নরেন স্ত্রীকে তার পর থেকেই মারধর করতে শুরু করেন বলে অভিযোগ। হুমকিও দিতে থাকেন। ভয়ে এবং লোকলজ্জায় বিষয়টি এতদিন নিজের মনেই চেপে রেখেছিলেন স্ত্রী। কিন্তু শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে সবাইকে জানিয়ে দেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আবার একই ঘটনার পুনরাবৃত্তি হলে তিনি চুপিসারে গিয়ে প্রতিবেশীদের খবর দেন। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ তৎক্ষণাৎ বাড়ির চারপাশ ঘিরে ফেলে। হাতেনাতে পাকড়ও করা হয় তাকে। তার ঘর থেকে উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত এক কুকুরকেও। ৩৭৭ ধারায় অস্বাভাবিক যৌনতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাণাঘাট মহকুমা আদালতে তোলা হতে বিচারক তার ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

বিস্তারিত

6-55

পাত্রীর বয়স ৬ পাত্রের ৫৫ !!!

মেয়েটির বয়স মাত্র ৬ বছর। এই বয়সে যেখানে মেয়েটির স্কুলে যাওয়ার কথা সেখানে তাকে সাজতে হল বধূ। জোর করে ছোট্ট এই মেয়েটাকে বিয়ে দেওয়া হল ৫৫ বছরের এক বৃদ্ধের সঙ্গে। ঘৃণ্য এই ঘটনাটি ঘটেছে আফগানিস্থানের ঘর প্রদেশে। কারণটা শুনলে আঁতকে উঠতে হয়। একটা ছাগল পাওয়ার জন্যই বিয়ে দেওয়া হল ওই শিশুটিকে। শিশুটির সঙ্গে বিয়ে দিলে তবেই ছাগলটা পাবে! এতেই শেষ নয়। বিয়ে দিলে মিলবে আরও অনেক 'যৌতুক'ও। চাল, চা, তেল, চিনিতো আছেই। শিশুটির বাবাকে এমনটাই বলে বিয়ের কথা তুলেছিল ৫৫ বছরের সাইদ আবদুল কারিম। শোনা মাত্রই নিজের ছয় বছরের মেয়ের সঙ্গে ৫৫ বছরের ঐ বৃদ্ধের বিয়েতে রাজি হয়ে যান বাবা। দরিদ্রতা কোথায় পৌঁছালে তখন মানুষ পেটের মেয়ের বদলে বেছে নেয় নিজের পেটকেই! এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। এর পরিবর্তে আবদুল কারিমকে শুধু একটাই শর্ত দিয়েছিলেন বাবা। 'তার মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তার সঙ্গে সহবাস করতে পারবে না।' কিন্তু বিয়ের পর গ্রামে নিয়ে গিয়ে স্বমূর্তি ধারণ করে আবদুল কারিম।  আর তখনই প্রথমে পাড়া-প্রতিবেশীরা, তারপর স্থানীয় পুলিশ গ্রেফতার করে আবদুল কারিমকে। গ্রেফতার করা হয়েছে ওই শিশুর বাবাকেও। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের এই ভয়ঙ্কর খবরটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসেছে প্রশাসন। সম্প্রতি আফগানিস্থানে এরকম আরও একটি ঘটনা ঘটে। সেক্ষেত্রেও বছর ছয়েকের এক নাবালিকাকে বিয়ে করে এক আফগান ধর্মগুরু। তার দাবি ছিল, ওই নাবালিকার বাবা-মা 'ধর্মের জন্য উৎসর্গ' করেছেন তাদের মেয়েকে। সূত্র: জি নিউজ 

বিস্তারিত

nognopodjatra

জিওলজিক্যাল তহবিল সংগ্রহে নারী-পুরুষের নগ্ন মিছিল

বিপন্ন প্রাণিদের রক্ষায় তারকাদের নগ্ন হয়ে আন্দোলনে শরিক হওয়া নতুন কিছু নয়। এবার লন্ডনের সাধারণ মানুষও যোগ দিয়েছেন এ নগ্ন আন্দোলনে। লন্ডন চিড়িয়াখানার আশপাশে তারা নগ্ন হয়ে, শরীরে বাঘের নকশা একে অংশ নিয়েছেন বাঘ-রক্ষা আন্দোলনের পদযাত্রায়। আন্দোলনকারীদের গায়ে ছিল না কোনো পোশাক। বেশিরভাগ মানুষই নিজেদের শরীর অঙ্কিত করেছেন বাঘের নকশায়।

বাঘ রক্ষায় নগ্ন পদযাত্রা!

বৃটিশ ট্যাবলয়েড দ্য সানের খবরে বলা হয়, জিওলজিক্যাল সোসাইটি ফর লন্ডনের 'স্ট্রেক ফর টাইগার্স' কর্মসূচিতে গত রাতে লন্ডনের অধিবাসীদের অনেকেই শামিল হয়েছেন নগ্ন শরীরে। বিশ্বব্যাপী বাঘের অস্তিত্ব হুমকির মুখে। বাঘের সুরক্ষার কারণেই তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারই অংশ ছিল এই নগ্ন পদযাত্রা। তাতে নারী-পুরুষ, তরুণ-বৃদ্ধ নির্বিশেষে অংশ নিয়েছেন।

তবে নিরাপত্তা আর সামাজিক কারণে অনেকেই ব্যবহার করেছেন মুখোশ। পদযাত্রায় একই পরিবারের একাধিক সদস্যও অংশ নেন বলে জানান আয়োজকরা। এজন্য তারা মুখোশ পরাকে নিরাপদ মনে করেন। তবে সবাই যে অতটা সাহস দেখিয়েছেন তাও নয়। তারা নিজেদের শরীরে বাঘের নকশা আঁকলেও পোশাক পরে অংশ নিয়েছেন এতে। আবার কেউ নিম্নাঙ্গে কাপড় না রাখলেও গায়ে রেখেছিলেন ঢিলেঢালা আলখেল্লা। অনেকে নিম্নাঙ্গে পোশাক রাখলেও ঊর্ধ্বাঙ্গ রেখেছিলেন উন্মুক্ত।

কেবল পদযাত্রাই নয়, এই কর্মসূচির অংশ ছিল তহবিল সংগ্রহ। জিওলজিক্যাল সোসাইটির তহবিল সংগ্রহবিষয়ক পরিচালক জেমস রেন বলেন, কিছু কিছু বাঘকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে। কিন্তু বনভূমিতে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে আমরা দেখছি না। নগ্ন পদযাত্রায় অংশ নিয়ে লন্ডনবাসী বাঘ রক্ষার আন্দোলনের জন্য তহবিল সংগ্রহ করেছেন। এটা বিশ্বব্যাপী বাঘ নিয়ে কাজ করতে আমাদের সহায়তা করবে। 

বিস্তারিত

Next
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
  • 61
  • 62
  • 63
  • 64
  • 65
  • 66
  • 67
  • 68
  • 69
  • 70
  • 71
  • 72
  • 73
  • 74
  • 75
  • 76
  • 77
  • 78
  • 79
  • 80
  • 81
  • 82
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

কোলোন ক্যান্সার প্রতিরোধে নিয়মিত খেতে হবে ৯টি খাবার

নিম্ন মধ্যবিত্তের স্বপ্নপূরণের বাধা দূর করার আহ্বান

নৈরাজ্য করলে কঠোর হাতে দমন : স্বরাষ্ট্রমন্ত্রী

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে সরকার

তাইওয়ানে ৬.৪ মাত্রার ভূমিকম্প

বিএনপির সাবেক এমপি হাসান উদ্দিন সরকারসহ আটক ৬

সংবাদ সম্মেলনে আসছেন খালেদা জিয়া

নাশকতা মোকাবিলায় আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি

প্রয়োজনে সাংবাদিকদের পক্ষে মামলা লড়বেন আইনমন্ত্রী

হাবিবুন নবী খান সোহেল আটক

  • প্রচ্ছদ
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উত্তরা নিউজ
২০১৩-২০১৬

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ তারেকউজ্জামান খান
বাড়িঃ ১২৫(৩য় তলা), রানাভোলা এভিনিউ রোড, সেক্টরঃ ১০,
উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
মোবাঃ ০১৭১২২৬৩৮৯৬
ই-মেইলঃ info@uttaranews24.com, uttaranewsbd24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি