বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ব্যাটালিয়ন ট্রেনিং এক্সারসাইস (বিটিই) ক্যাম্প ২০১৮ এ আইইউবিএটি বিএনসিসির ব্যাপক সাফল্য অর্জন করেছে । গত ২৫ নভেম্বর থেকে ২ ডিসেম্বর র্পযন্ত অনুষ্ঠিত হয়ে যাওয়া এ ক্যাম্পে আইইউবিএটির ১২ জনের একটি ক্যাডেট দল অংশ গ্রহণ করেন। এবারের ক্যাম্পের সবচেয়ে বড় আয়োজন ফায়ারিং এ শ্রেষ্ঠ ফায়ারার (ছেলে ) নির্বাচিত হয়েছেন আইইউবিএটি বিএনসিসি এর ক্যাডেট সার্জেন্ট আল আমিন ফাহাদ। অপরদিকে ক্যাডেট কর্পোরাল মিতুল তাসনীম শ্রেষ্ঠ নারী ক্যাডেট নির্বাচিত হয়েছেন যেখানে ৯৯ জন দক্ষ নারী ক্যাডেট অংশ গ্রহণ করেন।ক্যাম্প ফেরত ক্যাডেটদের সাথে এক সৌজন্য সাক্ষাতে তাদের অভিনন্দন জানিয়ে আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আবদুর বলেন,“এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র পড়ালেখায় সেরা নয়, তারা অন্যান্য কর্মকান্ডেও অতুলনীয়। এমন সফলতার মধ্য দিয়েই আইইউবিএটি বিএনসিসি এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।এবারে ২৬০ বিএনসিসি ক্যাডেটের অংশ গ্রহণে ২০১৮ ক্যাম্পের আয়োজন করে ৩ রমনা রেজিমেন্ট ব্যাটেলিয়ান ক্যাম্প।