English
  • Twitter
  • Facebook
  • RSS
  • Google+
  • Vimeo
  • Tumblr
  • Pinterest

logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • আইন ও আদালত
  • শিক্ষাঙ্গন
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
    • প্রবাস
    • উত্তরার খবর
    • রাজধানী
    • সারাবাংলা
    • বিচিত্র খবর
    • ফিচার-সাহিত্য
    • স্বাস্থ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • ছবিঘর
    • ভিডিও
  • উত্তরা
প্রচ্ছদ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • আইন ও আদালত
  • শিক্ষাঙ্গন
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
    • প্রবাস
    • উত্তরার খবর
    • রাজধানী
    • সারাবাংলা
    • বিচিত্র খবর
    • ফিচার-সাহিত্য
    • স্বাস্থ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • ছবিঘর
    • ভিডিও
  • উত্তরা

ব্রেকিং নিউজ

uttaranews24 এগিয়ে চলছে উত্তরা লেকের কার্যক্রম, দক্ষিণের ৮০ ভাগ কাজ সম্পন্ন    uttaranews24 সোনারগাঁও-শাহ মখদুম সড়কে অধিকাংশ সময় যানজট    uttaranews24 নদী দখলকারীরা নির্বাচন করার ও ঋণ পাওয়ার অযোগ্য: হাইকোর্ট    uttaranews24 উত্তরা ১২ নং সেক্টরে প্রধান সড়কে রাস্তার উপর নির্মাণ সামগ্রী!    uttaranews24 তুরাগ থানা আ.লীগ এর পক্ষ থেকে সাহারা খাতুন (এমপি)কে ফুলেল শুভেচ্ছা    uttaranews24 ফেসবুকে জানান দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা    uttaranews24 নির্বাচনে জয়-পরাজয়ের ব্যাখা দিলেন সজিব ওয়াজেদ জয়   
  • প্রচ্ছদ
  • উত্তরার খবর
Jail_(1)

উত্তরা থানার মামলায় বিনা বিচারে মকবুল কারাগারে !

পৃথক চারটি মামলায় বিনা বিচারে প্রায় দেড় দশক ধরে কারাগারে থাকা চার আসামিকে হাইকোর্টে হাজির করা হয়েছে। আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে ওই চার আসামিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ।

আসামিদের মধ্যে চাঁন মিয়া, মকবুল ও সেন্টু ১৬ বছর ধরে এবং বিল্লাহ হোসেন ১৪ বছর ধরে কারাগারে আছেন। গত ২০ নভেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই চার আসামিকে ৪ ডিসেম্বর (আজ) আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

বিনা বিচারে প্রায় দেড় দশক ধরে চারজন বন্দী—এ বিষয়ে গত ১৬ নভেম্বর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচারিত হয়। প্রতিবেদনটি নজরে আনলে স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন আদালত।

রুলে ওই চারজনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। বিবাদীদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট মামলার নথিপত্রও তলব করা হয়েছে। তথ্যানুসন্ধানে জানা যায়, রাজধানীর শ্যামপুর থানার একটি হত্যা মামলায় ২০০১ সালের ৭ ডিসেম্বর গ্রেপ্তার হন চাঁন মিয়া। সেই থেকে কারাগারে আছেন তিনি।

রাজধানীর উত্তরা থানার একটি হত্যা মামলায় ২০০০ সালের ৭ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন মাদারীপুরের মকবুলহোসেন। তখন থেকে কারাগারে আছেন তিনি। মতিঝিল থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার সেন্টু ওরফে কামাল ২০০১ সালের ১৮ এপ্রিল থেকে কারাগারে আছেন। তেজগাঁও থানার একটি হত্যা মামলায় ২০০২ সালের ২১ নভেম্বর গ্রেপ্তার হয়ে এখনো কারাগারে আছেন বিল্লাল।

বিস্তারিত

atok-001

টঙ্গী বাজার এলাকা থেকে ১০ বস্তা ফেনসিডিলসহ ট্রাকচালক আটক

গাজীপুরের টঙ্গী বাজার এলাকা থেকে ১০ বস্তা ফেনসিডিলসহ আজাহার হোসেন  (২৮) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত আজাদের বাড়ি যশোরের ঝিকরগাছায় বলে জানা গেছে।

গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র এএসপি মো. সাখাওয়াৎ হোসেন জানান, রাত ১১টার দিকে ট্রাফিক সার্জেন্ট মো. মারুফ টঙ্গী বাজার এলাকায় একটি ট্রাক (পাবনা-ট-০২-০০৮৩) থামান। এরপর ট্রাকটিতে তল্লাশী চালিয়ে ১০ বস্তা ও একটি কার্টনে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

বিস্তারিত

untitled-uttara

উত্তরা নামেই মডেল টাউন !

দুপুর ১২টা। উত্তরা আজমপুর থেকে কমিশনারের অফিস উত্তরা কমিউনিটি সেন্টারে যাওয়ার রাস্তা। দুই পাশে চলছে ফুটপাথের মেরামত ও রাস্তা সম্প্রসারণ কাজ। এরই মাঝে রাস্তার অধিকাংশ জায়গাজুড়ে বিভিন্ন প্রকার মালামালের পরসা সাজিয়ে বসেছেন দোকানিরা। কেউ ফলের দোকান, কেউবা কাপড়ের দোকান। বাচ্চাদের খেলনার দোকানও রয়েছে। এসব দোকান ও ব্যাটারি চালিত অটো ও রিকশার কারণে রীতিমতো ভরদুপুরেও তৈরি হয়েছে যানজট।

পথচারীদের অভিযোগ, দুপুর গড়িয়ে বিকাল বা সন্ধ্যার সময় এ যানজট ভয়াবহ আকার ধারণ করে। সিটি করপোরেশনের পক্ষ থেকে ফুটপাথ দখলমুক্ত করার ঘোষণা দিলেও খোদ কাউন্সিলরের অফিসে যাওয়ার রাস্তাতেই অস্থায়ী ও ভাসমান এসব দোকানের অবস্থা এটা। এছাড়া পুরো উত্তরা মডেল টাউন অঞ্চলের অবস্থা কোথাও এমন, আবার কোথাও এর চেয়েও নাজুক। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে মোট ১৪টি সেক্টর নিয়ে উত্তরা মডেল টাউন গঠিত। আর উত্তরা মডেল টাউন অঞ্চলের ১৪টি সেক্টর নিয়ে ঢাকা সিটি করপোরেশন উত্তরের নবনির্ধারিত ১ নম্বর ওয়ার্ড গঠিত। আগেও এ অঞ্চল ১ নম্বর ওয়ার্ডেই ছিল।

এলাকাবাসীর অভিযোগ, পুরো ১ নম্বর ওয়ার্ডের অবস্থা অত্যন্ত নাজুক। আগে রাস্তার ফুটপাথ দখল করে অস্থায়ী দোকান বসানো হতো। এখন শুধু ফুটপাথই না। তার সঙ্গে রাস্তার অংশজুড়েও ভ্যানগাড়ির ওপরে বসানো হয় এসব দোকান। আবাসিকের বিভিন্ন এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত এসব দোকানের দেখা মেলে না। বিকাল শুরু হলেই তারা রাস্তার ওপরে ছোট ছোট এসব দোকানের পরসা সাজিয়ে বসেন। খোঁজ নিয়ে জানা যায়, এসব দোকানি সরকারি দল সমর্থিত বিভিন্ন নেতাকে প্রতিদিন চাঁদা দিয়ে এসব রাস্তার ওপর দোকানদারি করে থাকেন। আবার থানা পুলিশকেও দিতে নির্দিষ্ট পরিমাণ চাঁদা। কথা হয় সাইদুল ইসলাম নামের এক কাপড় বিক্রেতার সঙ্গে। রাস্তার ওপরে বাঁশ পুঁতে ও চট বিছিয়ে পসরা সাজিয়েছেন কাপড় দোকানের। তিনি জানান, প্রতিদিন এই এলাকার সরকারি দলের এক নেতাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। এছাড়া দুজন পুলিশ আসে। তাদের টাকা না দিলে দোকান উঠিয়ে দেয়। ওয়ার্ডজুড়ে ভাঙাচোরা রাস্তা, আবাসিক এলাকায় যানজট, গ্যাস-পানির অভাব ও মারাত্মক মশার উপদ্রবসহ নানাবিধ সমস্যা।

তবে কাউন্সিলর মো. আফসার উদ্দিনের দাবি, ঢাকার যে কোনো ওয়ার্ডের চেয়ে এ ওয়ার্ডের অবস্থা অনেক ভালো। কিছু সমস্যা আছে। সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আশা করছি আগামী দুই বছরের মধ্যে উত্তরায় কোনো ভোগান্তি থাকবে না। উল্লেখ্য, সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডটি উত্তরা মডেল টাউনের অন্তর্ভুক্ত। ওয়ার্ডটির উত্তরে টঙ্গী ব্রিজ, পশ্চিমে হরিরামপুর ইউনিয়ন, পূর্বে দক্ষিণ খান ও দক্ষিণে এয়ারপোর্ট। সত্তর দশকের শেষদিকে উত্তরাকে মডেল টাউন কাম আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা হয়। একে একে এই এলাকায় ১৪টি সেক্টর গড়ে ওঠে। আবাসিক এলাকা হলেও এই ওয়ার্ডে বহু বাণিজ্যিক ভবন গড়ে উঠেছে। এই ওয়ার্ডের অন্তর্ভুক্ত রবীন্দ্র সরণি, জসীমউদদীন এভিনিউ, গরীবে নেওয়াজ সরণি ও গাউসুল আজম রোডে গড়ে উঠেছে একাধিক বাণিজ্যিক ভবন। রয়েছে খেলার মাঠ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বেসরকারি মেডিকেল কলেজ।

সরেজমিন দেখা যায়, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৩, ১৪, ১৫ ও ২০ নম্বর রোড, চৌরাস্তা এলাকার রাস্তা খুবই ভাঙাচোরা। ১২ নম্বর সেক্টরের ১৩ নম্বর রাস্তা, ১৩ নম্বর সেক্টরের ৫ ও ৭ নম্বর রাস্তা, ১৩ ও ১৪ নম্বর সেক্টরের চৌরাস্তা এলাকাও মারাত্মক ভাঙাচোরা। এর মধ্যে অনেক এলাকায় রাস্তা মেরামতের কাজ চলছে। তবে একেবারে মন্থরগতিতে কাজ চলায় নাগরিক ভোগান্তি চরমে পৌঁছেছে। ১১ নম্বর সেক্টরের বাসিন্দা মো. শাজাহান আলী জানান, এসব ভাঙাচোরা রাস্তা এলাকায় রাত দিন সব সময়ই মারাত্মক যানজট লেগে থাকে। ধীরগতিতে কাজ চলায় সমস্যাটা আরও জটিল আকার ধারণ করছে। একসঙ্গে সব রাস্তার কাজ শুরু করে পুরো আবাসিক এলাকায় ভোগান্তি বাড়িয়ে তুলেছে। এছাড়া এসব এলাকার মধ্যে রয়েছে বড় বড় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। প্রতিটা স্কুলের সামনেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেগে থাকে যানজট। ১২ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের একটি বাড়ির বাসিন্দা ফরহাদ হোসেন জানান, ১১ নম্বরের ১৩ ও ১৪ নম্বর রাস্তার সংযোগ চৌরাস্তায় মাইলস্টোন স্কুল। ৭ নম্বরে অবস্থিত উত্তরা হাইস্কুল ও শান্তা মরিয়ম ইউনিভার্সিটি। এখানে সব সময় যানজট লেগে থাকে। স্কুল শুরু ও শেষের সময় সাধারণত কেউ সেদিকে যেতে চায় না।
রয়েছে গ্যাস ও পানির সমস্যা। ১৩ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের জাহিদুল হাসান নামের এক বাসিন্দা  জানান, প্রায়ই দেখা যায় লাইনে গ্যাস নেই। তখন সিলিন্ডার কিনে রান্না করা লাগে। একই সঙ্গে পানিরও সংকট রয়েছে পুরো উত্তরাজুড়ে। যখন লাইনে পানি থাকে না তখন ওয়াসার কাছ থেকে গাড়িতে করে পানি কিনে প্রয়োজন সারতে হয়। কিন্তু এটা কোনো সমাধান হতে পারে না।

এছাড়া অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, উত্তরাজুড়ে মশার উপদ্রব অনেক বেশি। এ এলাকার ইসমাইল হোসেন অভিযোগ করে বলেন, নিয়মিত না করে মাঝে মাঝে ফগার মেশিন দিয়ে স্প্রে করে যায় সিটি করপোরেশনের লোকেরা। তাও আবার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের চৌকি দেয়। যখন সিটি করপোরেশনের গাড়ি বা লোকজন দেখে তখন শব্দ করে মেশিন চালায়। আবার তারা চলে গেলে বসে থাকে। এছাড়া, উত্তরা আবাসিক কল্যাণ সমিতির সদস্য, নেতাদের বাড়ি ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের বাসা-বাড়ির আশপাশ এলাকায় গিয়ে স্প্রে করে। যাদের বাড়ির পাশে গিয়ে স্প্রে না করলে তাদের বিপদ হবে সেসব বাড়ির পাশে করে। কিন্তু সাধারণ এলাকায় স্প্রে করে মাঝে মাঝে। রয়েছে ময়লার স্তূপের সমস্যা। রাস্তার ওপরে ময়লা রাখার জায়গা। সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে যায়। কিন্তু ময়লা নিতে গাড়ি আসে না। এমন অভিযোগ এখানের অনেক বাসিন্দা ও পথচারীর।

খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচনের সময় সরকার দল সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. আফসার উদ্দিনের দেয়া নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল আধুনিক ও ভাঙাচোরা রাস্তামুক্ত প্লেন সিটি উপহার, পরিচ্ছন্ন নগর গড়ে তোলা ও লেক পরিষ্কার করাসহ সব ধরনের নাগরিক সুবিধার উন্নয়ন করা।
সিটি করপোরেশন নির্বাচন এতদিন গাড়ানোর পরও কোনোটারই এখন পর্যন্ত সমাধান করতে পারেননি স্থানীয় সরকার প্রতিনিধিরা। তবে কাউন্সিলর মো. আফসার উদ্দিন মানবজমিনকে বলেন, আগে বিদ্যুতের সমস্যা ছিল। এখন অতটা নেই। আগামী দুই বছরের মধ্যে উত্তরা একেবারে পরিচ্ছন্ন শহর হবে। যানজটের বিষয়ে তিনি বলেন, কিছু এলাকায় স্কুলের কারণে খুব যানজট লাগে। তবে এখানের যানজট নিরসনে আমরা অনওয়ে চালু করার কথা মাথায় রেখেছি। এছাড়া আবাসিক এলাকার মধ্যে অপরিকল্পিতভাবে স্কুল গড়ে উঠেছে। এগুলোকে এক জায়গায় আনার বিষয়েও চিন্তা রয়েছে আমাদের। তবে তিনি দাবি করেন, ঢাকার যে কোনো এলাকার চেয়ে আমাদের উত্তরা এলাকা অনেক ভালো চলছে।

রাস্তার ওপরে দোকান বসানোর বিষয়ে তিনি বলেন, কেউ যদি এমন চাঁদাবাজি বা অনিয়ম করে তাহলে তার দায় সাধারণত সরকারি দলের লোকজনের ওপরেই পড়ে। কিন্তু আসলে আমাদের কেউ এমন কাজ করছে না। যারা করছে তারা আমাদের নাম ভাঙিয়ে এগুলো করছে।

বিস্তারিত

khun

দক্ষিণখানে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

রাজধানীর দক্ষিণখানে মাহম‍ুদা আক্তার (৩২) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যা অভিযোগ উঠেছে তার স্বামী জসিম মিয়াজীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে জসিম পলাতক রয়েছেন। বুধবার সকালে খবর পেয়ে দক্ষিণখান জয়নুল মার্কেট খানপাড়ার একটি বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বাংলানিউজকে বিষটি জানান।

জসিমের শাশুড়ির বরাত দিয়ে ওসি বলেন, বুধাবার সকালে জসিম তার শাশুড়িকে ফোন দিয়ে বলেন, আপনার মেয়ে মারা গেছে, মরদেহ নিয়ে যান। পরে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ‌আর পাওয়া যায়নি। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দক্ষিণখান থানায় জসিম মিয়াজীর বিরুদ্ধে নিহতের স্বজনরা একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান। 

বিস্তারিত

Arrest-2

উত্তরায় তাইওয়ানের নাগরিক হত্যাচেষ্টায় গ্রেফতার ৪

রাজধানীর উত্তরায় তাইওয়ানের দুই নাগরিকের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। বৃহস্পতিবার রাতে রাজধানী ও ঢাকার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বছরের ৫ নভেম্বর রাজধানীর উত্তরায় বিদেশি বিনিয়োগকারী তাইওয়ানের নাগরিককে হত্যাচেষ্টা চালায় দুর্বৃত্তরা।

ওই ঘটনায় জড়িত অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

বিস্তারিত

ishana

উত্তরা পশ্চিম থানার মানহানির মামলা থেকে ঈশানার অব্যাহতি

মডেল অভিনেত্রী মৌনিতা খান ঈশানার বিরুদ্ধে দায়ের করা মানহানির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মো. রায়হান-উল-ইসলামের আদালতে চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। এ সময় আদালতে আসামি ঈশানা ও মামলার বাদি মারুফ খান প্রেম আদালতে উপস্থিত ছিলেন। আদালতে বাদির আনীত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট উল্লেখ করে আসামিপক্ষের আইনজীবী অব্যাহতি চান। অন্যদিকে বাদিপক্ষ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক সে জন্য তার বিরুদ্ধে চার্জ গঠনের জন্য নিবেদন করেন। আদালত শুনানি শেষে মামলার অভিযোগ থেকে আসামিকে অব্যাহতি দেন।
আদালত তার আদেশে উল্লেখ করেন, একই ঘটনায় দুটি মামলা করা হয়েছে। মামলায় আসামি কর্তৃক বাদির মানহানি করার মতো কোনো তথ্য বা উপাদান বিদ্যমান না থাকায় আসামিকে এ মামলার দায় থেকে অব্যাহতি (ডিসচার্জ) প্রদান করা হলো।
আগে গত ২৫ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় বাদির নারাজি আবেদন নামঞ্জুর করে ইশানাকে অব্যাহতি দিয়েছেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক। ওই মামলায় বাদী মারুফ খান প্রেম ট্রাইব্যুনালে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রির্পোট) বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করে ছিল। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল বিচারক কে এম শামসুল আলমের আদালতে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ বিষয়ক শুনানির দিনে উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল নথি পর্যালোচনা করে বাদীর নারাজি আবেদন নাকচ করে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রির্পোট) গ্রহণ করে ইশানাকে মামলার দায় থেকে অব্যাহতি প্রদান করেন।
ওই ট্রাইব্যুনালের বিচারক তার আদেশে উল্লেখ করেছেন, মামলাটি আমলে গ্রহণের উপযুক্ত উপাদান না থাকায় নারাজি আবেদন নামঞ্জুর করা হলো। পুলিশ রিপোর্ট গ্রহণ করে অভিযুক্তকে অব্যাহতি করা হলো এবং মামলা নথিভুক্ত করা হলো।
উল্লেখ্য-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গত ৬ জুন ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী উত্তরা পশ্চিম থানার এসআই মো. নাসির উদ্দিন সরকার। প্রতিবেদনে মামলাটি সঠিক আইনে করা হয়নি এবং আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিকে অব্যাহতি দানের প্রার্থনা করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত ওই প্রতিবেদন গ্রহণ বিষয়ে পরবর্তী আদেশ দানের জন্য নথিটি ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে প্রেরণ করেন।
এ মামলায় গত ৩ এপ্রিল হাইকোর্ট থেকে ফৌজদারি বিবিধ মামলা নং ১২৬৭৭/১৬ মোতাবেক জামিন পান এই মডেল অভিনেত্রী ঈশানা। পরে তার আইনজীবীর ম্যাধমে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পন করে জামিন নেন। ঈশানা গত ২৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে মহানগর হাকিম মো. মারুফ হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত শুনানি শেষে তাকে দশ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
একই ঘটনায় মানহানির অভিযোগে গত ৩ ফেব্রুয়ারি মৌনিতা খান ইশানার বিরুদ্ধে আদালতে মানহানি মামলা ও গত ১ মার্চ উত্তরা পশ্চিম থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন মামলার বাদী প্রযোজক অভিনেতা মারুফ খান প্রেম।
মামলায় বাদি উল্লেখ করেন, শুটিং সেটে তার অনুপস্থিতে ঈশানা তাকে গালাগালি করেছে, সেইসঙ্গে নিজস্ব ফেসবুকে একটি মানহানিকর স্ট্যাটাস পোস্ট করে, যাতে বাদির সুনামহানি সামাজিক ও আর্থিকভাবে এক কোটি টাকা ক্ষতি হয়েছে উল্লেখ করে এ মামলা দায়ের করেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০০৮ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রথম রানার আপ হয়েছিলেন মৌনিতা খান ঈশানা।

বিস্তারিত

tradplec

উত্তরা ফ্ল্যাট প্রকল্পের ১০টি ভবনের ৮৪০টি ফ্ল্যাট ডিসেম্বরে হস্তান্তর

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা ফ্ল্যাট প্রকল্পের ১০টি ভবনের ৮৪০টি ফ্ল্যাট চলতি বছরের ডিসেম্বরে ক্রেতাদের কাছে হস্তান্তর করা হবে। অবশিষ্ট ফ্ল্যাটের নির্মাণ কাজ দ্রুত শেষ করে শিগগিরই হস্তান্তর করা হবে। এছাড়া ফ্ল্যাটের প্রতি বর্গফুটের বিক্রয়মূল্য কমিয়ে চার হাজার ৫০০ টাকা এবং সুদের হার শতকরা ৯ ভাগ করা হয়েছে।

 
রাজউকের উত্তরা ফ্ল্যাট প্রকল্প সম্পর্কে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন  বলেন, এখন থেকে রাজউকের উত্তরা ফ্ল্যাট প্রকল্পের মালিকরা ফ্ল্যাটের কিস্তি পরিশোধে ব্যাংক থেকে ঋণ সুবিধা পাবেন। এর জন্য রাজউক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
 
জানা গেছে, রাজউকের উত্তরা প্রকল্পের ফ্ল্যাট ক্রয় করলে চুক্তি মোতাবেক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ক্রেতাদের সহজ শর্তে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেবে। এ ঋণে সুদের হার হবে শতকরা সাড়ে আট ভাগ এবং কিস্তিতে ঋণ পরিশোধের মেয়াদ হবে ২৫ বছর। তবে ক্রেতাকে ফ্ল্যাটের মোট মূল্যের ৩০ ভাগ অর্থ বিনিয়োগ করতে হবে। অবশিষ্ট অর্থ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ঋণ হিসেবে প্রদান করবে।  
 
উত্তরা ১৮ নম্বর সেক্টরে রাজউক ১৭৯টি ভবনে ১৫ হাজার ৩৬টি ফ্ল্যাট নির্মাণ করবে। এর মধ্যে আট হাজার ৬৩৬টি ফ্ল্যাটের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। ১০টি ভবনের ৮৪০টি ফ্ল্যাট আগামী ডিসেম্বরে হস্তান্তর করা হবে। ১০০টি ভবন মালয়েশিয়ার সঙ্গে চুক্তিভিত্তিতে নির্মাণ করা হচ্ছে।
 
২১৪ দশমিক ৪৪ একর জমির উপর উত্তরায় এসব ফ্ল্যাট নির্মাণ করছে রাজউক। এখানে মোট আয়তনের প্রায় ৪৫ শতাংশ জায়গায় সবুজ বেস্টনি, উন্নতমানের স্কুল, খেলার মাঠ, মসজিদ, আধুনিক হাসপাতাল, জিমনেশিয়াম, বিনোদন কেন্দ্র, শপিংমল, লেকসহ প্রকল্পের আকর্ষণ বাড়াতে নানা সুবিধা নিশ্চিত করা হচ্ছে। এসব নির্মাণের জন্য অতিরিক্ত জমিও রেখেছে কর্তৃপক্ষ।
 
দৃষ্টিনন্দন লেক ছাড়াও প্রতিটি বহুতল ভবনের বেসমেন্ট ও নিচতলায় গাড়ি পার্কিং সুবিধা থাকবে। বর্তমানে রাজউক এখানে ৪০টি এবং গণপূর্ত বিভাগ ৩৯টি ভবন নির্মাণ করছে। এছাড়া পূর্বাচলে ৬০ হাজার এবং ঝিলমিল আবাসিক এলাকায় ১১ হাজার ফ্ল্যাট নির্মাণ করবে রাজউক।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বল্প জমিতে অধিক মানুষের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই উদ্যোগ গ্রহণ করেছে।
 
পর্যায়ক্রমে এসব বহুতল ভবনও স্বল্প আয়ের মানুষের মধ্যে বিতরণ করা হবে।
 
এ ব্যাপারে রাজউকের চেয়ারম্যান বজলুল করিম চৌধুরী  বলেন, খোলামেলা ও উন্মুক্ত পরিবেশে প্রতিটি ভবনের প্রতিটি ফ্ল্যাটই হবে অত্যন্ত দৃষ্টিনন্দন। স্বল্প আয়ের মানুষের মাথা গোঁজার ঠাঁই তৈরি করতেই সরকার এই আবাসন প্রকল্প হাতে নিয়েছে। ইতিমধ্যে প্রকল্প এলাকায় ৮ শতাধিক ফ্ল্যাটের নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ডিসেম্বর মাসে ফ্ল্যাট গ্রহীতাদের কাছে হস্তান্তর করা হবে।

বিস্তারিত

las-uttolon

উত্তরা পূর্ব থানা এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া উত্তরা নিউজকে বলেন, ‘উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৪, রোড-৭, বাড়ি-১০১ দ্বিতীয় তলার চিলেকোঠা থেকে অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।’ 

বিস্তারিত

uttorkhan

উওরখান মাজার চৌরাস্তা থেকে আজমপুরের রাস্তার কাজ উদ্ভোধন

উওরখানবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশিত উওরখান মাজার চৌরাস্তা থেকে আজমপুরের রাস্তার আনুষ্ঠানিক উদ্ভধন হয়েছে গতকাল। উওরখান মাজার চৌরাস্তা থেকে আজমপুরের রাস্তার কাজ উদ্ভোধন করেন সাবেক মন্ত্রি এড্ঃ সহারা খাতুন এম পি। এ সময় উপস্থিত ছিলেন উওরখান থানা আওয়ামীলীগের নেএীবৃন্দ ।

বিস্তারিত

moserrof_al_un

জুনের মধ্যে উত্তরা তৃতীয় পর্বের অবকাঠামো উন্নয়নের কাজ শেষ হবে

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ২০১৭ সালের জুন মাসের মধ্যে উত্তরা তৃতীয় পর্বের ভূমি, লেক ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের কাজ শেষ হবে। 
ইতোমধ্যে এ প্রকল্পের ৯০ভাগ কাজ শেষ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজও শেষ হবে ২০১৮ সালের মধ্যে। এখানে উন্নয়ন কাজের প্রায় ৭০ ভাগ শেষ হয়েছে। 
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উত্তরা এপার্টমেন্ট প্রকল্প, উত্তরা তৃতীয় পর্ব এবং পূর্বাচল নতুন শহর প্রকল্প পরিদর্শন শেষে এ কথা জানান।
আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা বলা হয়।
এতে জানানো হয়, মন্ত্রী বলেন, উত্তরা ১৮ নম্বর সেক্টরে এপার্টমেন্ট প্রকল্পের ছয় হাজার ৬৩৬টি ফ্ল্যাটের মধ্যে অধিকাংশই বিক্রি হয়ে গেছে। বিক্রির জন্য অল্প কিছু ফ্ল্যাট অবশিষ্ট রয়েছে। আগামী মাসে ৮৪০টি ফ্ল্যাট ক্রেতাদের মাঝে বুঝিয়ে দেয়া হবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী, সদস্য (উন্নয়ন) আব্দুর রহমানসহ ঊর্ধতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। 
ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, পূর্বাচল হবে দেশের প্রথম স্মার্ট সিটি। এখানে আবাসিক প্লট ছাড়াও ২৫০ একর জমিতে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট গড়ে তোলা হচ্ছে। এরমধ্যে ৫০ একর জমিতে একটি আইকনিক টাওয়ার নির্মাণ করা হবে। যদি দু’টি টাওয়ার নির্মাণ করা সম্ভব হয় তবে জমির পরিমাণ বাড়ানো হবে উল্লেখ করে তিনি বলেন, সেক্ষেত্রে একটি টাওয়ার হবে ‘আমাদের স্বাধীনতার স্মারক হিসেবে ৭১ তলা বিশিষ্ট’। এ জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হচ্ছে। এখানে পর্যাপ্ত খোলা স্থান রাখা হয়েছে যা সবুজায়ন করা হবে। এছাড়াও ৪৮ কিলোমিটার দীর্ঘ লেক রয়েছে পূর্বাচলে। এ শহরের বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ অন্যান্য সেবাধর্মী সংযোগ মাটির নিচে রাখা হচ্ছে। বর্জ্য ও পানি নিষ্কাশন ব্যবস্থা সবই নিজস্ব ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে। 
তিনি বলেন, সরকার জনগণের আবাসন সমস্যার সমাধানে রাজউকের আবাসিক এলাকায় এপার্টমেন্ট প্রকল্প গ্রহণ করেছে। উত্তরা, পূর্বাচল ও ঝিলমিল আবাসিক এলাকায় মোট প্রায় এক লাখ ফ্ল্যাট নির্মাণ করা হবে। 
বিজ্ঞপ্তি বলা হয়, উত্তরার ১৮নম্বর সেক্টরে রাজউকের নিজস্ব অর্থে ১৭৯টি ভবনে মোট ১৫ হাজার ৩৬টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। বর্তমানে ৭৯টি ভবনে ছয় হাজার ৬৩৬টি ফ্লাট নির্মাণ করা হচ্ছে। এসব ফ্ল্যাট অত্যন্ত কম মূল্যে বিক্রি করা হচ্ছে। প্রতি বর্গফুটের মূল্য পুননির্ধারণ করে ৪৫০০ টাকা করা হয়েছে। 
এছাড়াও ফ্ল্যাট ক্রয়ের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দীর্ঘ মেয়াদি ঋণ প্রদান করছে। সাড়ে আট শতাংশ সুদে এ ঋণ ২৫ বছরে পরিশোধ করা যাবে। এখানে ৪৫ শতাংশ জায়গা সবুজ বেস্টনি, স্কুল, খেলার মাঠ, মসজিদ, শপিংমল ইত্যাদি রাখা হচ্ছে। এছাড়াও বেসমেন্ট ও নিচতলায় গড়ি পার্কিং ও দৃষ্টিনন্দন লেক থাকবে এ প্রকল্প এলাকায়। এখানে অবশিষ্ট ১০০টি ভবন নির্মাণ করবে মালয়েশিয়া সরকার। 
পরিদর্শনকালে মন্ত্রী কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। 

বিস্তারিত

Next
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

৪৫ নং ওয়ার্ডে আলালের টিফিন ক্যারিয়ার মার্কার গণজোয়ার!

একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালো ইউওবি

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের দুলাল অপরাজিত চ্যাম্পিয়ন 

মাতৃভাষা দিবস উপলক্ষে সন্ধানী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত

বিশ্ব ইজতেমা উপলক্ষে বি সি আই কলেজ বন্ধু সভার ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্র

উত্তরের ঢাকাকে ‘ডিজিটাল’ ঘোষণা করে আতিকের ইশতেহার

৫১ নং ওয়ার্ডে তরুণ প্রার্থী জুয়েলের প্রচারণায় ব্যাপক সাড়া

টিফিন ক্যারিয়ারে প্রার্থী আবুল হোসেনের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

চন্ডালভোগে কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিনের পথসভা

উদযাপিত হলো শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে ২০১৯

৫১ নং ওয়ার্ডের বিভিন্নস্থানে ঠেলাগাড়ি প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে

আাগামী মাসের ১৫, ১৬ ও ১৭ তারিখ তুরাগ তীরে বিশ্ব ইজতেমা

নেত্রকোণায় চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন

বিশ্ব ইজতেমার ম্যাপ ও জেলা দায়িত্বশীলদের তালিকা প্রকাশ

এগিয়ে চলছে উত্তরা লেকের কার্যক্রম, দক্ষিণের ৮০ ভাগ কাজ সম্পন্ন

নদী দখলকারীরা নির্বাচন করার ও ঋণ পাওয়ার অযোগ্য: হাইকোর্ট

টঙ্গীতে গাছ কেটে সরকারী জায়গা দখলের অভিযাগ

উত্তরায় শুরু হয়েছে আমিন মোহাম্মদের আবাসন মেলা ২০১৯

সাতক্ষীরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে অনিয়মের অভিযোগ

ঢাকাকে কাঁদিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন কুমিল্লা

  • প্রচ্ছদ
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উত্তরা নিউজ
২০১৩-২০১৬

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ তারেকউজ্জামান খান
বাড়িঃ ১২৫(৩য় তলা), রানাভোলা এভিনিউ রোড, সেক্টরঃ ১০,
উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
মোবাঃ ০১৭১২২৬৩৮৯৬
ই-মেইলঃ info@uttaranews24.com, uttaranewsbd24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি