English
  • Twitter
  • Facebook
  • RSS
  • Google+
  • Vimeo
  • Tumblr
  • Pinterest

logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • আইন ও আদালত
  • শিক্ষাঙ্গন
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
    • প্রবাস
    • উত্তরার খবর
    • রাজধানী
    • সারাবাংলা
    • বিচিত্র খবর
    • ফিচার-সাহিত্য
    • স্বাস্থ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • ছবিঘর
    • ভিডিও
  • উত্তরা
প্রচ্ছদ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • আইন ও আদালত
  • শিক্ষাঙ্গন
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
    • প্রবাস
    • উত্তরার খবর
    • রাজধানী
    • সারাবাংলা
    • বিচিত্র খবর
    • ফিচার-সাহিত্য
    • স্বাস্থ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • ছবিঘর
    • ভিডিও
  • উত্তরা

ব্রেকিং নিউজ

uttaranews24 রংপুরে বোরো চাষে সেচ খরচ বৃদ্ধি    uttaranews24 মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার    uttaranews24 মালদ্বীপের প্রধান বিচারপতি গ্রেপ্তার    uttaranews24 জোড়া সেঞ্চুরিতে ক্যারিয়ারের সেরা অবস্থানে মুমিনুল    uttaranews24 রাতজুড়ে মালদ্বীপে ঘটে যাওয়া ঘটনা    uttaranews24 রাতজুড়ে মালদ্বীপে ঘটে যাওয়া ঘটনা    uttaranews24 কাঁঠালবাড়ী-শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ   
  • প্রচ্ছদ
  • খেলাধুলা
bcb_un

নতুন স্পন্সর পেল বিসিবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন টাইটেল স্পন্সরশিপের দায়িত্ব পেয়েছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম। আগামী দুই বছরের জন্য ১৭ কোটি টাকার চুক্তি করেছে বিসিবি। যা আগের চুক্তির চেয়ে ৪০ শতাংশ বেশি।
 
১ সেপ্টেম্বর ২০১৬ থেকে ৩১ আগস্ট ২০১৮ পর্যন্ত নতুন এই চুক্তির মেয়াদ থাকবে। বিসিবির পরিচালক এবং বিপণন ও বাণিজ্যিক কমিটির চেয়ারম্যান কাজি ইনাম আহমেদ এমনটাই জানিয়েছেন।
 
চুক্তি অনুযায়ী এই সময়ে দেশের মাটিতে বাংলাদেশের যে সব সিরিজ অনুষ্ঠিত হবে সেগুলোর নামকরণ, স্ট্যাম্প, বাউন্ডারি সীমা, গ্যালারি, শিরোপা, টিম বাস ও স্টেডিয়ামের প্রবেশ পথে নিজেদের কোম্পানির নাম ব্যবহার করবে প্রতিষ্ঠানটি।
 
বিসিবির পরিচালক এবং বিপণন ও বাণিজ্যিক কমিটির চেয়ারম্যান কাজি ইনাম আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘চুক্তির জন্য প্রাথমিকভাবে ১২টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। তবে আমরা সেখান থেকে নিলামে সর্বোচ্চ দর হাঁকানো প্রতিষ্ঠান ইমপ্রেস মাত্রাকে বেছে নিয়েছি।’
 
স্পন্সরশিপের জন্য ঘরের মাঠে খেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। যদিও আগামী দুই বছর দেশের মাটিতে টাইগারদের খুব একটা সিরিজ নেই। বেশির ভাগ সিরিজই হবে দেশের বাইরে। তারপরও ইমপ্রেস মাত্রার সঙ্গে ১৭ কোটি টাকার চুক্তি করে স্বস্তি প্রকাশ করছে বিসিবি।

বিস্তারিত

মুস্তাফিজ

খেলাটা মিস করছেন মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের কাঁধের ইনজুরি ঠিক হতে পাঁচ মাসের মতো সময় লাগবে। ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে খেলতে পারছেন না তিনি। ডিসেম্বর ও জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরেও তাকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে।

আন্তর্জাতিক অভিষেকের পর টানা এতদিন মাঠের বাইরে থাকার অভিজ্ঞতা এই প্রথম। তাই খেলাটা ভীষণ মিস করছেন এই বাঁ-হাতি পেসার।

কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুস্তাফিজুর বলেন, ‘জাতীয় দলে সুযোগ পাওয়ার পর খেলার মধ্যেই ছিলাম। এখন খেলতে পারছি না। অবশ্যই খেলাটা মিস করছি। বাইরে থেকে সবাই খুব সমর্র্থন দিচ্ছে।’ তিনি বলেন, ‘যখন জাতীয় দলে ছিলাম না, তখন তো এমন সময় কাটাতাম। এই পর্যায়ে আসার পর কাটানো হয়নি।’

কাল জাতীয় দলের অনুশীলনের শুরুতে মাঠে হাজির হন মুস্তাফিজও। কোচ ও খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন তিনি। সুস্থ থাকলে তাকেও অনুশীলনে থাকতে হতো। দু’একদিনের মধ্যেই মুস্তাফিজের রিহ্যাব শুরু হবে।

এ প্রসঙ্গে মুস্তাফিজ বলেন, ‘অস্ত্রোপচারের পর ৬ সপ্তাহের মতো পার হয়েছে। যেভাবে চিকিৎসক বলেছিল, সেভাবেই কাজগুলো করছি। সবকিছু ভালোভাবে এগোচ্ছে।’ তিনি বলেন, ‘দু-এক দিনের মধ্যে রিহ্যাব শুরু হবে। পুরো প্রক্রিয়ার সঙ্গে বায়েজিদ (ফিজিও) ভাই যুক্ত আছেন। তিনি আমাকে জানাবেন।’

মুস্তাফিজ বলেন, ‘রিহ্যাব প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা আছে। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইনজুরিতে পড়ার পরও রিহ্যাবের মধ্যে ছিলাম।’ টি ২০ বিশ্বকাপ ছাড়া মুস্তাফিজুর দেশের মাটিতেই সব আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সফলও হয়েছেন।

এবার বিদেশের মাটিতেও সফল হতে চান তিনি। বাঁ-হাতি পেসার বলেন, ‘দেশে সফল হয়েছি, দেশের বাইরে খেললে সেখানেও সফল হওয়ার চেষ্টা করব।'

বিস্তারিত

riyal

দারুণ এক রেকর্ড স্পর্শ করল রিয়াল !

হামেস রদ্রিগেস ও করিম বেনজেমার নৈপুণ্যে দারুণ এক রেকর্ড স্পর্শ করেছে রিয়াল মাদ্রিদ। পাঁচ বছর আগে বার্সেলোনার গড়া লা লিগায় টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসাতে এসপানিওলকে হারিয়েছে জিনেদিন জিদানের দল।

রোববার রাতে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে ক্রিস্তিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলকে ছাড়া খেলতে নামা রিয়াল।

২০১১ সালের ৫ ফেব্রুয়ারি কাম্প নউতে আথলেটিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে লা লিগায় টানা ১৬ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল পেপ গুয়ার্দিওলার বার্সেলোনা। তা ছোঁয়ার পথে গত মৌসুমের শেষ ১২ ম্যাচের পর চলতি মৌসুমে প্রথম চার ম্যাচ জিতল জিনেদিন জিদানের দল।

এসপানিওলের মাঠে অষ্টম মিনিটে এগিয়ে যেতে পারতো রিয়াল। কিন্তু ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট হেড করেন সের্হিও রামোস। তিন মিনিট পর সহজ সুযোগ হারায় এসপানিওল; ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিও বাপতিস্তাওয়ের বিনা বাধায় নেওয়া নীচু শট ঠেকিয়ে দেন গোলরক্ষক কিকো কাসিয়া।

অসুস্থতার কারণে আগে থেকেই দলের বাইরে আক্রমণভাগের দুই তারকা রোনালদো ও বেল। ১৯তম মিনিটে সে তালিকায় যোগ হয় কাসেমিরোর নাম; পায়ে ব্যথা পেয়ে ছিটকে পড়েন ব্রাজিলের এই মিডফিল্ডার। বদলি নামেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস।

৩৯তম মিনিটে হেডে বল জালে জড়ান করিম বেনজেমা; কিন্তু অফসাইডের কারণে স্কোরলাইনে পরিবর্তন আসেনি।
অবশেষে যোগ করা সময়ে হামেস রদ্রিগেসের নৈপুণ্যে এগিয়ে যায় রিয়াল। দুই জনকে কাটিয়ে বল পায়ে কিছুটা এগিয়ে অনেকটা দূর থেকে নীচু কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন কলম্বিয়ার এই মিডফিল্ডার।

৫৯তম মিনিটে বেনজেমার দুর্দান্ত ভলি দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন গোলরক্ষক। ৭১তম মিনিটে তাকে আর রুখতে পারেননি দিয়েগো লোপেস। ডান দিক থেকে লুকাস ভাসকেসের বাড়ানো পাসে ছয় গজ বক্সের বাইরে থেকে জয়সূচক গোলটি করেন এই ফরাসি স্ট্রাইকার।

চার ম্যাচের শতভাগ সাফল্যে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে রিয়াল।

 

বিস্তারিত

tamim-un

আফগানদের বিপক্ষে মাঠে নামা ঃ সিদ্ধান্ত তামিমের হাতেই

অনুশীলনে আঙুলের চোটে পড়ায় আফগানিস্তানের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা জেগেছিল ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন কি না সেটিই ছিল আলোচ্য বিষয়।

অবশ্য  রোববার কেটে গেল সব শঙ্কা। সিটি স্ক্যান রিপোর্টে জানা গেছে তার হাতের আঙুলে কোনো সমস্যা নেই।

২১ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। সফরে তিনটি ওয়ানডে খেলবে দলটি। ২৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। বোধহয় সে কারণেই গতকাল নেটেও কিছুটা সময় ব্যাটিং করলেন ২৭ বছর বয়সী এই ওপেনার। বিসিবি সূত্র মতে, আঙুলের চোট ভালো হলেও আফগানদের বিপক্ষে মাঠে নামা নির্ভর করছে বাঁ হাতি এই ওপেনারের ওপর


গত ২৮ আগস্ট ফিল্ডিং অনুশীলনের সময় বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান বন্দরনগরী চট্টগ্রামের এই রাজপুত্র। এক্সরে রিপোর্টে সেখানে চিড় ধরা পড়ে। যদিও চোট পাওয়া আঙুলে ব্যান্ডেজ নিয়েই পরে অনুশীলন করেন তিনি। তবে তিন সপ্তাহ ব্যাট হাতে নিতে পারবেন না তামিম- এমনটিই জানিয়েছিলেন বিসিবির চিকিৎসক দেবাশীষ বিশ্বাস।

আজ তামিমকে নিয়ে সংবাদমাধ্যমকে বিসিবি চিকিৎসক বলেন, ‘তার অবস্থা ভালো। এখন সব কিছু নির্ভর করছে ওর ওপর। দু-তিন দিন ব্যাটিংয়ে পর নিজেই বুঝতে পারবে তার অবস্থা। তবে আমার মনে হয় না আফগানিস্তান সিরিজ মিস হবে তামিমের। ওখানে খুব  স্বাভাবিকভাবেই খেলতে পারার কথা ওর।’

 

বিস্তারিত

afri-mec

বিদায়ী ম্যাচ খেলা হচ্ছে না আফ্রিদির!

পাকিস্তানের তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদির অবসর নিয়ে কম কাণ্ড হয়নি। সর্বশেষ মনে হচ্ছে মাঠ থেকে বিদায়ের সুযোগটা বুমবুম আফ্রিদিকে দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করেছেন আফ্রিদি। তবে আফ্রিদির সে চাওয়ায় সাড়া দেয়নি পিসিবি। সাবেক এই অধিনায়ককে বিদায়ী ম্যাচ খেলার কোন সুযোগ দিতে রাজি নয় তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি মাসের ২৩, ২৪ আর ২৭ সেপ্টেম্বর ম্যাচের জন্য ঘোষিত পাকিস্তানের টি-টোয়েন্টি দলে রাখা হয়নি আফ্রিদিকে। ২০০৯ সালে পাকিস্তানকে টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতানোর পেছনে সবচেয়ে বেশী অবদান ছিল পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার শহীদ আফ্রিদির। তবে এবার সেই আফ্রিদির জাতীয় দলের দরজাটা পুরোপুরি ভাবে বন্ধই হয়ে যাচ্ছে মনে হয়। চলতি বছর ভারতের অনুষ্ঠিত টি-টোয়েন্টি ও এশিয়া কাপে দলের অধিনায়ক ছিলেন আফ্রিদি। এমনকি এই দুটি বড় টুর্নামেন্টে দলকে সাফল্যও এনে দিতে পারেননি তিনি। পাশাপাশি ব্যাট ও বল হাতে ব্যর্থ ছিলেন এই হার্ড হিটিং অলরাউন্ডার। যার কারণে অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দল থেকেও বাদ পড়েন আফ্রিদি। গত মার্চ-এপ্রিলে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে দেয় আফ্রিদি তবুও একটা শেষ সুযোগের অপেক্ষায় দিন গুনছিলেন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়ে দিয়েছে, আফ্রিদি সেই সুযোগটিা আর পাচ্ছেন না। পিসিবি থেকে আফ্রিদির বিষয়ে সরাসরি জানিয়ে দেয়া হয়েছে, দল নির্বাচন সংক্রান্ত সব দায়-দায়িত্ব নির্বাচক কমিটির ওপর। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান অসুস্থ্য, এমনকি নির্বাহী কমিটির প্রধান নাজম শেঠিও রয়েছে ছুটিতে। যে কারণে নির্বাচক কমিটিই এখন এ বিষয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারি। দল ঘোষণার আগের দিন পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম প্রকাশ করেছে, বোর্ড ১৬তম খেলোয়াড় হিসেবে আফ্রিদিকে স্কোয়াডে রাখতে যাচ্ছে, যাতে সে একটা শেষ সুযোগ পায়। করাচিতে আফ্রিদি বলেছেন,‘আমি বোর্ডের উপরে বা বোর্ড আমার উপরে কোন চাপ সৃষ্টি করেনি। যা হবে ভালো কিছুই হবে। আমি সব সময়ই জানি, পাকিস্তানের কোন ক্রিকেটারই বিদায়ী সম্ভাষণ পায় না, সে যত বড়ই হোক। সব খেলোয়াড়রাই নিজেকে বের করে নেয়, আমিও সেটাই করবো।’ উল্লেখ্য যে, টি-টুয়েন্টি ক্যারিয়ারে পাকিস্তানকে সর্বোচ্চ ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন আফ্রিদি।যার মধ্যে ১৯টিতে জয় আর ২৩টিতে হার। তবে দেশের হয়ে সর্বোচ্চ ৯৮টি টি-টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার।

বিস্তারিত

afgan-bangla

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটি হবে দিবা-রাত্রির

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে দিবা-রাত্রির। দুপুর আড়াইটায় শুরু হবে সিরিজের তিনটি ম্যাচই।
আফগানিস্তান ও বাংলাদেশের ওয়ানডে সিরিজের সূচী আগেই চূড়ান্ত হয়েছিলো। কিন্তু চূড়ান্ত ছিলো না সময়। অবশেষে চূড়ান্ত হলো সময়। আসন্ন ওয়ানডে সিরিটি হবে দিবা-রাত্রির। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে তিনটি ম্যাচই।
আগামী ২১ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা আফগানিস্তানের। ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচ। ২৮ সেপ্টেম্বর হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১ অক্টোবর। সিরিজের সব ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে সিরিজের সূচি :
তারিখ সময় ম্যাচ ভেন্যু
২৫ সেপ্টেম্বর : দুপুর ২.৩০ : প্রথম ওয়ানডে মিরপুর
২৮ সেপ্টেম্বর : দুপুর ২.৩০ : দ্বিতীয় ওয়ানডে মিরপুর
১ অক্টোবর : দুপুর ২.৩০ : তৃতীয় ওয়ানডে মিরপুর।

বিস্তারিত

ajmal-afridi

যথাযোগ্য বিদায় সংবর্ধনা পাবেন আফ্রিদি-আজমল

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাহী কমিটির চেয়ারম্যান নজম শেঠি বলেছেন, অল রাউন্ডার শহিদ আফ্রিদি এবং অফ-স্পিনার সাইদ আজমল তাদের দীর্ঘ দিনের সেবার জন্য জাতীয় দলের কাছ থেকে যথাযোগ্য বিদায় সংবর্ধনা পাবেন।
এক্সপ্রেস নিউজ শেঠির উদ্ধৃতি দিয়ে জানায়, আমি আগামী সপ্তাহে উভয়ের সাথে দেখা করব এবঙ আমরা [বোর্ড] উভয়ের জন্য গৌরবময় বিদায় নিশ্চিত করব।
এর আগে খবর প্রকাশিত হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজে আফ্রিদিকে বিদায় জানানো হবে। কিন্তু তার কিছু মন্তব্যে নাখোশ হয়ে বোর্ড তা থেকে সরে এসেছে।
আফ্রিদি আগেই টেস্ট ও ওডিআই থেকে অবসর গ্রহণ করেছেন। এশিয়া কাপ এবং টি২০ বিশ্বকাপের পর তিনি অধিনায়কত্ব ছেড়েছেন। তবে সম্মানজনক বিদায়ের পথ খুঁজছেন এখন।
অন্যদিকে আজমল তার শেষ টি২০ ম্যাচ খেলেছেন ২০১৫ সালে বাংলাদেশের বিরুদ্ধে। এরপর তার বোলিং ভঙ্গি নিয়ে প্রশ্ন ওঠে।

বিস্তারিত

soforraj

ওয়েস্ট ইন্ডিজকে হারানোর সক্ষমতা রয়েছে পাকিস্তানের

এ মাসের প্রথম দিকে ইংল্যান্ড সফরে একমাত্র টি-২০তে পাওয়া জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজেও তার দলের ভালো ফল করার জন্য সহায়ক হবে মনে করছেন পাকিস্তানের টি-২০ অধিনায়ক সরফরাজ আহমেদ। দুবাইতে ২৩ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচ খেলতে মাঠে নামবে পাকিস্তান।
স্থানীয় একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে সরফরাজ বলেন, ‘কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে এবং এরপর ম্যানচেস্টারে একমাত্র টি-২০ ম্যাচে আমরা যেভাবে খেলেছি তাতে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দল একই খেলা খেলতে উদগ্রীব।’
সরফরাজ বলেন, ‘টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলেছে ইংল্যান্ড এবং সে ফাইনালে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। আমরা ইংল্যান্ডকে যদি তাদের মাটিতে হারাতে পারি তাহলে আমাদের চেনা কন্ডিশনে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারানোর সক্ষমতাও আমাদের রয়েছে বলে আমি মনে করি।’
বিশ্ব চ্যাম্পিয়নের তকমা লাগানো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুঃশ্চিন্তা করার কিছু নেই এবং দল কোন চাপে নেই বলেও উল্লেখ করেন সরফরাজ।
তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ মোটিভেটেড। ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে নামবো এবং মাঠে আমাদের সেরাটা দিতে চেষ্টা করবো।’
তিনি আরো বলেন, ‘আমি ছেলেদের কোন চাপ ছাড়া নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে বলেছি। টি-২০ ম্যাচে ১০ মিনিটের একটি সেশনই অনেক কিছু বদলে দিতে পারে। অতএব, আমাদের কেবলমাত্র ফোকাসড থাকা এবং মাঠে ইতিবাচক থাকা দরকার।’
কেবল মাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজ নয়, ভবিষ্যতেও ফিল্ডিংটা পাকিস্তানের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে বলে উল্লেখ করেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
তিনি বলেন, ‘টি-২০ ফর্মেটে ফিল্ডিং সবসময়ই অনেক বেশি গুরুত্বপূর্ণ। শীর্ষ দলগুলোকে হারাতে হলে আমাদের বাউন্ডারি থামাতে হবে, সিঙ্গেলস ও দুই রান নেয়া আটকাতে হবে এবং একটি খারাপ বল ডেলিভারি হলে অবশ্যই অসাধারণ ফিল্ডিং দিয়ে ভারসাম্য আনতে হবে।’
বর্তমানে সাত নম্বরে থাকলে দলকে টি-২০ র‌্যাংকিংয়ের উঠানোর লক্ষ্য রয়েছে সরফরাজের।
তিনি বলেন, ‘আমরা সবাই পাকিস্তান ক্রিকেটকে সীমিত ওভারে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে চাই। একজন টি-২০ অধিনায়ক হিসেবে আমার লক্ষ্যও র‌্যাংকিংয়ে দলকে উপড়ে ওঠানো।’
‘তবে দলকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নিতে হলে আমাদের অবশ্যই আধুনিক ক্রিকেটের ঢংয়ের সঙ্গে মানিয়ে নিতে হবে। সম্প্রতি কার্ডিফ ও ম্যানচেস্টারে যেভাবে খেলেছি সেটা অব্যাহত রাখতে পারলে খুব শিগগিরই সীমিত ওভারের ক্রিকেটে আমরা পূর্বের অবস্থানে যেতে পারবো।’

বিস্তারিত

inglend

পূর্ণশক্তির দল নিয়েই আসছে ইংল্যান্ড

পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে আসছে ইংল্যান্ড। আসন্ন সিরিজকে সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইয়ন মরগান ও অ্যালেক্স হেলস আগেই এ সফরে আসতে অস্বীকৃতি জানিয়েছেন। তারা বাদে দলে প্রায় সবাইকেই রেখেছে ইসিবি। ফলে টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে ইংলিশরা। টেস্টে তাদের অধিনায়ক হিসেবে যথারীতি রয়েছেন অ্যালেস্টার কুক। অন্যদিকে, মরগান না আসায় ওয়ানডে অধিনায়ক করা হয়েছে জস বাটলারকে। শুক্রবার বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টেস্ট এ দুই ফরম্যাটেরই দল ঘোষণা করেছে ইসিবি। পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড এটা আগেই বলেছিল ইসিবি। দল ঘোষণার পরও তাই দেখা গেল। ওয়ানডে ফরম্যাটের দলে ১৫ জন এবং টেস্ট ফরম্যাটে ১৭ জন ক্রিকেটারকে রাখা ইসিবি ঘোষিত স্কোয়াডে। টেস্ট দলে দীর্ঘ ১১ বছর ডাক পেয়েছেন গ্যারেথ বেটি। তবে দলে জায়গা পাননি বাংলাদেশ সফরে আসতে চাওয়া ক্রিস জর্ডান এবং ইয়ান বেল। টেস্ট অধিনায়ক অ্যালেস্টার কুক আসছেন এটা আগেই নিশ্চিত ছিল। তবে পেসার স্টুয়ার্ট ব্রডের বিশ্রামে যাওয়ার কথা থাকলেও তিনি আসছেন এ সফরে। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তিনজন। তারা হলেন হাসিব হামিদ, বেন ডাকেট ও জাফর আনসারি। কাউন্টি ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কেড়েছেন তারা। আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড দলের বাংলাদেশে আসার কথা রয়েছে। এ সফরে ইংল্যান্ড ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে। ইংল্যান্ড টেস্ট দল : অ্যালেস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, হাসিব হামিদ, জো রুট, গ্যারি ব্যালান্স, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, স্টিভেন ফিন, মার্ক উড, গ্যারেথ বেটি, জাফর আনসারী, বেন ডাকেট। ইংল্যান্ড ওয়ানডে দল : জস বাটলার (অধিনায়ক), জেসন রয়, বেন ডাকেট, জেমস ভিন্স, স্যাম বিলিংস, বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড, জনি বেয়ারস্টো, লিয়াম ডসন, লিয়াম প্লাঙ্কেট, জ্যাক বল।

বিস্তারিত

khuni-dhoni

নিজেকে খুনি বা কোনো সন্তাসবাদী বলে মনে করতেন ধোনি!

২০০৭-এর ক্রিকেট বিশ্বকাপের পর তার নিজেকে খুনি বা কোনো সন্তাসবাদী বলে মনে হয়েছিল। অন্তত তার ও গোটা ভারতীয় দলের প্রতি সংবাদমাধ্যমের ঠিক এমন আচরণই দেখেছিলেন তিনি। তাঁর বায়োপিক 'এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি' মুক্তির ঠিক আগে এ কথা বললেন ধোনি। নিউ ইয়র্কে নিজের ছবির প্রোমোশনাল ইভেন্টে এ কথা বলেন মাহি। ২০০৭-এ ক্রিকেট বিশ্বকাপের পরের দুঃস্বপ্নের মতো দিনগুলো মনে করেন তিনি। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে সেই বিশ্বকাপে মুখ থুবড়ে পড়েছিল ভারত। বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে প্রথম রাউন্ডেই বিদায় নেয় ভারত। সেই সময় রাতের অন্ধকারে নিঃশব্দে দেশে ফিরেছিলেন ভারতীয় দলের সদস্যরা।

পুলিশ পাহারায় পুলিশের গাড়িতে তাদের বিমানবন্দরের বাইরে বের করে আনা হয়। যে ভাবে সংবাদমাধ্যমের গাড়ি মাথায় জোরালো আলো লাগিয়ে তাদের ধাওয়া করছিল, তাতে নিজেদের কোনো কুখ্যাত খুনি বা সন্ত্রাসবাদী বলে মনে হচ্ছিল বলে জানিয়েছেন ধোনি। পুলিশ স্টেশনেই বেশ কিছুক্ষণ বসিয়ে রেখে তারপর তাঁদের ছাড়া হয়। রাঁচিতে ধোনির বাড়িতেও ইঁটপাটকেল ছোঁড়া হয়েছিল। সেই সব ঘটনার পরই নিজেকে অত্যন্ত আক্রমণাত্মক করে তোলেন বলে জানিয়েছেন মাহি। জীবনকে সেই ব্যর্থতার দিনগুলোয় নতুন করে চিনতে পারেন তিনি। সে বছরই ভারতের টি-২০ দলের অধিনায়ক নির্বাচিত হন তিনি। দক্ষিণ আফ্রিকায় টি২০ বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করেন। শুরু হয় তাঁর ভারতের সবচেয়ে সফল অধিনায়ক হয়ে ওঠার পথে যাত্রা।

বিস্তারিত

Next
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
  • 61
  • 62
  • 63
  • 64
  • 65
  • 66
  • 67
  • 68
  • 69
  • 70
  • 71
  • 72
  • 73
  • 74
  • 75
  • 76
  • 77
  • 78
  • 79
  • 80
  • 81
  • 82
  • 83
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

কোলোন ক্যান্সার প্রতিরোধে নিয়মিত খেতে হবে ৯টি খাবার

নিম্ন মধ্যবিত্তের স্বপ্নপূরণের বাধা দূর করার আহ্বান

নৈরাজ্য করলে কঠোর হাতে দমন : স্বরাষ্ট্রমন্ত্রী

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে সরকার

তাইওয়ানে ৬.৪ মাত্রার ভূমিকম্প

বিএনপির সাবেক এমপি হাসান উদ্দিন সরকারসহ আটক ৬

সংবাদ সম্মেলনে আসছেন খালেদা জিয়া

নাশকতা মোকাবিলায় আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি

প্রয়োজনে সাংবাদিকদের পক্ষে মামলা লড়বেন আইনমন্ত্রী

হাবিবুন নবী খান সোহেল আটক

  • প্রচ্ছদ
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উত্তরা নিউজ
২০১৩-২০১৬

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ তারেকউজ্জামান খান
বাড়িঃ ১২৫(৩য় তলা), রানাভোলা এভিনিউ রোড, সেক্টরঃ ১০,
উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
মোবাঃ ০১৭১২২৬৩৮৯৬
ই-মেইলঃ info@uttaranews24.com, uttaranewsbd24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি