ঘরের মাঠে শিরোপাপ্রত্যাশী সিটির ১-১ গোলে ড্র
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শনিবার বিকালে ম্যাচটি ১-১ গোলে ড্র করে শিরোপাপ্রত্যাশী সিটি। প্রথমার্ধে সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে যাওয়া সিটিকে হতবাক করে দিয়ে ম্যাচ শেষের কিছুক্ষণ আগে মার্টেন ডি রুন বল জালে পাঠান।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ জয়শূন্য থাকার পর গত শনিবার ওয়েস্ট ব্রম অ্যালবিওনকে ৪-০ গোলে হারিয়ে জয়ের পথে ফিরেছিল সিটি। তিন দিন পর গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ৩-১ গোলে উড়িয়ে দেয় ইংলিশ ক্লাবটি।
ঘরের মাঠে শুরু থেকেই একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে নাজেহাল করে তোলা সিটি ২৪তম মিনিটে এগিয়ে যেতে পারতো। কিন্তু কেভিন ডি ব্রুইনের জোরালো নীচু শট একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়। তিন মিনিট পর গোল করার মতো পজিশনে বল পেয়েও ব্যর্থ হন আগুয়েরো।
৩০তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে থেকে আগুয়েরোর নীচু জোরালো শট দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন গোলরক্ষক ভিক্তর ভালদেস।
৪৩তম মিনিটে দলকে এগিয়ে দেন আগুয়েরো; ডান দিক থেকে ডি ব্রুইনের গোলমুখে বাড়ানো দারুণ ক্রসে শুধু একটা টোকার দরকার ছিল।
সিটির হয়ে আর্জেন্টিনা স্ট্রাইকারের এটা ১৫০তম গোল। আর চলতি মৌসুমে ১৫ ম্যাচে তার গোল হলো ১৪।
বিরতির ঠিক আগে স্পেনের মিডফিল্ডার নাভাসের শট পোস্টে লাগলে ব্যবধান দ্বিগুণ হয়নি।
বিরতির পর শুরুতেই মিডলসবরোর দুই মিনিটের মধ্যে দারুণ দুটি আক্রমণ ম্যাচে উত্তেজনা ছড়ায়। ৪৭তম মিনিটে আলভারো নেগ্রেদোর শট কোনোমতে কর্নারের বিমিয়ে ঠেকানোর পর ফাঁকায় বল পেয়ে যাওয়া ইংলিশ মিডফিল্ডার জন ফোরশর শট ছুটে এসে ঠেকান গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো।
বাকি সময়েও পাল্টা আক্রমণে বেশ কবার সিটির রক্ষণের পরীক্ষা নেওয়া মিডলসবরো অবশেষে যোগ করা সময়ে বল জালে পাঠায়। বাঁ দিক থেকে ইংলিশ ডিফেন্ডার জর্জ ফ্রেন্ডের দারুণ ক্রসে কোনাকুনি জোরালো হেডে বার্সেলোনার সাবেক গোলরক্ষক ব্রাভোকে পরাস্ত করেন ডাচ মিডফিল্ডার ডি রুন।