English
  • Twitter
  • Facebook
  • RSS
  • Google+
  • Vimeo
  • Tumblr
  • Pinterest

logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • আইন ও আদালত
  • শিক্ষাঙ্গন
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
    • প্রবাস
    • উত্তরার খবর
    • রাজধানী
    • সারাবাংলা
    • বিচিত্র খবর
    • ফিচার-সাহিত্য
    • স্বাস্থ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • ছবিঘর
    • ভিডিও
  • উত্তরা
প্রচ্ছদ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • আইন ও আদালত
  • শিক্ষাঙ্গন
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
    • প্রবাস
    • উত্তরার খবর
    • রাজধানী
    • সারাবাংলা
    • বিচিত্র খবর
    • ফিচার-সাহিত্য
    • স্বাস্থ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • ছবিঘর
    • ভিডিও
  • উত্তরা

ব্রেকিং নিউজ

uttaranews24 এগিয়ে চলছে উত্তরা লেকের কার্যক্রম, দক্ষিণের ৮০ ভাগ কাজ সম্পন্ন    uttaranews24 সোনারগাঁও-শাহ মখদুম সড়কে অধিকাংশ সময় যানজট    uttaranews24 নদী দখলকারীরা নির্বাচন করার ও ঋণ পাওয়ার অযোগ্য: হাইকোর্ট    uttaranews24 উত্তরা ১২ নং সেক্টরে প্রধান সড়কে রাস্তার উপর নির্মাণ সামগ্রী!    uttaranews24 তুরাগ থানা আ.লীগ এর পক্ষ থেকে সাহারা খাতুন (এমপি)কে ফুলেল শুভেচ্ছা    uttaranews24 ফেসবুকে জানান দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা    uttaranews24 নির্বাচনে জয়-পরাজয়ের ব্যাখা দিলেন সজিব ওয়াজেদ জয়   
  • প্রচ্ছদ
  • রাজনীতি
bnp_un

বিএনপির ‘অতি গুরুত্বপূর্ণ’ সংবাদ সম্মেলন

বিএনপির একটি ‘অতি গুরুত্বপূর্ণ‘ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। 

আজ শনিবার (১৬ জুলাই) বেলা ১২টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবীর খান  জানান, দলের পক্ষ থেকে ‘অতি গুরুত্বপূর্ণ’ ব্রিফিং করা হবে এ সংবাদ সম্মেলনে। ব্রিফিংয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুরল ইসলাম খান বক্তব্য রাখবেন।

বিস্তারিত

bnp_un

জামায়াত ছাড়াই বৃহত্তর ঐক্য বিএনপির!

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর জোটসঙ্গী স্বাধীনতাবিরোধী দল জামায়াত ছাড়াই বৃহত্তর ঐক্য গড়তে চায় বিএনপি। বুধবার রাতে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে বিএনপির পক্ষ থেকে এমনই ইঙ্গিত দেয়া হয়েছে। ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে এ তথ্য।

ক্ষমতাসীন জোটের বাইরেও অনেক রাজনৈতিক দল বা ব্যক্তি রয়েছেন। তাদের নিয়ে বিএনপি অনেক আগে থেকেই ঐক্য গড়ার প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় জামায়াত। দেশের চলমান পরিস্থিতিতে বিএনপির হাইকমান্ডও এ বিষয়টি নিয়ে ভাবতে শুরু করছে।

বিএনপি চেয়ারপারসনের ডাকে ক্ষমতাসীনরা সাড়া না দিলেও উগ্র ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়তে যারাই অন্তরায় হবে খালেদা জিয়া তাদের এড়িয়ে চলবেন। প্রয়োজনে তাদের ত্যাগ করতেও তিনি দ্বিধাবোধ করবেন না বলে বিএনপি ও জোট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রাতে জোটের বৈঠকে কয়েক নেতা জাতীয় ঐক্য গড়ার ওপর জোর দেন। তবে এক্ষেত্রে জামায়াত মূল বাধা বলে কেউ কেউ ইঙ্গিত দেন। জোটের এক নেতা বলেন, সরকারসহ অনেকেই বলছেন, জামায়াত ত্যাগ করলেই ঐক্য সম্ভব। তাই বিষয়টি নিয়ে আমাদের ভাবা উচিত। এ সময় বৈঠকে উপস্থিত জামায়াতের কর্মপরিষদ সদস্য আবদুল হালিম জোট নেতাদের বক্তব্য খণ্ডন করেন।

জোটের বাইরে যারা বিএনপিকে জামায়াত সঙ্গ ত্যাগের ব্যাপারে বলছেন, তাদের জনপ্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এরপর জামায়াতের ওই নেতাকে উদ্দেশ করে খালেদা জিয়া বলেন, ‘বি. চৌধুরী, ড. কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ অন্য যারা জামায়াত সঙ্গ ত্যাগের কথা বলছেন, ভোটের রাজনীতিতে তাদের অবদান না থাকলেও সমাজে তাদের গুরুত্ব রয়েছে।’ খালেদা জিয়ার এই মন্তব্যের পর  জোটের ওই বৈঠকেই জামায়াত সঙ্গ ত্যাগ নিয়ে সবার মাঝে গুঞ্জন তৈরি হয়। জোটের এক শীর্ষ নেতা বলেন, এর আগে কখনও খালেদা জিয়া জামায়াত সঙ্গ ত্যাগের ব্যাপারে এমন বক্তব্য দেননি।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপিপন্থী বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমেদ বৃহস্পতিবার বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। সবার সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তাকে পরামর্শ দেয়া হয়েছে, আবারও আনুষ্ঠানিক চিঠি দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দল বা সমাজের বিশিষ্ট নাগরিকদের জাতীয় ঐক্যের কথা বলার জন্য। খালেদা জিয়া তাতে সম্মতি জানিয়েছেন। তিনি ঐক্য গড়তে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন হচ্ছে মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে জামায়াত। সেই ভুলের  আজ পর্যন্ত ক্ষমা চায়নি দলটি। এই মুহূর্তে কার ভোট বেশি বা কম তা কোনো প্রশ্ন নয়। এখন রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হতে বসেছে। এই অবস্থায় ঐক্য গড়ার ক্ষেত্রে পাল্লা যেদিকে ভারি হবে, সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। সবাই যদি জামায়াত সঙ্গ ত্যাগ করতে বলে জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রে বিএনপিকে সেটা করতে হবে।

এই রাষ্ট্রবিজ্ঞানী আরও বলেন, আওয়ামী লীগ যদি খালেদা জিয়ার ডাকে সাড়া না দেয়, তাও তো দেশ ও আন্তর্জাতিক মহল দেখবে। তারা যা বোঝার বুঝে নেবে। তবে এবার খালেদা জিয়া বসে থাকবেন না।

এদিকে উগ্র ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ১৯ জেলায় সমাবেশ করার যে পরামর্শ খালেদা জিয়াকে দলের কয়েক নেতা দিয়েছিলেন তা নিয়ে বিএনপিতে শংকা দেখা দিয়েছে। দলের একটি অংশ মনে করে, গুলশান ও শোলাকিয়ায় হামলার পর কারও কোনো জীবনের নিরাপত্তা নেই।

এই অবস্থায় রাজপথে কোনো কর্মসূচি দিলে সরকারই তা ভণ্ডুল করতে তৎপরতা চালাতে পারে। কারণ, সরকার কোনোভাবেই চায় না বিএনপি রাজপথে সক্রিয় হোক। তাই, এই নিয়ে আরও ভাবতে হবে। জোটের বৈঠকেও খালেদা জিয়ার বক্তব্যে তা ফুটে ওঠে।

জোটের পক্ষ থেকে উগ্র ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন, কালো পতাকা র‌্যালি, বিভাগীয় শহরে সমাবেশ শেষে ঢাকায় সবাইকে নিয়ে জাতীয় কনভেনশন করার প্রস্তাব দেয়া হয়। কিন্তু খালেদা জিয়া নানা শংকার কথা জানিয়ে জোটের শরিক দলগুলোকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার নির্দেশনা দেন।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য প্রায় এক সুরে যুগান্তরকে বলেন, সার্বিক পরিস্থিতিতে উগ্র ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দলকে রাজপথে নামতে হবে। সরকার তো চাইবেই যাতে বিএনপি কোনো কর্মকাণ্ড না করতে পারে। এ সুযোগটা দেয়া ঠিক হবে না। নেতাকর্মীদের চাঙ্গা রাখতে হলে সভা-সমাবেশ করতে হবে। যদি কোনোভাবে সরকার কর্মসূচি করতে না দেয়, কমপক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রক্ষা করতে হবে। প্রয়োজনে তারা এসব কর্মসূচি নিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলবেন।

বুধবার রাতে জোটের বৈঠকের পর দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। ওই বৈঠকে তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য হতে হবে। সরকার যদি সাড়া না দেয়, তাহলে আমরা সবার সঙ্গে কথা বলব। সবার মতামত নিয়ে আবার স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করা হবে। সেখানে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যুগান্তরকে বলেন, আমরা চলমান সন্ত্রাসের বিরুদ্ধে গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে চাই। তাই ভেবেচিন্তে সবার মতামত নিয়ে সামনের দিনগুলো চলতে চাই।

এদিকে গুলশান-শোলাকিয়া হামলার পর দলের জ্যেষ্ঠ নেতাদের ভূমিকায় খালেদা জিয়া বেশ ক্ষুব্ধ হয়েছেন বলে স্থায়ী কমিটির বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠকে এক নেতা বলেন, গুলশানের ঘটনার ১০ দিন পর ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হল, এ ঘটনার সঙ্গে খালেদা জিয়ার হাত রয়েছে।

এভাবে যদি বারবার তারা একটা মিথ্যা কথা বলতে থাকে তাহলে দেশী-বিদেশী সবাই তা বিশ্বাস করতে শুরু করবে। জবাবে খালেদা জিয়া জানতে চেয়েছেন, ‘আপনারা কেন এ বিষয়ে সরকারের সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন না। যতদূর দেখেছি, হান্নান শাহ ও গয়েশ্বর শুধু বক্তব্য রাখছেন। এখন থেকে সবাই একই সুরে কথা বলবেন।’ খালেদা জিয়ার এমন মন্তব্যের পর সেখানে উপস্থিত দুই নেতা বলেন, ‘ম্যাডাম আমরাও এই ইস্যুতে জোরালো বক্তব্য রাখছি।’

বিস্তারিত

munsiganj_un

মুন্সীগঞ্জে অা. লীগের দুই গ্রুপে বন্দুকযুদ্ধে নিহত ২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১২ জন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবলাকিতে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিবদমান মন্টু ও নাজমুল গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ধাওয়া পাল্টা-ধাওয়ার এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। বন্দুকযুদ্ধে হোসেন্দি ইউনিয়ন কাউন্সিলর গোলাপ সরকার ও তার ভাই আইয়ুব সরকার নিহত হন।

আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুলিবিদ্ধ৭ জনের অবস্থা গুরুতর।

ঘটনায় জড়ি সন্দেহে সবুজ ,ফারুক ও আলমগীর নামে তিনজনকে আটক করা হয়।

দু’পক্ষই সরকারি দল দলের নেতা ও কর্মী বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত

tofayel_un

বিএনপির জাতীয় ঐক্যের ডাক তামাশা: বাণিজ্যমন্ত্রী

জঙ্গিবাদ মোকাবিলায় জামায়াতকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিএনপি জাতির সঙ্গে তামাশা করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার সকালে রফতানি লক্ষ্যমাত্রা ঘোষণা উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
 
তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের খারাপ লাগে, যারা সন্ত্রাসী বা জঙ্গি তত্পরতার সঙ্গে লিপ্ত, যে দলের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী, মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে, যে দলকে একটা মানবতাবিরোধী সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই দলের সঙ্গে বিএনপি ঐক্য করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে। একটা সন্ত্রাসী দলকে সঙ্গে নিয়ে যারা জাতীয় ঐক্যের ডাক দেয়, মূলত তারা জাতির সঙ্গে তামাশা করেছে।’
 
 বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। একাত্তরের মুক্তিযুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে আমরা বিজয়ী হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ মর্যাদা লাভ করেছে।’

বিস্তারিত

bnp-dol

আলোচনায় যোগ দিতে ১৬ জুলাই লন্ডন যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

ব্রিটিশ হাউস অব লর্ডসে বাংলাদেশ প্রসঙ্গে এক আলোচনায় যোগ দিতে আগামী ১৬ জুলাই লন্ডন যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। ১৯ জুলাই এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আলোচনায় বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক প্রেক্ষাপট, জঙ্গিহামলাসহ চলমান পরিস্থিতি তুলে ধরে বিএনপির অবস্থান ব্যাখ্যা করা হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচ সদস্যবিশিষ্ট এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। 

প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা।

অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করে  বলেন, ‘হাউস অব লর্ডসের ওই আলোচনায় বাংলাদেশের মানবাধিকারসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করা হবে।’

বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে এ আলোচনায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলেরও যোগ দেয়ার কথা রয়েছে।

বিস্তারিত

greftar

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান তুহিনকে গ্রেপ্তার করেছে। 

বুধবার রাত সাড়ে ৯টার দিকে সেনবাগ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কামরুল হাসান তুহিন উপজেলার জামালপুর গ্রামের মোকার হোসেনের ছেলে।

সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক দলের নেতা তুহিন ওয়ারেন্টভুক্ত আসামি।

বিস্তারিত

20 dol_un

জাতীয় কনভেনশন করবে ২০ দল

উগ্রবাদ, জঙ্গি-সন্ত্রাস দমনে রাজধানীতে জাতীয় কনভেনশন করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এছাড়াও জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে রাজধানীতে কালো পতাকা মিছিল, মানববন্ধন ও সব বিভাগীয় শহরে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছে ২০ দলীয় জোট।
 
বুধবার দিবাগত রাত সোয়া ৮টায় শুরু হয়ে প্রায় ২ঘণ্টা ব্যাপী বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়েজোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে থাকা ২০ দলীয় জোটের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
 
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আগামীকাল দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ২০ দলীয় জোটের বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্ণেল (অব.) অলি আহমেদ, জামায়াতে ইসলামীর সূরা সদস্য মাওলানা আব্দুল হালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি প্রমুখ উপস্থিত ছিলেন।

বিস্তারিত

juta-minar

শহীদ মিনারের মূল স্তম্ভের বেদিতে জুতা পায়ে আওয়ামী নেতাকর্মীরা

এর আগেও বিষয়টি নিয়ে নানা সময় বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু আবারো একই ঘটনার পুনরাবৃত্তি। আবারো জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি অশ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনার এত লম্বা লম্বা বুলি যারা প্রয়োগ করেন তারাই কিনা এমন অবিবেচকের মতো কাজ করলেন। 

বুধবার (১৩ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনার অনুষ্ঠিত হয়েছে যুবলীগের জঙ্গিবাদবিরোধী সমাবেশ। সেখানে শহীদ মিনারের মূল স্তম্ভের বেদিতে জুতা পায়ে অবাধে বিচরণ করতে দেখা যায় যুবলীগসহ প্রায় সব আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের। 

৫২ সালের মহান ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী ভাষা সৈনিকদের স্মরণে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মানার্থে পাদদেশে খালি পায়ে ওঠার নিয়ম থাকলেও প্রায়শই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মসূচিতে বিষয়টি অগ্রাহ্য করা হচ্ছে। 

এবার সে নিয়ম উপেক্ষা করা হলো আরো নগ্নভাবে। আওয়ামী লীগের নেতা থেকে কর্মী কাউকে জুতা খুলে শহীদ মিনারে প্রবেশ করতে দেখা যায়নি।

তবে ব্যাপ্তি বেশিক্ষণ হওয়ায় সমাবেশ শেষ হওয়ার আগেই অনেক নেতাকর্মীকে সমাবেশস্থল ত্যাগ করে চলে যেতে দেখা যায়।

অবশ্য আজকের এই বিষয়টি নিয়ে ব্যক্তিগতভাবে অনেককেই আপত্তি ও নিন্দা প্রকাশ করতে শোনা গেছে। বিষয়টিও আপত্তিকরই বটে! তবে এ ব্যাপারে ক্ষমতাসীন দলের কোনো নেতার কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে বিএনপি নেতাকর্মীদের জুতা পায়ে প্রবেশ করতে দেখা যায়। যদিও পরে দলের পক্ষ থেকে উল্টো বলা হয়েছিল, এ ধরনের অভিযোগ মিথ্যা, বানোয়াট ও অসত্য। কারণ, শহীদ মিনার পরিচালনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সরকারের অঙ্গ সংগঠনগুলোও সেখানে তৎপর। সুতরাং তারাই এটি করতে পারে।

বিস্তারিত

bnp-khaleda

স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন খালেদা জিয়া

রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার রাত সাড়ে ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে রাত ৮টায় একইস্থানে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন জোটনেত্রী খালেদা জিয়া। উভয় বৈঠকে বেগম জিয়া সভাপতিত্ব করবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান মঙ্গলবার রাতে  এ তথ্য জানিয়েছেন।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিসান বেকারি এবং পরবর্তীতে ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের পাশে টহলরত পুলিশের ওপর দুষ্কৃতিকারীদের হামলার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে ২০ দলীয় জোট ও বিএনপির নীতি-নির্ধারকদের সঙ্গে এ বৈঠক করতে যাচ্ছেন খালেদা জিয়া।

বিস্তারিত

zia-motobinimoy

বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন খালেদা জিয়া

সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে জাতীয় ঐক্যের আহ্বানকে কার্যকর করতে বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় গুলশানে তার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবীর খান এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘দেশের বর্তমান সঙ্কট মোকাবিলায় ঐক্যের কোনো বিকল্প নেই। তাই বিএনপি চেয়ারপারসন জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। আর এ আহ্বানকে কার্যকর করতে আগামীকাল রাতে দেশের বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্টজনদের সঙ্গে আলোচনায় বসবেন চেয়ারপারসন।’ 

শইারুল কবীর আরো জানান, এর আগে আজ বুধবার রাতেও দুটি বৈঠক হবে। প্রথমে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে এবং পরে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।

আজ রাতের এ বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জঙ্গিবাদ মোকাবিলা এবং জাতীয় ঐক্য সৃষ্টির ক্ষেত্রে বিএনপির করণীয় কী হবে, সে বিষয়ে আলোচনা হতে পারে বলে জানান বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার এ কর্মকর্তা।

বিস্তারিত

Next
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
  • 61
  • 62
  • 63
  • 64
  • 65
  • 66
  • 67
  • 68
  • 69
  • 70
  • 71
  • 72
  • 73
  • 74
  • 75
  • 76
  • 77
  • 78
  • 79
  • 80
  • 81
  • 82
  • 83
  • 84
  • 85
  • 86
  • 87
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালো ইউওবি

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের দুলাল অপরাজিত চ্যাম্পিয়ন 

মাতৃভাষা দিবস উপলক্ষে সন্ধানী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত

বিশ্ব ইজতেমা উপলক্ষে বি সি আই কলেজ বন্ধু সভার ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্র

উত্তরের ঢাকাকে ‘ডিজিটাল’ ঘোষণা করে আতিকের ইশতেহার

৫১ নং ওয়ার্ডে তরুণ প্রার্থী জুয়েলের প্রচারণায় ব্যাপক সাড়া

টিফিন ক্যারিয়ারে প্রার্থী আবুল হোসেনের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

চন্ডালভোগে কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিনের পথসভা

উদযাপিত হলো শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে ২০১৯

উত্তরা প্রেস ক্লাবের নতুন কমিটির পক্ষ থেকে হাবিব হাসানকে ফুলের শুভেচ্ছা

৫১ নং ওয়ার্ডের বিভিন্নস্থানে ঠেলাগাড়ি প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে

৫৩ নং ওয়ার্ডকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলবো

আাগামী মাসের ১৫, ১৬ ও ১৭ তারিখ তুরাগ তীরে বিশ্ব ইজতেমা

নেত্রকোণায় চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন

বিশ্ব ইজতেমার ম্যাপ ও জেলা দায়িত্বশীলদের তালিকা প্রকাশ

এগিয়ে চলছে উত্তরা লেকের কার্যক্রম, দক্ষিণের ৮০ ভাগ কাজ সম্পন্ন

টঙ্গীতে গাছ কেটে সরকারী জায়গা দখলের অভিযাগ

নদী দখলকারীরা নির্বাচন করার ও ঋণ পাওয়ার অযোগ্য: হাইকোর্ট

উত্তরায় প্রয়াত চিকিৎসক লিটু’র রুহের মাগফিরাত কামনায় দোয়া

উত্তরায় শুরু হয়েছে আমিন মোহাম্মদের আবাসন মেলা ২০১৯

  • প্রচ্ছদ
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উত্তরা নিউজ
২০১৩-২০১৬

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ তারেকউজ্জামান খান
বাড়িঃ ১২৫(৩য় তলা), রানাভোলা এভিনিউ রোড, সেক্টরঃ ১০,
উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
মোবাঃ ০১৭১২২৬৩৮৯৬
ই-মেইলঃ info@uttaranews24.com, uttaranewsbd24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি