কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদগাহে টহলরত পুলিশ ও নিরীহ মানুষের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস।
দলটির নেতারা বলছেন, ‘মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতিকালে টহলরত পুলিশ ও নিরীহ মানুষের উপর যারা হামলা চালিয়েছে সেইসব হামলাকারীরা ইসলাম, মুসলমান ও দেশ-জাতির শত্রু। তাদের বিরুদ্ধে সকল পেশা ও মতের লোক এবং আলেম-উলামাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।’
বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব কথা বলা হয়।
নেতাদ্বয় বলেন, ‘সকল রাজনৈতিক দলগুলোকে মতভেদ ও দোষাদোষীর রাজনীতি পরিহার করে দেশ ও ইসলামের স্বার্থে ভূমিকা রাখতে এগিয়ে আসা উচিৎ।’
এ বিষয়ে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ ও আন্দোলন গড়ে তুলতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।