English
  • Twitter
  • Facebook
  • RSS
  • Google+
  • Vimeo
  • Tumblr
  • Pinterest

logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • আইন ও আদালত
  • শিক্ষাঙ্গন
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
    • প্রবাস
    • উত্তরার খবর
    • রাজধানী
    • সারাবাংলা
    • বিচিত্র খবর
    • ফিচার-সাহিত্য
    • স্বাস্থ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • ছবিঘর
    • ভিডিও
  • উত্তরা
প্রচ্ছদ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • আইন ও আদালত
  • শিক্ষাঙ্গন
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
    • প্রবাস
    • উত্তরার খবর
    • রাজধানী
    • সারাবাংলা
    • বিচিত্র খবর
    • ফিচার-সাহিত্য
    • স্বাস্থ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • ছবিঘর
    • ভিডিও
  • উত্তরা

ব্রেকিং নিউজ

uttaranews24 রংপুরে বোরো চাষে সেচ খরচ বৃদ্ধি    uttaranews24 মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার    uttaranews24 মালদ্বীপের প্রধান বিচারপতি গ্রেপ্তার    uttaranews24 জোড়া সেঞ্চুরিতে ক্যারিয়ারের সেরা অবস্থানে মুমিনুল    uttaranews24 রাতজুড়ে মালদ্বীপে ঘটে যাওয়া ঘটনা    uttaranews24 রাতজুড়ে মালদ্বীপে ঘটে যাওয়া ঘটনা    uttaranews24 কাঁঠালবাড়ী-শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ   
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক
RoZer-Eilas

ফক্স নিউজ প্রধান চ্যানেল থেকে বহিস্কার অভিযোগ যৌন হয়রানির

ফক্স নিউজের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা রজার এইলেসকে চ্যানেলটি থেকে সরিয়ে দিতে আলোচনা চলছে বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সাবেক সংবাদপাঠিকা গ্রেচেন কার্লসন এইলেসের বিরুদ্ধে যৌন হয়রানি ও ভুলভাবে চাকরিচ্যুতির জন্য মামলা করার দুই সপ্তাহের কম সময়ের মধ্যে এই খবরটি আসলো।

মামলায় কার্লসনের অভিযোগ, এইলেসের যৌনতার আহ্বানকে প্রত্যাখ্যান করার পর তাকে বরখাস্ত করা হয়। তবে এইলেস দৃঢ়ভাবে অভিযোগটি অস্বীকার করে বলেছেন, কার্লসনের চুক্তি নবায়ন না করায় এই মামলাটি করা হয়েছে।

এদিকে মেগান কেলি নামে আরেকজন সংবাদপাঠিকাকেও এইলেস যৌন হয়রানি করেন বলে মার্কিন সংবাদমাধ্যমগুলোতে খবর বের হয়েছে।

বিবিসি

বিস্তারিত

amin-fb

না জেনে আপনিও হয়তো প্রচার করছেন ‘জঙ্গি তথ্য’!

‘আমিন না লিখে যাবেন না’, ‘ছুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত!’ এমন লেখার সঙ্গে আল্লাহ কিংবা নবী (সা.) নাম কিংবা কালেমা খচিত ছবি হয়তো সোশ্যাল মিডিয়াগুলোতে দেখে থাকবেন। তুলনামূলক এই ছবিগুলোতে ‘লাইক, শেয়ার ও কমেন্টের’ সংখ্যাও বেশি। ছবির নিচে লেখা থাকে ‘আমিন না লিখে যাবেন না’। আবার কোনো কোনো পোস্টে পাশাপাশি কয়েকটি ধর্মীয় গ্রন্থ রেখে বলা হয়, আপনি কোনটি সাপোর্ট করেন, মুসলমান হলে কমেন্ট করেন প্রভৃতি।

বিষয়টি সাধারণভাবে দেখলেও খুব কি সাধারণ? ধর্মীয় অনুভূতি মাখিয়ে পোস্ট করা এসব ছবির আড়ালে থাকতে পারে ‘মারাত্মক অপরাধ’। এসব ছবিতে যেমন প্রচার করা হচ্ছে ধর্মীয় ভ্রান্ত ধারণা। তেমনি সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়াচ্ছে সাম্প্রদায়িকতার বীজ।

আবার কোনো কোনো পোস্টে লেখা থাকে মাছের গায়ে আল্লাহ লেখা, গাছ সিজদা করছে ইত্যাদি ইত্যাদি। পোস্টের নিচে এও লেখা থাকে শেয়ার করলে নাকি মনোবাসনা পূর্ণ হবে! আর যদি শেয়ার না করা হয়, আমিন না লেখা হয় তাহলে তার ব্যবসায় ক্ষতি হবে, ছেলে মেয়ে মারা যাবে এসব নানা কথাবার্তা! অনেকে অমঙ্গল থেকে রক্ষা পেতে আমিন লিখে, লাইক শেয়ারও করে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব ছবির মাধ্যমে বিভিন্ন গোপন বার্তাও সরবরাহ করছে জঙ্গিরা। সিসিএ ফাউন্ডেশনের সাইবার সিকিউরিটি এক্সপার্ট মেহেদী হাসান বলেন, ‘এসব ছবিতে একটি বিশেষ সফটওয়ার ব্যবহার করে অপরাধীরা লিখে দিচ্ছে তাদের অপরাধ সংক্রান্ত বার্তা। যে লেখা শুধু ওই সফটওয়ার ব্যবহারকারীরাই পড়তে পারবে। অন্য কেউ বুঝতেই পারবেন না।’

তিনি আরো বলেন, ‘জঙ্গিরা মোবাইলে, ফেসবুক মেসেঞ্জারে বা অন্যান্য মাধ্যমে যোগাযোগ করলে গোয়েন্দাদের নজরদারিতে পড়তে পারে। নজরদারি এড়াতিই এই বিশেষ প্রক্রিয়ার আশ্রয় নেয়া হচ্ছে। ছবিতে লাইক শেয়ারের মাধ্যমে তাদের সকল গ্রুপের কাছে এক সময় পৌঁছে যায় বার্তাটি। এতে কেউ সন্দেহের তালিকাতে পড়েন না।’

এসব ছবি প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে ধর্মীয় অনুভূতি। কিন্তু ধর্মীয়ভাবেও এগুলোর কোনো ভিত্তি নেই। না জেনেই অনেকেই প্রচার করছেন ‘জঙ্গি তথ্য’। ধর্মীয় দৃষ্টিকোন থেকে এ ধরনের পোস্ট আসলে কিভাবে দেখা যায়, জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ  বলেন, ‘ফেসবুকে যেসব অলৌকিক বিষয়ে পোস্ট থাকে এগুলোর কোনো ভিত্তি নেই। অনেক সময় দেখা যায় মক্কা শরীফের খাদেম স্বপ্নে এটা দেখেছেন, ওটা দেখেছেন -এগুলো ফাজলামো ছাড়া কিছু না। কেউ যদি স্বপ্নে কিছু দেখে থাকে তাহলে বিষয়টি কাউকে না বলে নিজের ভেতরেই রাখতেন।’

এসব প্রচারের মাধ্যমে বরং ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে বলে মনে করেন আবদুল্লাহ। তিনি বলেন, ‘সকলের উচিৎ মানুষকে বিভ্রান্ত করার মতো এই তথ্যগুলো এড়িয়ে চলা। ইসলামেও মন্দকে প্রতিহতের কথা বলা হয়েছে। ইদানিং বিভিন্ন ভূঁইফোড় অনলাইন সংবাদ মাধ্যম এসেছে। সেগুলোর খবরের বিশ্বাস যোগ্যতাও নিরূপণ করা উচিৎ। কেননা গুজব আর খবর এক নয়।’

এসব থেকে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, অপরিচিত লোকের কোনো ছবি বা পোস্টে লাইক, কমেন্টস, শেয়ার দেয়ার সময় সতর্ক হতে হবে। তাছাড়া অপরিচিত কারো ফেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করার আগেও ভাবতে হবে। কেননা, অপরাধীরা ছদ্দবেশে আইডি পাসওয়ার্ড হ্যাক করে ব্লাকমেইল করতে পারেন। যারা এ ধরনের পোস্ট দিবেন বা কাউকে সন্দেহজনক মনে হলে তাদের ব্যপারে পুলিশকে তথ্য দেয়া প্রয়োজন। 

বিস্তারিত

sontan-opohoron

স্ত্রীর উপর প্রতিশোধ নেয়ার জন্য পাঁচ সন্তানকে অপহরণ করলেন বাবা

বাবা হয়ে সন্তানকে অপহরণ করার ঘটনা পৃথিবীতে বিরল। অবাক হলেও এমনটাই ঘটেছে সৌদি আরবের রিয়াদে। বাবা হয়ে পাঁচ সন্তানকে অপহরণ করে তুরষ্কের একটি শরণার্থী শিবিরে ফেলে রেখে আসে। স্ত্রীর সঙ্গে তালাক হওয়ার পর কোর্ট সন্তানদের দেখাশোনার দায়িত্ব মায়ের হাতে তুলে দেয়। আর এতে স্ত্রীর উপর প্রতিশোধ নেয়ার জন্য এমন কাজ করেন পাষাণ্ড এই বাবা।

স্ত্রীর ভাষ্যমতে, ‘আমাদের ছাড়াছাড়ি হওয়ার পর কোর্ট সন্তানদের দায়িত্ব আমাকে দেয়। এরপর সে একদিন আমাদের বাড়িতে আসে। আমাকে এবং আমার মাকে রাজি করায় এই বলে যে, সে বাচ্চাদের ঘুরতে নিয়ে যেতে চায়। আমরা বিশ্বাস করে তার হাতে বাচ্চাদের তুলে দেই। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যায় আমার সন্তানরা ফিরে আসে না। এরপর আমি জানতে পারি সে আমার সন্তানদের অপহরণ করেছে। এরপর তাকে প্রশ্ন করা হলে বাচ্চারা এখন কোথায় আছে সে জানায়, তাদেরকে তার দাদির কাছে সিরিয়াতে রেখে এসেছি।’

এই খবর পাওয়ার পর তিনি তুরষ্কের সৌদি দূতাবাসে ফোন করে এবং জানতে পারে সেখানে তার সন্তানরা বিপদে আছে। তাদেরকে সিরিয়ার কাছিাকাছি তুরষ্কের একটি শরণার্থী শিবিরে রেখে আসা হয়েছে। তিনি আরো বলেন, ‘আমি আমার সন্তানদের ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্রমন্ত্রনালয়ের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে সাহায্য করবে বলে আশ্বস্ত করেছেন।’

উল্লেখ্য যে, পাঁচ সন্তানের মধ্যে সবচেয়ে ছোট যে তার একটি কঠিন ব্যাধি রয়েছে এবং তার আর এক সন্তানের চোখের সমস্যা রয়েছে। তাদেরকে সবসময় মেডিকেল চেক আপের মধ্যে রাখতে হয়। আঙ্কারার সৌদি রাষ্ট্রদূত আদেল মিদ্রাদ বলেন, ‘যে পাঁচ শিশু শরণার্থী শিবিরে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আমরা কর্তৃপক্ষের কাছে সকল কাগজপত্র হস্তান্তর করেছি। আশা করছি খুব দ্রুত তাদেরকে দেশে ফিরিয়ে আনতে পারবো।’

বিস্তারিত

dhorson_un

ফেসবুকে নারীদের ধর্ষণ বর্ণনায় তোলপাড়

ইউক্রেনে যৌন নির্যাতনের শিকার নারীদের ফেসবুকে ধর্ষণের অভিজ্ঞতা বর্ণনা  নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকেই যেমন এসব নারীদের বাহবা দিচ্ছেন; আবার অনেকে কড়া সমালোচনা করছেন।

তারা তুলে ধরেছেন জীবনের কোনো না কোনো সময় যৌন নির্যাতন বা ধর্ষণের শিকারের ঘটনা। অথচ ঘটনা যখন ঘটেছে, তখন ভয়ে মুখ খোলেননি এসব নারী।

পথটা দেখিয়েছেন নারীকর্মী আনাসতাসিয়া মেলনিচেংকো। তার দেখানো পথে অন্তত ২০০ নারী ফেসবুকে নিজের ধর্ষণ নিয়ে সোচ্চার হয়েছেন।
 
বার্তাসংস্থা এএফপির খবরে জানানো হয়, সামাজিক বাধা বা ট্যাবু ভেঙে ইউক্রেন ও প্রতিবেশী রাশিয়ার দুই শতাধিক নারী ফেসবুকে নিজেদের ওপর চলা যৌন নির্যাতনের কথা লিখেছেন।
 
তাদের এই উদ্যোগ ছোট হলেও প্রতিক্রিয়া বড়। ইউক্রেনের একজন আইনপ্রণেতা জানান, ফেসবুকে নারীদের এসব পোস্ট পড়ে আইনজীবীরা তাদের ওপর চলা যৌন সহিংসতা বিষয়ের আইন নিয়ে নতুন করে ভাবছেন। সহকারী আইনজীবীরা এ ব্যাপারে স্বাক্ষর সংগ্রহ করছেন।
 
রাশিয়ার শিল্প সমালোচক আশিয়া বাজদিরিয়েভা লেখেন, স্কুলে পড়ার সময় এক যুবক তাকে অনুসরণ করত। সুযোগ বুঝে একদিন তার ওপর সে যৌন নির্যাতন চালায়।
 
চার সন্তানের মা ভালেরিয়া বেজলেপকিনা এক পোস্টে লেখেন, ওই সময় তার বয়স ছিল ১৯ বছর। প্রায় ছয় ফুট লম্বা ওই যুবক তার এক বন্ধুর বন্ধু। একদিন ফাঁকা রাস্তায় পল তাকে ধর্ষণ করে। সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে ভালেরিয়া সেদিন কিছু বলেননি।
 
রেস্তোরাঁ সমালোচক অরোরা অগোরোদনিক ফেসবুকে লেখেন, তিনি দরিদ্র পরিবারে বড় হয়েছেন। সেখানে যখন-তখন তার ওপর চলত যৌন নির্যাতন।
 
মেলনিচেংকো এভাবে যৌন সহিংসতা, বিশেষ করে ধর্ষণের ব্যাপারে নারীদের নীরবতার দেয়াল ভেঙে দেন।
 
তিনি এএফপিকে বলেন, 'আমাদের সমাজে যৌন নির্যাতনের জন্য নারীকেই দোষ দেয়া হয়। তাই নারীরা আত্মীয়-স্বজন বা পুলিশকে জানাতে চান না।'
 
ইউক্রেনে সাড়ে চার কোটি লোকের বাস। গত বছর দেশটিতে ধর্ষণ বা ধর্ষণচেষ্টার ঘটনায় ৩২০টি মামলা হয়েছে।
 
দেশটির লা স্ত্রাদা এলাকার আন্তর্জাতিক নারী অধিকার সংস্থার আইনজীবী আনা সায়েংকো বলেন, যৌন সহিংসতার বিষয়টি নিয়ে কখনও খুব বেশি ভাবা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে নারীরা সঙ্গে সঙ্গে কোনো থানায় ফরেনসিক পরীক্ষার জন্য যান না।
 
এ ব্যাপারে সচেতন হতে নারীদের প্রতি আহ্বান জানিয়ে সায়েংকো বলেন, যৌন নির্যাতনের সঙ্গে সঙ্গেই নারীকে পুলিশের কাছে যেতে হবে।
 
ফেসবুকে নারীদের দেয়া স্ট্যাটাসে কয়েকজন পুরুষও মন্তব্য করেন। তারা এর সমালোচনা করে বলেছেন, এভাবে নারীরা নিজেদের জনসমক্ষে বিবস্ত্র করছেন।
 
তবে মনস্তাত্ত্বিক আলেভতিনা শেভচেংকো বলেন, নির্যাতনকারীরা সব সময় চায় নির্যাতিতরা মুখ না খুলুক। আর যৌন নির্যাতনের ঘটনা নারীরা গোপন করে যাওয়ায় আখেরে তাদেরই লাভ হয়।
 
সামাজিক বাধা ভেঙে ফেসবুকে এগিয়ে আসা সাহসী নারীদের ধন্যবাদ জানিয়েছেন মেলনিচেংকো।
 
তিনি বলেন, অন্য নারীরাও যেন এগিয়ে আসেন। কেউ যেন নিজেকে একা না ভাবেন।

বিস্তারিত

Army-Death

মালিতে বন্দুকধারীদের হামলায় ১৭ সেনা নিহত

মালির একটি সেনা ঘাঁটিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৭ সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

 

কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার বিবিসি এই তথ্য জানিয়েছে। 

বিস্তারিত

Employer Dismissed

শিক্ষাখাতের ১৫ হাজার কর্মকর্তা বরখাস্ত

ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর বিভিন্ন বিভাগে সরকারি কর্মচারীদের বরখাস্ত করা হচ্ছিল। এবার বরখাস্ত করা হল দেশটির শিক্ষা খাতের ১৫ হাজারেরও বেশি কর্মকর্তাকে। ফেতুল্লাহ গুলানের অনুসারী অভিযোগে তাদের বরখাস্ত করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

দেশটির উচ্চশিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয়ের দেড় হাজারেরও বেশি ডিনকে পদত্যাগের আদেশও দিয়েছে। বাতিল করা হয়েছে ২৪টি টিভি ও রেডিও চ্যানেলের লাইসেন্স।

অভ্যুত্থান ঠেকিয়ে দেয়ার পর থেকেই তুরস্কে চলছে গণগ্রেফতার। দেশটির সেনাবাহিনীর ঊর্ধ্বতন বেশকিছু কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। দেশটির পুলিশের প্রায় ৯ হাজার কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে প্রায় তিন হাজার বিচারককে।

এর আগে ৮৭৭৭ জন সরকারি কর্মচারীকে বরখাস্ত করা হয়েছিল। এবারে যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলানের অনুসারী অভিযোগে বরখাস্ত করা হয়েছে শিক্ষা খাতের ১৫ হাজার দুইশ কর্মকর্তাকে। আর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১,৫০০ ডিনকেও পদত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির উচ্চশিক্ষা বোর্ড।

এদিকে তুরস্কের গণমাধ্যম নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির ২৪টি টেলিভিশন ও রেডিও চ্যানেলের লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। সংস্থাটি বলেছে, এসব টিভি ও রেডিও চ্যানেলগুলোর সঙ্গে গুলেনের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে।

তুরস্ক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ফেতুল্লাহ গুলানই তুরস্কের অভ্যুত্থানের মূল হোতা হিসেবে কাজ করেছেন। গুলান নিজে এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, গুলানের অনুসারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিবিসি

বিস্তারিত

siriya_un

আইএসের স্কুলে শাস্তির যেসব বিধান

সিরিয়ার বিভিন্ন জায়গা থেকে তথাকথিত ইসলামিক স্টেটের জঙ্গিরা যতোই পিছু হটছে ততোই তাদের শাসন ব্যবস্থার নমুনা বেরিয়ে আসছে।

দেশটির উত্তরাঞ্চল থেকে জঙ্গিরা পালিয়ে যাওয়ার পর সেখানকার একটি পরিত্যক্ত স্কুলের ভেতরে ঘুরে দেখতে সক্ষম হয়েছেন বিবিসির একজন সংবাদদাতা জিয়ার গল।

কুর্দি যোদ্ধাদের সাথে তিনি ওই স্কুলের ভেতরে ঘুরে দেখেছেন।

তাদের আক্রমণে মানবজ প্রদেশ থেকে আই এস জঙ্গিরা সেখান থেকে পালিয়ে গেছে।

কিছুদিন আগেও এই স্কুলটি চালাতো ইসলামিক স্টেট।

স্কুলের ভেতরে ঢুকে তিনি প্রথমে যে ক্লাসে গেলেন সেটি ছিলো শিল্পকলা বা আর্টস এন্ড ক্রাফটসের।

সেখানে তিনি দেখতে পান মেঝেতে পড়ে আছে কাগজ দিয়ে তৈরি কিছু মানব দেহ।

এগুলোর আকারও মানুষের সমান।

ধারণা করা হচ্ছে, এর উদ্দেশ্য আইএসের ওপর বিমান হামলার সময় চালকদের বিভ্রান্ত করা। যাতে এসবের ওপর বোমা ফেলা হয়।

স্কুলের রান্নাঘরের দরজায় রুশ ভাষা লেখা- কিচেন।

ফরাসী ও ইংরেজিতে লেখা কিছু নাম

তিনি বলছেন, এই স্কুলে রুশ ভাষায় তিনি আরো অনেক লেখা দেখেছেন যা থেকে ধারণা করা যেতে পারে যে জঙ্গিদের অনেকে হয়তো চেচেন।

ফরাসী ভাষাতেও কিছু নাম লেখা। আছে ইংরেজিতে লেখা নামও। হয়তো তারা ইংরেজি ও ফরাসী ভাষী দেশ থেকে সিরিয়ায় গিয়ে ইসলামিক স্টেটে যোগ দিয়েছে।

এক জায়গায় আরবিতে স্প্যানিশ ফুটবল ক্লাব রেয়াল মাদ্রিদের নাম লেখা।

আরেকটি শ্রেণী কক্ষে দেখা গেছে সেখানে পদার্থবিদ্যা পড়ানো হতো।

শাদা বোর্ডে লেখা ছিলো গণিতের কিছু সূত্র ও সমীকরণ।

স্কুলে ফেলে যাওয়া যেসব বই পাওয়া গেছে সেগুলোর বেশিরভাগই আরবিতে লেখা, কোরান সংক্রান্ত ধর্মীয় বই।

পাওয়া গেছে সামরিক শিক্ষার পুস্তকও। বোমা হামলার সময় কোথায় কিভাবে আশ্রয় নিতে হবে তার বর্ণনা রয়েছে সেখানে।

একটি বড় আকারের পোস্টার পাওয়া গেছে স্কুলে যেখানে কি ধরনের অপরাধের জন্যে কি শাস্তি তার বিধান লেখা রয়েছে।

বলা হয়েছে, কেউ যদি সমকামী হয় তাহলে তাকে ভবনের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে।

চুরি করলে হাত কেটে ফেলা হবে। অ্যালকোহল পান করলে শাস্তি।

আর যদি কেউ ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে তার শাস্তি এবং – গলা কেটে তার মৃতদেহ প্রকাশ্যে ঝুলিয়ে রাখা।

বিস্তারিত

turkey_un

মৃত্যুদণ্ড ফিরিয়ে আনলে তুরস্ক কি ইইউতে যোগ দিতে পারবে?

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যখন দেশটিতে অভ্যুত্থান চেষ্টার পর আবারো মৃত্যুদণ্ড ফিরিয়ে আনার কথা বলছেন, তখন ইউরোপের নেতারা বলছেন মৃত্যুদণ্ড ফিরিয়ে আনলে তুরস্কের ইইউতে যোগ দেয়ার উচ্চাকাঙ্ক্ষা সেখানেই শেষ হয়ে যাবে।

তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর দেশটির প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান তার প্রতিপক্ষের প্রতি কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে যে কথা উঠছে তাকে কুৎসা বলে উল্লেখ করেছেন মি. এরদোয়ান।

সিএনএন কে দেয়া এক সাক্ষাতকারে তিনি দেশটিতে মৃত্যুদণ্ড পুনরায় চালু করার ব্যাপারে তার ইচ্ছা প্রকাশ করেন।

এদিকে ইউরোপের নেতারা সর্তক করে বলেছেন তুরস্ক যদি মৃত্যুদণ্ড ফিরিয়ে আনে তাহলে ইইউ-তে যোগ দেয়ার আশা তাদের জন্য শেষ হয়ে যাবে।

মার্কিন টেলিভিশন সিএনএন কে দেয়া সাক্ষাতকারে মৃত্যুদণ্ড প্রসঙ্গে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন “মানুষজন বলে কেন তাদেরকে আমি বছরের পর বছর জেলখানায় রেখে খাওয়াবে”?

তিনি বলেন “মানুষ এই অবস্থার দ্রুত অবসান চায় কারণ তারা আত্মীয়, পরিবার এবং শিশুদের হারিয়েছে। মানুষ খুব সংবেদনশীল হয়ে আছে তাই আমাদেরকেও বাস্তবসম্মত ও সংবেদনশীল আচরণ করতে হবে”।

বিবিসি
প্রেসিডেন্টের ডাকে রাস্তায় তার সমর্থকরা নেমে আসে

এসব কারণেই তুরস্কের পশ্চিমা মিত্ররা উদ্বেগ প্রকাশ করে বলেছেন প্রেসিডেন্ট এরদোয়ানের এই ঘটনায় পর পরিমিত প্রতিক্রিয়া দেখানো উচিত। জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল সহ ইউরোপের নেতারা বলছেন যদি

তুরস্ক আবার মৃত্যুদণ্ড চালু করে তাহলে ইউরোপিয় ইউনিয়নে যোগ দেয়ার তাদের যে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে সেটা ওখানেই শেষ হয়ে যাবে।

এদিকে এই ক্যু প্রচেষ্টার পিছনে ফেতুল্লাহ গুলেনের মদদ আছে কি নেই সে প্রসঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র যদি প্রমাণ চাইতে থাকে তাহলে তাদের সাথে তুরস্কের সম্পর্ক পূর্নমূল্যায়ন করতে হবে।

তিনি বলছিলেন "এই গুপ্তঘাতকরা একটি নির্বাচিত সরকারকে সরাতে চেয়েছিল"।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে এসময় ইঙ্গিত করে বলেন "যদি আমাদের বন্ধুর এ ব্যাপারে প্রমাণের দরকার হয় তাহলে আমাদের বন্ধুর সাথে সম্পর্কের বিষয়টি আমাদের আবারো ভাবতে হবে"।

এদিকে মি. এরদোয়ান সিএনএন এর সাক্ষাতকারে এসব মন্তব্য এমন এক সময়ে করলেন যখন তার বিরুদ্ধে প্রতিপক্ষদের দমনে অভিযোগ উঠছে।

কারণ অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রায় ৯ হাজার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে, ছয় হাজার সেনা সদস্যকে আটক করেছে এবং ৩ হাজারের মত বিচারককে চাকরীচ্যুত করা হয়েছে।

বিস্তারিত

Syria-IS

সিরিয়ায় মার্কিন জোটের হামলাঃ ৫৬ বেসামরিক ব্যক্তি নিহত

সিরিয়ায় মার্কিন জোটের হামলায় ৫৬ বেসামরিক ব্যক্তি নিহত

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা সিরিয়ার বিভিন্ন এলাকায় সোমবার মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ৫৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ শিশু রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, সোমবার সিরীয় শহর মানবিজে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় পার্শ্ববর্তী হাজাওনেহ এলাকায় ১৫ বেসামরিক ব্যক্তি নিহত হন। এছাড়া শহরটির কাছে তোখার গ্রামে দুই ভাই এবং এক বাবা ও তার দুই শিশু সন্তানসহ মোট ছয়জন নিহত হন। গত মাসে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি যোদ্ধারা আইএসের হাত থেকে মানবিজ উদ্ধারের চেষ্টা চালায়।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এসব হতাহত সর্ম্পকে তাত্ক্ষণিকভাবে জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। চলতি বছরের জুনের শুরু থেকে জোট বাহিনীর হামলায় বেসামরিক ব্যক্তিদের নিহতের সংখ্যা ১০৪-এ পৌঁছেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতদের মধ্যে ২৯ শিশু ও ১৬ নারী রয়েছে।

উল্লেখ্য, ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে ২০১৪ সালে ‘খিলাফত’ ঘোষণা করে আইএস। ওই বছরই মানবিজি শহরটি দখল করে নেয় আইএস জঙ্গিরা।

বিস্তারিত

Bihar-BSF

বিহারে তুমুল সংঘর্ষে জওয়ানসহ নিহত ১৩

ভারতের বিহারে মাওবাদীদের পেতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে আধা সামরিক বাহিনী সিআরপিএফের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কোবরা ব্যাটেলিয়ানের ১০ জওয়ান নিহত এবং ৫ জন আহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ৩ মাওবাদীও নিহত হয়েছে।

আহত জওয়ানদের সোমবার গভীর রাতে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে দুই জনকে মগধ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং তিন জনকে রুবান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিহারের আওরঙ্গাবাদ জেলায় সোমবার রাতে মাওবাদীদের হামলায় ওই জওয়ানরা নিহত হয়। বিহার পুলিশের অতিরিক্ত মহাপরিচালক সুনীল কুমার বলেন, সোমবার রাতে মাওবাদীরা বিশেষ অভিযান চালানো সিআরপিএফের কোবরা ব্যাটেলিয়ানের জওয়ানদের টার্গেট করে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটালে ১০ জওয়ানের মৃত্যু হয়েছে।

একটি সূত্রে প্রকাশ, গয়া-আওরঙ্গাবাদ সীমান্তে ডুমুরিনালার কাছে এক জঙ্গলে মাওবাদীদের সঙ্গে জওয়ানদের তুমুল সংঘর্ষ বেঁধে গেলে ওই হতাহতের ঘটনা ঘটেছে।

১৬ জুলাই থেকে ওই এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে জওয়ানরা বিশেষ অভিযান শুরু করেছিল। সোমবার দুপুর থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে অনেক রাতে তা শেষ হয়। এ সময় প্রায় ৫০০ রাউন্ড গুলি চলে।

মাওবাদীরা সিআরপিএফ জওয়ানদের টার্গেট করে ২৭/২৮ টি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বিস্ফোরণ ঘটায়। এলাকায় আরো আইইডি থাকার আশঙ্কায় গভীর রাতে নিরাপত্তা বাহিনীর অভিযান বন্ধ করে দেয়া হয়।

পরিস্থিতি খতিয়ে দেখতে সিআরপিএফের মহাপরিচালক দুর্গা প্রসাদ অন্যান্য সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থলে যাবেন। দুর্গা প্রসাদ গোটা ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে টেলিফোনে জানিয়েছেন।

বিস্তারিত

Next
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
  • 61
  • 62
  • 63
  • 64
  • 65
  • 66
  • 67
  • 68
  • 69
  • 70
  • 71
  • 72
  • 73
  • 74
  • 75
  • 76
  • 77
  • 78
  • 79
  • 80
  • 81
  • 82
  • 83
  • 84
  • 85
  • 86
  • 87
  • 88
  • 89
  • 90
  • 91
  • 92
  • 93
  • 94
  • 95
  • 96
  • 97
  • 98
  • 99
  • 100
  • 101
  • 102
  • 103
  • 104
  • 105
  • 106
  • 107
  • 108
  • 109
  • 110
  • 111
  • 112
  • 113
  • 114
  • 115
  • 116
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

কোলোন ক্যান্সার প্রতিরোধে নিয়মিত খেতে হবে ৯টি খাবার

নিম্ন মধ্যবিত্তের স্বপ্নপূরণের বাধা দূর করার আহ্বান

নৈরাজ্য করলে কঠোর হাতে দমন : স্বরাষ্ট্রমন্ত্রী

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে সরকার

তাইওয়ানে ৬.৪ মাত্রার ভূমিকম্প

বিএনপির সাবেক এমপি হাসান উদ্দিন সরকারসহ আটক ৬

সংবাদ সম্মেলনে আসছেন খালেদা জিয়া

নাশকতা মোকাবিলায় আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি

প্রয়োজনে সাংবাদিকদের পক্ষে মামলা লড়বেন আইনমন্ত্রী

হাবিবুন নবী খান সোহেল আটক

  • প্রচ্ছদ
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উত্তরা নিউজ
২০১৩-২০১৬

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ তারেকউজ্জামান খান
বাড়িঃ ১২৫(৩য় তলা), রানাভোলা এভিনিউ রোড, সেক্টরঃ ১০,
উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
মোবাঃ ০১৭১২২৬৩৮৯৬
ই-মেইলঃ info@uttaranews24.com, uttaranewsbd24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি