English
  • Twitter
  • Facebook
  • RSS
  • Google+
  • Vimeo
  • Tumblr
  • Pinterest

logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • আইন ও আদালত
  • শিক্ষাঙ্গন
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
    • প্রবাস
    • উত্তরার খবর
    • রাজধানী
    • সারাবাংলা
    • বিচিত্র খবর
    • ফিচার-সাহিত্য
    • স্বাস্থ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • ছবিঘর
    • ভিডিও
  • উত্তরা
প্রচ্ছদ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • আইন ও আদালত
  • শিক্ষাঙ্গন
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
    • প্রবাস
    • উত্তরার খবর
    • রাজধানী
    • সারাবাংলা
    • বিচিত্র খবর
    • ফিচার-সাহিত্য
    • স্বাস্থ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • ছবিঘর
    • ভিডিও
  • উত্তরা

ব্রেকিং নিউজ

uttaranews24 রংপুরে বোরো চাষে সেচ খরচ বৃদ্ধি    uttaranews24 মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার    uttaranews24 মালদ্বীপের প্রধান বিচারপতি গ্রেপ্তার    uttaranews24 জোড়া সেঞ্চুরিতে ক্যারিয়ারের সেরা অবস্থানে মুমিনুল    uttaranews24 রাতজুড়ে মালদ্বীপে ঘটে যাওয়া ঘটনা    uttaranews24 রাতজুড়ে মালদ্বীপে ঘটে যাওয়া ঘটনা    uttaranews24 কাঁঠালবাড়ী-শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ   
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক
cina-setu

বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় চীনের উচ্চতম সেতু শিগগিরই চালু হচ্ছে

বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় সেতু নির্মাণে চীনের অনন্ত অনুসন্ধান প্রক্রিয়া অবশেষে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশটির একটি নদীর ১৮০০ ফুট ওপরে ঝুলন্ত বেইপানজিয়াং সেতুটির নির্মাণকাজ গত শনিবার শেষ হয়েছে। গুইঝু প্রাদেশিক পরিবহন দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। চিত্তাকর্ষক সেতুটির দুই প্রান্ত গত শনিবার যুক্ত করা হয়েছে। এটিই এখন চীনের সবচেয়ে উঁচু সেতু। দুটি পাহাড়ের মধ্যবর্তী সেতুটির দৈর্ঘ্য ২৩৬২ ফুট আর বেইপান নদীর ১৮৫৪ ফুট উঁচুতে সেতুটির অবস্থান। এর আগের সর্বোচ্চ রেকর্ডধারী সেতুটি হলো সি দু রিভার ব্রিজ। এটি হুবেই প্রদেশের একটি উপত্যকার ওপর নির্মিত হয়েছে। আর ভূমি থেকে ১৬২৭ ফুট উঁচুতে অবস্থিত। বেইপানজিয়াং সেতুটি চলতি বছরের শেষ দিকেই উম্মুক্ত করা হবে। আর এর ওপর দিয়ে শুধু মোটর গাড়িই চলবে। এই সেতুর ফলে এখন গুইঝু থেকে ইউনান প্রদেশে যেতে আগে যে সময় লাগতো তার মাত্র তিন ভাগের একভাগ সময় লাগবে।

এ ছাড়া সেতুটি ইস্পাতের তৈরি তারের ওপর ঝুলন্ত দ্বিতীয় দীর্ঘতম সেতুর মর্যাদাও পাবে। এবং বিশ্বের ১০ম উঁচু সেতু স্থাপনার খ্যাতিও পাবে।   বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রধান ২০টি সেতুর ১৭টির অবস্থানই চীনে। শুধু গুইঝু প্রদেশেই এ রকম ৭টি সেতুর অবস্থান রয়েছে। ওদিকে গত সপ্তাহে চীনের সবচেয়ে দীর্ঘ সেতু ঝেংজিয়াজি গ্র্যান্ড ক্যানিয়ন সেতুটি মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হয়। সেতুটি উম্মুক্ত করার মাত্র দুই সপ্তাহের মধ্যেই সেটি মেরামতের প্রয়োজনীয়তা দেখা দেয়। তবে কর্মকর্তারা সেতুটি বন্ধ করে দেওয়ার পেছনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়কেই অজুহাত হিসেবে দেখিয়েছেন। সূত্র : ফক্স নিউজ 

বিস্তারিত

nadiya

যৌনদাসী থেকে জাতিসংঘের শুভেচ্ছাদূত নাদিয়া !

২০১৪ সালে ইরাকের নাদিয়া মুরাদকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। তারপর একাধিকবার যৌন হেনস্থার শিকার হতে হয় তাকে। সেই নাদিয়াই এখন জাতিসংঘের শুভেচ্ছাদূত হয়ে কাজ করার সুযোগ পেলেন। মূলত যৌন হেনস্থার শিকার মহিলা এবং মানুষ পাচার সংক্রান্ত বিভাগ নিয়েই কাজ করবেন নাদিয়া। দীর্ঘ সময় ধরে আইএস জঙ্গিরা তাকে বাধ্য করে যৌনদাসী হয়ে থাকতে।

২০১৪ সালে যখন ইরাকের বাড়ি থেকে নাদিয়াকে অপহরণ করে জঙ্গিরা নিয়ে যায় সেই সময়ে তার চোখের সামনেই তার বাবা এবং ভাইকে খুন হতে দেখেন তিনি। তিন মাস পরে কোন রকমে সেই নরক থেকে জান নিয়ে পালাতে সক্ষম হন নাদিয়া। নাদিয়া যেহেতু ইয়াজাদি সম্প্রদায়ের, তাই অনেক বেশি অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল তাকে। শারীরিক নির্যাতনের পাশাপাশি একাধিকবার জঙ্গিদের হাতে গণধর্ষণের শিকার হন তিনি।

২০১৫ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সম্মেলনে প্রথমবার নাদিয়া তার বীভৎস অভিজ্ঞতার কথা সকলের সামনে তুলে ধরেন। তিনি তার ভাষণে বলেন, 'কিভাবে মহিলাদের উপরে অত্যাচার করত আইএস জঙ্গিরা তা ধারণাও করা যায় না। শারীরিকভাবে নির্যাতনের পরে যখন মহিলাদের ধর্ষণ করা হত তার আগে প্রার্থনা করতে বাধ্য করতো জঙ্গিরা। নাদিয়া তার ব্লগে লিখেন, 'এখন আমি যৌন হেনস্থার শিকার মহিলা এবং শিশুদের নিয়ে কাজ করব।

এই সব অত্যাচারের সম্মুখীন যারা হয়েছে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনাটাই আমার এখন একমাত্র লক্ষ্য। জাতিসংঘে কাজ করার সুবাদে এই লক্ষ্যে এগিয়ে যাওয়াটা আমার জন্য সহজ হবে।' 

বিস্তারিত

UK_Ambassedor

ইসলাম গ্রহণ করে হজ পালন করলেন ব্রিটিশ রাষ্ট্রদূত

ইসলাম গ্রহণের পর সৌদি আরবে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সিমন কলিস পবিত্র হজ পালন করেছেন। খবর দ্য টেলিগ্রাফের। যুক্তরাজ্যের কোনো রাষ্ট্রদূত হিসেবে তিনিই প্রথম হজ পালন করলেন। আর এজন্য মুসলিম বিশ্বের নেতারা তাকে অভিনন্দনের জোয়ারে ভাসাচ্ছেন। গত ৩০ বছর ধরে বিভিন্ন মুসলিম দেশে ব্রিটিশ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করছেন সিমন কলিস। ২০১১ সালে তিনি সিরীয় নারী হুদা মুজারকেচকে বিয়ে করার আগে ইসলাম গ্রহণ করেন। তবে এতোদিন তা খুব একটা জানাজানি হয়নি। তবে এ বছর ৬০ বছর বয়সী কলিস তার স্ত্রী হুদা মুজারকেচকে নিয়ে পবিত্র হজ পালন করায় বিষয়টি প্রকাশ্যে আসে।

টুইটারে প্রকাশিত একটি ছবিতে তাদের দু'জনকেই হাজীদের সাদা পোশাকে দেখা গেছে। সৌদি আরবের ফৌজিয়া আল বকর নামে এক নারী অধিকার কর্মী ও লেখিকা তার টুইটার একাউন্টে ছবিটি পোস্ট করেন। আরবিতে তিনি লেখেন, সৌদি আরবে নিয়োজিত ব্রিটিশ রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে ইসলাম গ্রহণের পর এই প্রথম হজ পালন করলেন। মক্কায় সিমন কলিসের সঙ্গে তার স্ত্রী হুদা। ফৌজিয়া আল বকরের টুইটের জবাবও দিয়েছেন কলিস। এক টুইটে ব্রিটিশ রাষ্ট্রদূত তার ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করে লেখেন, গত ৩০ বছর ধরে আমি মুসলিম সমাজে অবস্থানের পর ইসলাম ধর্ম গ্রহণ করি এবং হুদাকে বিয়ে করার আগেই তা করেছি।

২০১৫ সাল থেকে সৌদি আরবে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে কাজ করে আসছেন কলিস। ইরাক, সিরিয়া এবং কাতারেও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১২ সালে নিরাপত্তাজনিত কারণে কলিসকে সিরিয়া থেকে ফিরিয়ে নেয় যুক্তরাজ্য। কলিস দুবাই এবং বসরাতে ব্রিটিশ কনসাল জেনারেলের দায়িত্বও পালন করেছেন। এছাড়া তিনি নয়াদিল্লি, তিউনিসিয়া এবং আম্মানেও দায়িত্ব পালন করেছেন। ব্রিটিশ পররাষ্ট্র দফতর জানিয়েছে, কলিসের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত।

বিস্তারিত

Hillary- Trump

ট্রাম্প-হিলারি হাড্ডাহাড্ডি লড়াই

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনী দিনের মাত্র ৮ সপ্তাহেরও কম সময়ে এসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে দাঁড়িয়েছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন।


জনসমর্থনের দিক দিয়ে দু’জনেরই ব্যবধান অনেক কমে এসেছে। এমনটিই দেখা গেছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ এবং সিবিএস নিউজ পরিচালিত নতুন জনমত জরিপে।

হিলারির পক্ষে আছে ৪৬ শতাংশ জনসমর্থন। অন্যদিকে ট্রাম্পের জনসমর্থন হচ্ছে, ৪৪ শতাংশ।

হিলারি এবং ট্রাম্পের সমর্থকদের একটি বড় অংশই বলেছে তারা মনস্থির করে ফেলেছে। হিলারির ভোটারদের ৯৪ শতাংশ এবং ট্রাম্পের ভোটারদের ৯২ শতাংশই বলেছে, তারা তাদের প্রার্থীকেই সমর্থন দিয়ে যাবে।

বাদবাকী ভোটাররা কেবল একজনকে হটাতে অপরজনকে ভোট দেওয়ার চিন্তাভাবনা করার কথা জানিয়েছে।

অন্যদিকে, সামগ্রিকভাবে সম্ভাব্য ভোটারদের ৪৩ শতাংশ ৮ নভেম্বরের নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ট্রাম্পের সমর্থকদের ৫১ শতাংশই তাকে ভোট দিতে আগ্রহী বলে জানিয়েছে। আর হিলারিকে ভোট দেওার আগ্রহ প্রকাশ করেছে ৪৩ শতাংশ সমর্থক।

সম্প্রতি কয়েক সপ্তাহে দুই প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা আরও অনেক কঠিন হয়ে উঠেছে। গড়পড়তা জাতীয় জরিপের ফলে দেখা গেছে, হিলারির সঙ্গে ট্রাম্পের ব্যবধান অগাস্টের শুরুর সময়কার ৮ পয়েন্ট থেকে কমে আজকের দিনগুলোতে ২ পয়েন্টে নেমে এসেছে।

হিলারি সম্প্রতি নির্বাচনী প্রচারাভিযানে ট্রাম্পের সমর্থকদের নিয়ে কটাক্ষ করায় এবং নিজের নিউমোনিয়ায় ভোগার তথ্য গোপন করার কারণে সমালোচনার শিকার হয়েছেন।

নিউ ইয়র্ক টাইমস এবং সিবিএস নিউজ ৯ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত জরিপটি পরিচালনা করেছে। জরিপে যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তাদের বেশিরভাগই বিতর্কিত ওই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন।

ট্রাম্প অগাস্টের মাঝামাঝি সময়ে প্রচারশিবিরের নতুন প্রধান নিয়োগ দেওয়ায় এবং কথাবার্তা বলায় আরও সাবধানতার পরিচয় দেওয়ায় তার প্রতি জনসমর্থন ধীরে ধীরে বাড়ছে।

হিলারির জনপ্রিয়তা বেশি নারী এবং অ-শ্বেতাঙ্গ ও তরুণ ভোটারদের মধ্যে। অন্যদিকে, ট্রাম্প শ্বেতাঙ্গদের মধ্যে বেশি জনপ্রিয়। আর শ্বেতাঙ্গ নারীদের মধ্যে দুই প্রার্থীর সমর্থন অনেকটাই কাছাকাছি। হিলারির সমর্থন ৪৬ শতাংশ আর ট্রাম্পের সমর্থন ৪৫ শতাংশ।

তাছাড়া, কলেজ গ্র্যাজুয়েটদের মধ্যে সমর্থনের দিক থেকে শক্তিশালী অবস্থানে আছেন হিলারি। বিশেষ করে শ্বেতাঙ্গদের মধ্যে। কলেজ ডিগ্রি পাওয়া সম্ভাব্য শ্বেতাঙ্গ ভোটারদের সমর্থনের দিক দিয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছেন হিলারি।

বিস্তারিত

Indian Visa

সিনিয়র সিটিজেনদের সাক্ষাৎ ও ই-টোকেন লাগবে না

ভারতীয় হাইকমিশন ৬৫ বছর বা এর বেশি বয়সের বাংলাদেশি জ্যেষ্ঠ নাগরিকদের (সিনিয়র সিটিজেন) ভিসা আবেদন জমা দেওয়ার জন্য কোনও ধরনের সাক্ষাৎকারের তারিখ/ই-টোকেন নেওয়ার আর প্রয়োজন পড়বে না। আগামী ১৮ সেপ্টেম্বের থেকে তারা নিজেরাই বাংলাদেশের যেকোনও ভারতীয় ভিসা সার্ভিস সেন্টারে গিয়ে ভিসা আবেদন জমা দিতে পারবেন।

বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশন থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ভারত সরকার ৬৫ বছর বয়সের ঊর্ধ্বে বাংলাদেশি নাগরিকদের জন্য ৫ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পাওয়ার যোগ্যতা অর্জন করবেন বলে ঘোষণা দেয়। তারই ধারাবাহিকতায় এ ঘোষণা দেওয়া হয়েছে।

এটি বয়োজ্যেষ্ঠদের প্রতি শুভেচ্ছার নিদর্শনস্বরূপ একটি পদক্ষেপ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই উদ্যোগ গ্রহণের ফলে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধির সাথে সাথে ভারতীয় ভিসার পাওয়ার সুবিধা আরও একধাপ উন্নীত হবে বলে আশা করা যায়।

বিস্তারিত

thanay-janiye

থানায় জানিয়ে আত্মঘাতী হলেন বাগুইআটি অঞ্চলের একটি পানশালার গায়িকা

বুধবার রাতের ঘটনায় আপ্রাণ চেষ্টা করেও তরুণী মামণি গায়েনকে (২০) বাঁচাতে পারল না পুলিশ। মৃতার দিদির অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনা এবং হুমকি দিয়ে তোলাবাজির অভিযোগে মুন্না রহমান নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বাগুইআটি থানা। প্রসঙ্গত, ওই যুবক তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাই আত্মহত্যার সিদ্ধান্ত বলে থানায় ফোন করে জানিয়েছিলেন মামণি।
বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ তরুণীর ফোন পেয়ে চমকে যান থানার কর্তব্যরত অফিসার। ফোনে ডিউটি অফিসারকে মামণি বলেন, ‘‘আমি আত্মহত্যা করছি।’’ এরপরই ফোন কেটে দেন তিনি। আকস্মিকতা কাটিয়ে কলার লাইন আইডেন্টিফিকেশনের (সিএলআই) সাহায্যে তরুণী যে নম্বর থেকে ফোন করেছিলেন, সেটি উদ্ধার করেন সংশ্লিষ্ট পুলিশকর্মী। পুলিশ সূত্রের খবর, তরুণী মত্ত অবস্থায় ছিলেন। ফোনে তরুণী কোথায় থাকেন তা জানতে চান ওই পুলিশকর্মী। কিন্তু মামণি বলেন, ‘‘আপনি তা জেনে কী করবেন?’’ একাধিকবার অনুরোধ করলে গায়েনপাড়া বলেই ফোন কেটে দেন মামণি। বৃহস্পতিবার পুলিশ জানায়, ফোনে বারবার গলা জড়িয়ে যাচ্ছিল ওই তরুণীর।
বিপদ আঁচ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনার কথা জানানো হয়। একই সঙ্গে বাগুইআটি থানার দু’টি টহলদারি গাড়িকে গায়েনপাড়ায় পাঠানো হয়। নির্দিষ্ট ঠিকানা না থাকায় তরুণীর বাড়ি চিহ্নিত করা সম্ভব হয়নি। এরপর আবার তরুণীকে ফোন করা হলে মামণি জানান, তিনি একটি পানশালায় গান করেন। মুন্নার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন। আর কিছু জিজ্ঞেস করার সুযোগ দেননি ওই তরুণী।
তবে এবারের পাওয়া তথ্যে কাজ হয়। ওই এলাকায় পানশালার গায়িকা কে থাকেন তা জিজ্ঞেস করতেই এলাকাবাসীরা মিনু নামে এক মহিলার বাড়ি দেখিয়ে দেন। পুলিশ জানিয়েছে, মৃত তরুণী আদতে নিউটাউনের যাত্রাগাছির বাসিন্দা। পানশালায় গায়িকার পেশায় যুক্ত হওয়ার পরে গায়েনপাড়ায় মিনু নামে ওই মহিলার বাড়িতে ভাড়া থাকতেন তিনি। ওই এলাকার দু’টি পানশালায় গান করতেন মামণি। স্থানীয় সূত্রের খবর, প্রায় দিন মামণির সঙ্গে গায়েনপাড়ার বাড়িতে এই মামলায় মূল অভিযুক্ত ভাঙড়ের বাসিন্দা মুন্নাকে দেখা যেত।
রাত সাড়ে ১০টা নাগাদ গায়েনপাড়ার বাড়িতে পৌঁছে অন্য সমস্যার সম্মুখীন হয় বাগুইআটি থানার পুলিশ। মিনু বাড়িতে ছিলেন না। এদিকে মূল দরজা ভিতর থেকে বন্ধ। দরজা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয় পুলিশ। এলাকাবাসীর কাছে মিনুর নম্বর জোগাড় করে তাঁকে ফোন করা হয়। কিন্তু মিনু যতক্ষণে বাড়ি পৌঁছন ততক্ষণে সব শেষ। দরজা খুলেই পুলিশকর্মীরা দেখেন, কালো ওড়না জড়িয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছেন পানশালার গায়িকা।
রাতের ঘটনার প্রেক্ষিতে এদিন থানার এক পুলিশকর্মীর আক্ষেপ, ‘‘ইস্, যদি প্রথমেই বাড়িতে ঢুকতে পারতাম!’’

বিস্তারিত

allahu-akbar

'আল্লাহু আকবর'- শুনেই বিমানে মৃত্যু-আতঙ্ক

‘আল্লাহ্ হু আকবর’– ২৯ বার!
‘মৃত্যু এগিয়ে আসছে’– ১৭ বার!
‘আমরা মরতে চলেছি’– ৯ বার!
কোনো বইয়ের পাতায় লেখা বাক্যের গুনতি নয়৷
গুনে গুনে নাটকের রিহার্সালের সংলাপ মুখস্থ করাও নয়৷ তবে?
গ্যাটউইক থেকে ভেনিস যাচ্ছিল বিমানটি৷ তখন মাঝআকাশ৷ আচমকাই আতঙ্কে হিম হয়ে যায় সিটে বসে থাকা যাত্রীদের শিরদাঁড়া৷ কেউ পাশে, কেউ বা পিছনে তাকিয়ে দেখতে পান, এক ব্যক্তি ক্রমাগত আউড়ে চলেছেন এই বাক্যগুলি৷ প্রায় দু’ঘণ্টা ধরে! বিরামহীন! ততক্ষণে ইজি জেট-এর যাত্রীদের আত্মারাম খাঁচায়!
প্যারিস, অরল্যান্ডো, ব্রাসেলসে একের পর এক আইএস সন্ত্রাস৷ এর জেরে ইতিমধ্যেই ‘ইসলামোফোবিয়া’র থাবা বসেছে পশ্চিমের মানচিত্রে৷ তার উপর এই ঘটনা৷ অর্থাৎ একে মৃত্যুভয় দেখানো, তায় আবার ‘আল্লাহ্’র নাম৷ তাই স্বাভাবিকভাবেই শুকিয়ে যায় গ্যাটউইক থেকে ভেনিসগামী যাত্রীদের মুখ৷ দুঃস্বপ্নের ওই ১২০ মিনিট তাদের কাছে প্রায় ১২০ বছরের সমান হয়ে ওঠে৷ নিরুপায় হয়ে কাঁদতে শুরু করেন তাঁদের অনেকেই৷ করুণ ছবিটি ধরা পড়ে এক যাত্রীর মোবাইলে তোলা ১১ মিনিটের ভিডিওয়৷
লুসি অসুলিভান নামের আর এক যাত্রীর জবানিতে ধরা পড়ে ওই দুঃসহ দু’ঘণ্টার অসহায়তা৷ “আমাদের মনে হয়েছিল, হয়তো আর বেঁচে ফিরতে পারব না৷ শুধু মনে হওয়া নয়, আমরা একপ্রকার নিশ্চিত ছিলাম৷ কারণ কী হচ্ছে, কেন হচ্ছে, ওই ব্যক্তিটিই বা কে– কোনো কিছুই ঠাওরাতে পারছিলাম না৷ তখন শুধুই মৃত্যুর প্রতীক্ষা৷ এই প্রথম এত কাছ থেকে মৃত্যুভয় অনুভব করলাম৷ তবে বেশ কিছুক্ষণ পর ওই ব্যক্তির কাছে পৌঁছে আবিষ্কার করি, ওকে ঘিরে ধরেছে অনেকে৷ বন্ধ করানো হয়েছে মুখের বুলি৷”
এরপর হোম অফিসের আধিকারিকরা ওই ব্যক্তিকে হাতকড়া পরান৷ হোম অফিস সরকারের অভিবাসন ও সন্ত্রাসদমন সংক্রান্ত বিভাগ তাকে কড়া নজরদারিতেও ঘিরে রাখেন৷ 

বিস্তারিত

nekab

নেকাব পরা নারীকে ঢুকতে দেয়া হয়নি জার্মানির এক রেস্তোরাঁয়

নেকাব পরা নারীকে ঢুকতে দেয়া হয়নি জার্মানির এক রেস্তোরাঁয়। রেস্তোরাঁর মালিক বলছেন, ক্রেতাদের স্বার্থে কাউকে ঢুকতে না দেয়ার অধিকার তার আছে৷ অন্যদিকে সমালোচকরা বলছেন, খুব বর্ণবাদী আচরণ করেছেন রেস্তোরাঁ মালিকটি৷ বুধবার আঙ্গেলা ম্যার্কেলও বোরকা ও নিকাব নিয়ে মন্তব্য করেছেন৷ বার্লিনে ‘ধর্মীয় স্বাধীনতা’ শীর্ষক এক সম্মেলনে তিনি এ বিষয়ে মন্তব্য করেন৷ ৮০টি দেশের সংসদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে ম্যার্কেল বলেন, কোনো সমস্যার খুব সহজ সমাধান খুঁজে নিলেও সময়ের চাকাকে উলটো দিকে ঘুরানো যায় না৷ এমন চেষ্টার ভয়াবহ পরিণাম সম্পর্কে সবাইকে সতর্কও করেছেন তিনি৷ এ সময় ধর্মীয় বিরোধ অতীতে জার্মানির ইতিহাসকে যে কলঙ্কিত করেছে, সে বিষয়টিও স্মরণ করিয়ে দেন জার্মান চ্যান্সেলর৷ পাশাপাশি তিনি এ-ও বলেন যে, বোরকা এবং নেকাব জার্মান সমাজে শরণার্থীদের অন্তর্ভুক্তির পথে অনেক ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়াচ্ছে৷ ম্যার্কেলের মতে, এ ধরনের পোশাক সব জায়গাতেই পরা যাবে কিনা – সে বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত৷ বোরকা পরা নারীকে রেস্তোরাঁয় ঢুকতে না দেয়ার ঘটনাটি গত শনিবারের৷ নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের বিলেফেল্ডের একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন এক নারী৷ বোরকা পরা সেই নারীকে রেস্তোরাঁর মালিক ক্রিস্টিয়ান শুলৎস মুখ দেখানোর অনুরোধ করে বলেন, চেহারা না দেখলে তিনি ঢুকতে দেবেন না৷ শুলৎসের দাবি, তার কথা শুনেই চেঁচামেচি শুরু করে দেন ওই নারী৷ কিছুক্ষণ পরে রেগেমেগে চলে যান তিনি৷ বিষয়টি আর রেস্তোরাঁর ওই এলাকায় সীমাবদ্ধ নেই৷ স্থানীয় কয়েকটি দৈনিকে ইতিমধ্যে ছাপা হয়েছে খবরটি৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয় নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা৷ সমালোচকরা বলছেন, রেস্তোরাঁ মালিক খুবই ‘বর্ণবাদী’ আচরণ করছেন, এমন আচরণ মেনে নেয়া যায় না৷ অন্যদিকে রেস্তোরাঁর নিয়মিত খদ্দেরদের অনেকেই দাঁড়াচ্ছেন রেস্তোরাঁ মালিক ক্রিস্টিয়ান শুলৎসের পাশে৷ শুলৎস-ও সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি কোনো অন্যায় করিনি, শুধু আমার অধিকার চর্চা করেছি৷’ তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ খণ্ডন করতে গিয়ে শুলৎস জানান, তিনি বহুবার নব্য নাৎসিদের পোশাক ‘টোর স্টাইনার’ পরা লোকজনকেও রেস্তোরাঁয় ঢুকতে দেননি৷ জানা গেছে, ওই রেস্তোরাঁর কর্মীদের অনেকেই নাইজেরিয়া, ঘানা, পাকিস্তান এবং পর্তুগাল থেকে এসেছেন৷ জার্মানিতে মুসলিম নারীদের শুধু চোখ দেখানো পোশাক নেকাব বা শুধু মুখ দেখানো বোরকা নিষিদ্ধ নয়৷ তবে পোশাকগুলো নিষিদ্ধ হওয়া উচিত কিনা – এ নিয়ে এ দেশেও পরস্পরবিরোধী জনমত রয়েছে৷

বিস্তারিত

montri

মন্ত্রীর দিকে জুতো ছুঁড়লেন এমপি

মন্ত্রীকে জুতো ছুঁড়ে মারলেন বিরোধী দলের বিধায়ক৷ ঘটানায় তীব্র হট্টগোল বেধে যায় ভারতের পাঞ্জাব রাজ্যের বিধানসভায়৷
বিধানসভায় একটি অনুষ্ঠান চলাকালীন কংগ্রেসের ওই বিধায়ক তারলোচন সিং সুন্ধ জুতো ছোঁড়েন রাজস্বমন্ত্রী বিক্রম সিংয়ের দিকে৷ এরপরই শুরু হয় হইচই৷ এরপর কংগ্রেসের বিধায়করা সরাসরি অধ্যক্ষকে ঘিরে ধরে সরকারের বিরুদ্ধে সরব হন৷ পাঞ্জাবে আকালি দল ও বিজেপির জোট সরকার চলছে৷ বিরোধী দল কংগ্রেস৷

বিস্তারিত

tren-varot

গরুর মাংস নিয়ে ট্রেনে ওঠায় লাথি মেরে ফেলে দিলো পুলিশ

ভারতের হরিয়ানা রাজ্যের ‘মেওয়াটে’ গোমাংস খাওয়ায় দু বোনকে ধর্ষণের পর এবার পশ্চিম বাংলার সোন্ডালিয়া স্টেশনেও ঘটলো একই ধরনের ঘটনা। ঈদের দিন গোমাংস নিয়ে ট্রেনে ওঠায় তিন শিশু ও চার মহিলাকে চলন্ত ট্রেন থেকে লাথি মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দুই আরপিএফ জওয়ানের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন দুই শিশুসহ সাত জন। ঘটনার প্রতিবাদে এবং দোষী রেল পুলিশদের শাস্তির দাবিতে সোন্ডালিয়া স্টেশনে ট্রেন অবরোধ করে ঘন্টা দু’য়েক ধরে বিক্ষোভ পালন করে স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্বরেলের বারাসত-হাসনাবাদ শাখার সোন্ডালিয়া স্টেশনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন সোন্ডালিয়া গ্রামে কোরবানির মাংস আনতে গিয়েছিলেন হাড়োয়া এলাকার চারজন মহিলা। তাদের সঙ্গে তিনটি বাচ্চাও ছিল। মাংস নিয়ে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটের ট্রেনে চড়ে হাড়োয়ায় ফিরছিলেন তারা। সকলেই একটি মহিলা কামরায় উঠেছিলেন। সে সময় কর্তব্যরত দুই রেল পুলিশ মহিলাদের প্যাকেটে কী আছে, তা জানতে চান।

প্যাকেট খুলে পরীক্ষাও করেন তারা। অভিযোগ, প্যাকেটের মধ্যে গোমাংস দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন রেল পুলিশের কর্মীরা। জোর করে তাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। কিন্তু ওই মহিলারা ট্রেন থেকে নামতে অস্বীকার করেন। এরপর এক রেল পুলিশ মঞ্জিলা বিবি, হাসিনা বিবি, মনোয়ারা বিবি এবং রেহানা খাতুন নামে এক প্রতিবন্ধী মহিলাকে তাদের সঙ্গে থাকা শিশুসহ চলন্ত ট্রেন থেকে লাথি মেরে প্লাটফর্মে ফেলে দেয় বলে অভিযোগ। মঞ্জিলা বিবি নামে এক মহিলার কোল থেকে পাঁচ বছরের এক শিশু ছিটকে পড়ে যায়। তার মাথায় আঘাত লেগেছে। এছাড়া আরও দুই শিশু এবং তিনজন মহিলা কমবেশি আঘাত পেয়েছেন বলে জানা যায়। তাদের স্থানীয় এক চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা করানো হয়। এদিকে ঘটনাটি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় স্টেশন চত্বরে।

ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত রেল পুলিশকে গ্রেফতারের দাবিতে রাত আটটা দশে ডাউন হাসনাবাদ লোকাল স্টেশন আটকে রেখে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ঘন্টা দু’য়েক ধরে চলে বিক্ষোভ। বন্ধ হয়ে যায় রেল চলাচল। নাকাল হন যাত্রীরা। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় শাসন এবং দেগঙ্গা থানার পুলিশ। পরে ঘটনাস্থলে আসেন রেল পুলিশের কর্মকর্তারা। অবশেষে দোষী রেল পুলিশদের গ্রেফতারের লিখিত প্রতিশ্রুতি দেওয়া হলে রাত দশটা নাগাদ অবরোধ উঠে যায়। জিআরপি’র বারাসত থানার ওসি দীপক কুমার পাইক জানান, ঘটনার তদন্ত চলছে।

বিস্তারিত

Next
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
  • 61
  • 62
  • 63
  • 64
  • 65
  • 66
  • 67
  • 68
  • 69
  • 70
  • 71
  • 72
  • 73
  • 74
  • 75
  • 76
  • 77
  • 78
  • 79
  • 80
  • 81
  • 82
  • 83
  • 84
  • 85
  • 86
  • 87
  • 88
  • 89
  • 90
  • 91
  • 92
  • 93
  • 94
  • 95
  • 96
  • 97
  • 98
  • 99
  • 100
  • 101
  • 102
  • 103
  • 104
  • 105
  • 106
  • 107
  • 108
  • 109
  • 110
  • 111
  • 112
  • 113
  • 114
  • 115
  • 116
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

কোলোন ক্যান্সার প্রতিরোধে নিয়মিত খেতে হবে ৯টি খাবার

নিম্ন মধ্যবিত্তের স্বপ্নপূরণের বাধা দূর করার আহ্বান

নৈরাজ্য করলে কঠোর হাতে দমন : স্বরাষ্ট্রমন্ত্রী

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে সরকার

তাইওয়ানে ৬.৪ মাত্রার ভূমিকম্প

বিএনপির সাবেক এমপি হাসান উদ্দিন সরকারসহ আটক ৬

সংবাদ সম্মেলনে আসছেন খালেদা জিয়া

নাশকতা মোকাবিলায় আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি

প্রয়োজনে সাংবাদিকদের পক্ষে মামলা লড়বেন আইনমন্ত্রী

হাবিবুন নবী খান সোহেল আটক

  • প্রচ্ছদ
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উত্তরা নিউজ
২০১৩-২০১৬

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ তারেকউজ্জামান খান
বাড়িঃ ১২৫(৩য় তলা), রানাভোলা এভিনিউ রোড, সেক্টরঃ ১০,
উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
মোবাঃ ০১৭১২২৬৩৮৯৬
ই-মেইলঃ info@uttaranews24.com, uttaranewsbd24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি