English
  • Twitter
  • Facebook
  • RSS
  • Google+
  • Vimeo
  • Tumblr
  • Pinterest

logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • আইন ও আদালত
  • শিক্ষাঙ্গন
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
    • প্রবাস
    • উত্তরার খবর
    • রাজধানী
    • সারাবাংলা
    • বিচিত্র খবর
    • ফিচার-সাহিত্য
    • স্বাস্থ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • ছবিঘর
    • ভিডিও
  • উত্তরা
প্রচ্ছদ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • আইন ও আদালত
  • শিক্ষাঙ্গন
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
    • প্রবাস
    • উত্তরার খবর
    • রাজধানী
    • সারাবাংলা
    • বিচিত্র খবর
    • ফিচার-সাহিত্য
    • স্বাস্থ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • ছবিঘর
    • ভিডিও
  • উত্তরা

ব্রেকিং নিউজ

uttaranews24 এগিয়ে চলছে উত্তরা লেকের কার্যক্রম, দক্ষিণের ৮০ ভাগ কাজ সম্পন্ন    uttaranews24 সোনারগাঁও-শাহ মখদুম সড়কে অধিকাংশ সময় যানজট    uttaranews24 নদী দখলকারীরা নির্বাচন করার ও ঋণ পাওয়ার অযোগ্য: হাইকোর্ট    uttaranews24 উত্তরা ১২ নং সেক্টরে প্রধান সড়কে রাস্তার উপর নির্মাণ সামগ্রী!    uttaranews24 তুরাগ থানা আ.লীগ এর পক্ষ থেকে সাহারা খাতুন (এমপি)কে ফুলেল শুভেচ্ছা    uttaranews24 ফেসবুকে জানান দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা    uttaranews24 নির্বাচনে জয়-পরাজয়ের ব্যাখা দিলেন সজিব ওয়াজেদ জয়   
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক
gutres

জাতিসংঘের নুতন মহাসচিব হলেন পর্তুগালের আন্তোনিও গুতেরেস

১৯৩ সদস্যের বিশ্ব সংস্থা জাতিসংঘের সাধারণ পরিষদের নুতন মহাসচিব হিসাবে নিয়োগ পেয়েছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস। সর্বসম্মতিক্রমে বৃহস্পতিবার গুতেরেসকে পাঁচ বছরের জন‌্য জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। খবর রয়টার্সের। 

খবরে বলা হয়, বর্তমান মহাসচিব বান কি মুনের দ্বিতীয় দফায় পাঁচ বছরের মেয়াদ শেষে হবে আগামী ১ জানুয়ারি। এরপরই সংস্থাটির নবম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন গুতেরেস। এর আগে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ১৩ জন প্রার্থীর মধ‌্য থেকে তাকে মনোনীত করে নিরাপত্তা পরিষদ। 

বিস্তারিত

sinai-mishor

আইএস হামলায় মিশরের সিনাই উপদ্বীপে ১২ সেনা নিহত

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় মিশরের সিনাই উপদ্বীপে দেশটির ১২ সেনা সদস্য নিহত হয়েছেন। এসময় ১৫ জঙ্গিও নিহত হয়েছে বলে দাবি করেছে মিশরের নিরাপত্তা বাহিনী।

সেনাবাহিনী জানায়, শুক্রবার বির আর আবদ শহরের কাছে এ হামলা চালানো হয়।

কর্মকর্তারা জানান, তল্লাশিচৌকিতে জঙ্গিরা হালকা ও ভারী আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়।

এর আগে ২০১৪ সালে নর্থ সিনাইয়ে হামলায় ৩৩ সেনা সদস্য নিহত হয়।

বিস্তারিত

donald-trump

বহু নারীর সরাসরি যৌন হয়রানির অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

এবার ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি যৌন হয়রানির অভিযোগ উঠেছে। নারীদের অনুমতি ছাড়া গায়ে হাত দেয়া, চুমু খাওয়াসহ আরও নানা হয়রানির অভিযোগ রিপাবলিকান এই পদপ্রার্থীর বিরুদ্ধে। একটি মার্কিন দৈনিকে প্রকাশিত সেই সব অভিযোগ নিয়ে নতুন বিতর্কে রয়েছেন ট্রাম্প। 

কয়েক দিন আগেই একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছিল আর এক মার্কিন দৈনিক। সেই ভিডিওতে ট্রাম্পের দাবি, ‘সুন্দরী নারী দেখলেই আমি চুমু খেতে শুরু করি। কোনো রকম অপেক্ষা না করেই। এ যেন চুম্বকের মতো আকর্ষণ।’ 

তবে এই বক্তব্যের যুক্তিও দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘তুমি যদি তারকা হও, কেউ কিছু মনে করবে না। যা খুশি করতে পারো।’ অবশ্য এসব মন্তব্যের জন্য কয়েক দিন আগেই ক্ষমা চেয়েছেন ট্রাম্প।

যারা, যেসব অভিযোগ এনেছেন ট্রাম্পের বিরুদ্ধে:
ট্রাম্পের বিরুদ্ধে প্রথম অভিযোগকারী এক বৃদ্ধা— ৭৪ বছরের জেসিকা লিডস। অভিযোগ, নিউ ইয়র্কগামী একটি বিমানের ফার্স্ট-ক্লাস কেবিনে ট্রাম্পের পাশে বসেছিলেন তিনি। তখন তার বয়স ৩৮ এবং ট্রাম্পের ২৫। ট্রাম্পকে তখন চিনতেনও না ওই নারী। কিছু না বলেই জেসিকাকে জাপটে ধরে তার স্কার্টের নীচে হাত ঢুকিয়ে দেন ডোনাল্ড। জেসিকার কথায়, ‘এমন ভাবে হাত বোলাচ্ছিল, একটা অক্টোপাস মনে হচ্ছিল ওকে। সব জায়গাতেই ওর হাত চলে যাচ্ছিল!’

আর একটা ঘটনা ২০০৫ সালের। একটি রিয়্যাল এস্টেট সংস্থার রিসেপশনিস্ট ছিলেন র‌্যাচেল ক্রুকস। বয়স ২২। সংস্থার দফতরে লিফটের বাইরে ট্রাম্পের সঙ্গে পরিচয় হয় তার। প্রথম আলাপে হাত মেলান ট্রাম্প। তারপরেই গালে আর ঠোঁটে চুমু। ‘আমার খুব খারাপ লেগেছিল,’ বলছিলেন র‌্যাচেল। কয়েকদিন পরে ট্রাম্প ফের তার অফিসে আসেন। তখন মেলানিয়ার সঙ্গে নতুন বিয়ে হয়েছে। র‌্যাচেলের কাছে ফোন নম্বর চেয়েছিলেন ট্রাম্প। বলেছিলেন, মডেলিং এজেন্সিকে দেবেন। যদিও সেই সংস্থার পক্ষ থেকে কোনো দিন ফোন আসেনি র‌্যাচেলের কাছে।

নিজেদের এই অভিজ্ঞতার কথা বন্ধু ও আত্মীয়দের কাছে বলেছিলেন জেসিকা ও র‌্যাচেল। তবে তখন কোনো উচ্চতর কর্তৃপক্ষের কাছে বলে ওঠার সাহস পাননি তারা।

আর একটা ঘটনা ১৩ বছর আগের। একটি কনসার্টের শ্যুটিং করছিলেন মাইন্ডি ম্যাকগিলিভর  (৩৬)। মাইন্ডির কথায়, ‘হঠাৎ পেছন থেকে একটা আলতো স্পর্শ। চোখ ফেরাতেই দেখি ট্রাম্প। পেছন থেকে জড়িয়ে ধরার চেষ্টা করছিলেন উনি।’

একই ধরনের অভিজ্ঞতা সাংবাদিক নাতাশা স্টোয়েনয়ফের। ২০০৫ সালে ডোনাল্ড ও মেলানিয়ার প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে তাদের একটি সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন এক নামজাদা মার্কিন পত্রিকার সাংবাদিক নাতাশা। তাকে ঘরে একা পেয়ে ‘দেওয়ালের দিকে ঠেলে দিয়েছিলেন ডোনাল্ড। তারপরেই চুমু,’ বলছিলেন নাতাশা। এই অভিজ্ঞতা নিয়ে পরে একটি ‘ফার্স্ট-পার্সন’ রচনাও লেখেন তিনি।

এদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। যে দৈনিকটি এ খবর প্রকাশ করেছে তার বিরুদ্ধে মামলা করার কথাও ভাবছেন তিনি। ওই খবর প্রকাশের পরেই ট্রাম্প শিবিরের পক্ষে বিবৃতি দিয়ে বলা হয়েছে, পুরো খবরটাই কাল্পনিক। কেন এত বছর চুপ করেছিলেন অভিযোগকারীরা, সে প্রশ্নও করা হয়েছে। খবরটি তুলে নেয়ার জন্য ট্রাম্প শিবির থেকে ওই পত্রিকার অফিসে আইনি চিঠিও পাঠানো হয়। তবে পত্রিকাটির দাবি, তারা যথেষ্ট খোঁজ-খবর নিয়েছে। ফলে ট্রাম্প যদি আইনের পথে হাঁটেন, তারাও চুপ করে বসে থাকবে না!

সূত্র: আনন্দবাজার

বিস্তারিত

hacker_paki

পাকিস্তানি হ্যাকারদের হামলার শিকার হল ভারত

পাকিস্তানি হ্যাকারদের ভয়াবহ হামলার শিকার হয়েছে ভারত। ভারতের হায়দরাবাদের কমপক্ষে ৫০টি তথ্যপ্রযুক্তি কোম্পানি গত ১০ দিনে  পাকিস্তানি হ্যাকারদের হামলার শিকার হয়েছে। ভারতের সোসাইটি ফর সাইবারাবাদ সিকিউরিটি কাউন্সিল (এসসিএসসি) গতকাল বৃহস্পতিবার  এমন দাবি করেছে।

এসসিএসসির কর্মকর্তারা জানান, পাকিস্তানের হ্যাকাররা ৫০টি কোম্পানিতে হামলা চালিয়েছে। তুরস্ক, সোমালিয়া ও সৌদি আরবের সার্ভার ব্যবহার করে তারা এই হামলা চালায়।

এসসিএসসির সাইবার সিকিউরিটি ফোরামের প্রধান দেবরাজ অদেয়ার বলেন, ‘কিছু হামলা প্রতিরোধ করা গেছে। তবে বেশির ভাগই এখনো নিয়ন্ত্রণ করা যায়নি। এগুলো ছিল আকস্মিক র‍্যানসমওয়্যার (কম্পিউটার সিস্টেমে বিপজ্জনক সফটওয়্যার স্থাপন করা, যার ফলে ব্যবহারকারী ওই কম্পিউটারে ঢুকতে পারে না। কেবল নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধে কম্পিউটারে কাজ করা যায়।) হামলা। গত ১০ দিনে হওয়া হামলাগুলোর প্রায় সবকটিই পাকিস্তান থেকে হয়েছে।’

ভারতের হায়দরাবাদের পশ্চিমাঞ্চলসংলগ্ন সাইবারাবাদ এলাকায় আড়াই হাজার তথ্যপ্রযুক্তিবিষয়ক কোম্পানি রয়েছে। এর মধ্যে এক হাজার ৩০০ কোম্পানি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজের (এনএএসএসসিওএম) নথিভুক্ত। এই কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যবসা করে। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে তাদের বেশির ভাগ গ্রাহক রয়েছে।

বিস্তারিত

Trump-nud

প্রতিযোগীরা যখন নগ্ন তখন মডেলদের কক্ষে ঢুকে পড়তেন ট্রাম্প

২০০৫ সালে ১১ এপ্রিলের একটি ঘটনা। হাওয়ার্ড স্টার্নের রেডিও টকশোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প কিছু কথা বলেন, যা নতুন করে তাঁর বিরুদ্ধে সমালোচনার জন্ম দিয়েছে।

সেই টকশোতে রিপাবলিকান দল মনোনীত ট্রাম্প বলেন, ‘অনুষ্ঠানের আগে আমি মঞ্চের পেছনে যাব এবং দেখব সবাই পোশাক পরছে, প্রস্তুত হচ্ছে, সবকিছু্ই দেখব।’ তিনি বলেন, ‘আর আপনি জানেন, কোনোখানে কোনো পুরুষ নেই। আর প্রতিযোগিতার আমি যেহেতু মালিক, সব জায়গায় আমার যাওয়ার অনুমতি আছে এবং আমি এটা পরিদর্শন করি।’

এরপর হাওয়ার্ড স্টার্ন বলেন, ‘আপনি ডাক্তারের মতো।’

ট্রাম্প প্রতিউত্তর দেন : ‘সব কি ঠিক আছে? আপনি জানেন, তারা সেখানে কোনো কাপড় পরে ছিল না। আর দেখেন অবিশ্বাস্য চেহারার নারীরা সেখানে।’

লস অ্যাঞ্জেলেসভিত্তিক টিভি স্টেশন সিবিএস ২ বিষয়টি যাচাই করতে সাবেক মিস অ্যারিজোনা টাশা ডিক্সনের সঙ্গে যোগাযোগ করে। তিনি ২০০১ সালে অ্যারিজোনার সেরা সুন্দরী নির্বাচিত হন। ডিক্সন বলেন, যখন প্রতিযোগীরা নগ্ন, আধা নগ্ন বা পোশাক বদল করছিলেন তখন ট্রাম্প তাঁদের কক্ষে প্রবেশ করেন।

বাজফিড নামের একটি সাময়িকী জানিয়েছে, ১৯৯৭ সালে মিস টিন ইউএসএ সুন্দরী প্রতিযোগিতায় পোশাক বদলের কক্ষে ঢুকে পড়েন ট্রাম্প। প্রতিযোগীদের মধ্যে ১৫ বছর বয়সী কিশোরীও ছিল। ওই প্রতিযোগীদের মধ্যে চারজন কথা বলেছেন বাজফিডের সঙ্গে। নাম প্রকাশের অনুমতি দিয়ে মারায়া বিলাডো বলেন, ‘আমি মনে করতে পারছি, আমি দ্রুত পোশাক পরছিলাম, হায় ঈশ্বর! আমি সেখান একজন পুরুষকে দেখেছিলাম।’ মারায়া মিস ভারমন্ট টিন ইউএসএ নির্বাচিত হয়েছিলেন।

এদিকে সিবিএস ২-কে টাশা ডিক্সন ও অন্যরা কাপড় পরার সময় কক্ষে ট্রাম্পের ঢুকে পড়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘তিনি ধীরে হাঁটতে হাঁটতে ভেতরে চলে এলেন। গাউন বা কোনো ধরনের কাপড় পরার জন্য আমরা একটা সেকেন্ডও সময় পাইনি। কোনো কোনো মেয়ের ওপরে কাপড় ছিল না। অন্যরা নগ্ন ছিল।’

ডিক্সন বলেন, ‘তাঁর (ট্রাম্প) সঙ্গে আমাদের প্রথম পরিচয় হয় পোশাক বদলের ঘরে অথবা বিকিনি পরা অর্ধনগ্ন অবস্থায়।’ তিনি বলেন, ‘আমরা যখন নগ্ন, অর্ধ নগ্ন, শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকি, তখনই আমরা মালিককে (ট্রাম্প) ভেতরে আসতে দেখি। আর তাঁর লোকজন আমাদের বলত, তাঁর কাছে ঘেষতে, তাঁর সঙ্গে হাঁটতে, কথা বলতে এবং তার মনোযোগ কাড়তে।’ তিনি বলেন, এসব সুযোগ নেওয়ার কারণেই ট্রাম্প এই প্রতিযোগিতার মালিক হতেন।

বিস্তারিত

raja-vumi

রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুতে থাইল্যান্ডজুড়ে শোক

থাইল্যান্ডের জনগণ তাদের অভিভাবকতুল্য রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুতে শোক পালন করছে। মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা আসার পর ব্যাংককের শোকার্ত মানুষ রাতভর জেগে সকালে কালো পোশাক পরে রাস্তায় জড়ো হচ্ছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির অনলাইন সংবাদমাধ্যমগুলো তাদের পাতা সাদা-কালো করে রেখেছে; দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে থাই রাজার মৃত্যুতে শোক জানিয়ে বার্তা আসছে।

শুক্রবার বিকালে ভূমিবলের মৃতদেহ হাসপাতাল থেকে শহরের এমারেল্ড মন্দিরে নিয়ে যাওয়ার কথা রয়েছে। মৃতদেহ ধোয়ার পর সেখানে ১শ’ দিনের জন্য রাষ্ট্রীয়ভাবে শায়িত রাখা হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিকভাবে সমাহিত করার প্রক্রিয়া। প্রক্রিয়াটি শুরু হতে একবছরও লেগে যেতে পারে।

৬৩ বছর বয়স্ক ক্রাউন প্রিন্স মাহা ভাজিরালঙকর্ন থাইল্যান্ডের নতুন রাজা হবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। রাজার মৃত্যুর পর টেলিভিশনে এক ভাষণে প্রায়ুথ চান ওচা বলেন, রাজার মৃত্যুর জন্য থাইল্যান্ড আগামী একবছর শোক করবে।

পরবর্তী ৩০ দিন রাষ্ট্রীয়ভাবে পতাকা অর্ধনমিত করে রাখা হবে। এসময় নাগরিকদের কালো পোশাক পরতে ও সব বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখতে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

৭০ বছর ধরে রাজার দায়িত্ব পালন করে আসা ভূমিবল থাইল্যান্ডে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব‌্যক্তি ছিলেন। থাইল্যান্ডের চলমান রাজনৈতিক সংকট সমাধানে তিনি অন্যতম প্রধান ভূমিকা পালনকারী হিসেবেও বিবেচিত হয়েছিলেন।

সাম্প্রতিক সময়ে তিনি স্বাস্থ্যসমস্যায় ভুগছিলেন। কয়েকমাস ধরে তাকে জনসম্মুখেও দেখা যায়নি। গেল বছরের বেশিভাগ সময় তিনি হাসপাতালেই কাটিয়েছেন। গত রোববার মধ্যরাতে প্রকাশিত এক বিবৃতিতে প্রাসাদ কর্তৃপক্ষ জানিয়েছিল, রাজা ভূমিবল আদুলিয়াদেজের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল নয়।’

যে হাসপাতালে তার চিকিৎসা চলছিল সেখানে ভিড় জমায় শত শত মানুষ। তার সৌভাগ্যে কামনায় গোলাপী পোশাক পরে সেখানে যায় বহু থাই নাগরিক। কিডনি জটিলতায় ভুগতে থাকা রাজা ভূমিবল আদুলিয়াদেজের হেমোডায়ালাইসিস করার সময় তার রক্তচাপ কমে যায়। পরে কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস চালিয়ে তার রক্তচাপ স্বাভাবিক করার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।


রাজপ্রাসাদ বৃহস্পতিবার এক বিবৃতিতে ভূমিবলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে। এতে বলা হয়, ‘মহামান‌্য রাজা সিরিরাজ হাসাপাতালে স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটার দিকে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন।’

তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালের বাইরে জড়ো হয় হাজারো শোকার্ত মানুষ। এসময় অনেককে কাঁদতেও দেখা যায়। অনেকেই  রাজার জন্য প্রার্থনা করে; ফুল দিয়ে জানায় শ্রদ্ধা।

সাংবিধানিক রাজতন্ত্রের দেশ হিসেবে থাইল্যান্ডে রাজার রাষ্ট্রীয় ক্ষমতা খুব কম হলেও থাইরা ভূমিবলকে তাদের ঐক্যের প্রতীক হিসাবে সম্মান করেছে। থাই জনগণের কাছ থেকে অনেকটা দেবতুল্য সম্মান পেয়েছিলেন রাজা ভূমিবল।

১৯৪৬ সালে ভাইয়ের মৃত্যুর পর রাজা ভূমিবল মাত্র ১৮ বছর বয়সে থাইল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। চলতি বছরের জুনে তার সিংহাসনের আরোহনের ৭০তম বার্ষিকী পালন করা হয়।

সিংহাসনে রাজার সাত দশকে থাইল্যান্ডের রাজনীতিতে বহু অস্থিরতা দেখা গেছে। সেনা অভ্যুত্থানও হয়েছে, তবে রাজা বেশিরভাগ সময়েই রাজনীতির ঊর্ধ্বে ছিলেন। ২০১৪ সালে দেশটিতে সেনাঅভ্যুত্থানের পর সামরিক শাসনের মধ্যে রাজার এ মৃত্যু থাইল্যান্ডের রাজনীতিতে নতুন করে জটিলতার জন্ম দিতে পারে বলে মনে করছেন বিবিসির সাংবাদিক জোনাহ ফিশার।

রাজনৈতিক এই টালমাটাল পরিস্থিতিতে ক্ষমতার ভারসাম্য রক্ষা করে নতুন রাজার দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা ক্ষমতাসীন সেনা সরকারের জন্যও চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে বলে মন্তব্য করেছেন বিবিসির আরেক সাংবাদিক জোনাথন হেড।

গত একদশকে থাইল্যান্ডে রাজনৈতিক সহিংসতা ও সংকট তুমুল আকার ধারণ করেছিল। দীর্ঘদীন ধরে দেশটির দক্ষিণাঞ্চলে মুসলিম বিচ্ছিন্নতাবাদীরাও ধারাবাহিকভাবেই ছোট ছোট বোমা হামলার মাধ্যমে অস্থিরতা জিইয়ে রেখেছে।

সাংবিধানিকভাবে রাজার প্রভাব সীমিত হলেও সংকটকালীন মুহূর্তে দিকনির্দেশনার জন্য থাই জনগণের অধিকাংশই রাজার দিকে তাকিয়ে থাকতেন। তাদের ভরসা ছিল অসংখ্য ক্যু আর ২০বার সংবিধান পরিবর্তনের সাক্ষী রাজা সংকট উত্তরণের পথ বাতলাবেন।

অন্যদিকে রাজার সমালোচকদের ভাষ্য, বারবার সামরিক অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে রাজা দেশটিতে রাজনৈতিক সংকট চালু রেখেছেন। মানবাধিকার বিষয়েও তার কোনো সুস্পষ্ট অবস্থান ছিল না।

নতুন রাজা হিসেবে ক্রাউন প্রিন্স মাহা ভাজিরালঙকর্নের নাম ঘোষিত হলেও তার দায়িত্ব নেয়ার প্রক্রিয়া ‘দীর্ঘ হতে পারে’।

বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব করা থাই রাজা ৮৮ বছর বয়সে বৃহস্পতিবার বিকালে ব্যাংককের সিরিরাজ হাসপাতালে মারা যান।

বিস্তারিত

ট্রাম্প

নারীকে জড়িয়ে ধরার বিষয়টি শতভাগ মিথ্যা : ট্রাম্পের দাবি

নারীকে জড়িয়ে ধরার বিষয়টি 'শতভাগ মিথ্যা' বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় নিজ ভক্তদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

এ সময় রিপাবলিকান এই প্রেসিডেন্ট পদপ্রার্থী বলেন, যেই নারী এই দাবি করেছে, সে ভয়ংকর মিথ্যাবাদী। আর মিডিয়া হিলারি ক্লিনটনের পক্ষে থাকায় বিষয়টি যাচাই-বাছাই না করেই প্রচার করছে।

এর আগে বেশ কিছু নারী সদস্য দাবি করে ট্রাম্প তাদের জড়িয়ে ধরেছে এবং জোর করে চুমু খেয়েছে। মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা এ ধরণের সংবাদকে 'জঘন্য এবং হীন' কাজ বলে বর্ণনা করেছেন।

তিনি নিউ হ্যাম্পশায়ারে হিলারির এক ক্যাম্পেইনে বলে, শালীনতার দৃষ্টান্ত হওয়া উচিত নেতাদের। ট্রাম্পের ভিডিওটি সম্পর্কে তিনি বলেন, এটি আমাকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। এমন কিছু কেউ ভাবতে পারে, তা আমার জানা ছিল না!

উল্লেখ্য, নারী বিষয়ে অশোভন মন্তব্য নিয়ে তুলকালামের পর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।

বিবিসি

বিস্তারিত

aleppa

সিরিয়ার আলেপ্পোয় বিমান হামলায় প্রাণ গেল আরও ৮১ জনের

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহরে রুশ বিমান হামলা অব্যাহত রয়েছে। তাদের সঙ্গে আবার যোগ দিয়েছে সিরীয় সরকারি বাহিনী। বুধবার এই দুই বাহিনীর হামলায় অন্তত ৮১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৭ জন, যাদের মধ্যে অনেকরই অবস্থা আশঙ্কাজনক। খবর আল-জাজিরার।

উদ্ধার কাজে নিয়োজিত আলেপ্পোভিত্তিক সংগঠন হোয়াইট হেলমেটসের মুখপাত্র ইব্রাহিম আবু লেথ জানান, ধ্বংসস্তুপের ভিতর থেকে এখনো মানুষজনকে উদ্ধার করা হচ্ছে। একটি উদ্ধার দল এ কাজে নিয়োজিত রয়েছে।

আলেপ্পোর ফেরদৌসেই কেবল ৪৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আবু লেথ। ফরিদা নামে সেখানকার এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ এপিকে জানিয়েছেন, ওই এলাকার একটি জনবহুল বাজারে তার একটি ক্লিনিক ছিল। কিন্তু বিমান হামলার পর ওই মার্কেটের কিছু অংশের চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না।

'ভয়াবহ বিনাশ' উল্লেখ করে তিনি আরও বলেন, বহু ভবন ধ্বসংসস্তুপে পরিণত হয়েছে।

এদিকে, ফেরদৌসের স্থানীয় এক হাসপাতালের নার্স জানান, তাদের হাসাপাতলে মাত্র তিনজন ডাক্তারের সঙ্গে মাত্র ৮ জন নার্স আছে। আমরা এক সঙ্গে এত রোগী গ্রহণ করতে পারেনি।

বিস্তারিত

joynab

আগেই সব হারিয়েছেন আজ প্রাণটাও হারাবেন জয়নাব !

২২ বছর বয়সী এক ইরানি হতভাগ্য নারীর নাম জেইনাব সেকানভান্দ। অনাগত সন্তানকে হারিয়েছে সে, হারিয়েছে পরিবার যারা তাকে পরিত্যাগ করেছে। হারিয়েছে তার স্বাধীনতাকে কারাগারের প্রকোষ্ঠে থেকে। এখন বাকি রয়ে গেছে যে জিনিসটা আছে তাও জেইনাব হারাতে চলেছে। সেটা হলো তার জীবন।

গরীব ইরানি কুর্দিশ এক কিশোরী বধূ জেইনাবের গল্প এটি। আজ ফাঁসি হয়ে যেতে পারে তার। যদিও মানবাধিকার সংগঠনগুলি তাকে বাঁচাতে লড়ছে। ওই লড়াই ব্যর্থ হলে হয়তো এ রিপোর্টটি পড়ার সময় ফাঁসির কাষ্ঠে দাঁড়াতে হতে পারে জেইনাবকে।

ইরানি ওই নারীর বিরুদ্ধে অভিযোগ, স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন তিনি। অবশ্য জেইনাভের বয়স ছিল মাত্র ১৭। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, হত্যাকাণ্ডের সময় জেইনাব প্রাপ্তবয়স্ক ছিলেন না। সুতরাং তাকে ফাঁসি দেয়া অন্যায় হয়ে যাচ্ছে।

১৫ বছর বয়সে ভালোবাসা এবং সুযোগের খোঁজে সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে হোসেইন সারমাদিকে বিয়ে করে। সারমাদি তার থেকে চার বছরের বড় ছিল। জেইনাভের বিশ্বাস ছিল, স্বামীর কাছে একটা ভালো জীবন পাবে সে। কিন্তু ঘটেছে তার উল্টো। সারমাদির কারণে জীবনটা জেইনাভের কাছে আরো কঠিন হয়ে যায়। কিশোরী বধূ জেইনাভকে নিয়মিত অত্যাচার করতো সারমাদি। পালিয়ে বাঁচতে চেয়েছিল জেইনাব। স্বামীর কাছ থেকে তালাকও চেয়েছিল সে। পুলিশের কাছে সাহায্য চেয়েছিল। কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি। মুক্তি উপায় খুঁজতে গিয়ে হতবুদ্ধি জেইনাব বাধ্য হয়ে স্বামীকে ছুরিকাঘাত করে। পুলিশের কাছে সে নিজের অপরাধও শিকার করেছে সে। কিন্তু যার জন্য এতকিছু, একটু স্বাধীনতা, সেটা পাওয়ার আগে পৃথিবী ছাড়তে হচ্ছে জয়নাবকে।

বিস্তারিত

jgongi-neta

দুই জঙ্গি নেতাকে দেশের জনগণের জন্য ‘বিপদজনক’ উল্লেখ করল পাকিস্তানি মিডিয়া

জঙ্গি নেতা মাসুদ আজাদ ও হাফিজ সাঈদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবার সোচ্চার হয়েছে খোদ পাকিস্তানি মিডিয়ার একাংশ। বুধবার পাকিস্তানের প্রথম শ্রেণির একটি সংবাদপত্রে এই দুই জঙ্গি নেতা দেশের জনগণের জন্য ‘বিপদজনক’ উল্লেখ করে প্রশ্ন তুলেছেন, সব জেনে বুঝেও পাকিস্তান সরকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। একই সঙ্গে সরকার তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সমঝোতা করছে বলে অভিযোগ করা হয়। খবর কলকাতা টুয়েন্টিফোরের।

পাকিস্তানের ওই সংবাদপত্রের সম্পাদকীয়তে সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে লেখা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে জঙ্গি নেতাদের আশ্রয় দেওয়া বন্ধ করুন। দেশের মিডিয়ায় (পাকিস্তান) ভাষণ না দিয়ে দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে মাসুদ আজাদ ও হাফিজ সাঈদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিন। এখনই এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পাকিস্তানের জনগণকেই এর খেসারত দিতে হবে।

মূলত, ভারত শাসিত কাশ্মিরের উরিে সেনাঘাঁটিতে হামলার পর থেকেই পাকিস্তান জঙ্গি নেতা মাসুদ আজাদ ও হাফিজ সাঈদকে নিষিদ্ধ করার বিষয়ে আন্তর্জাতিক মহলে দাবি জানিয়ে আসছে ভারত। ভারতীয় সেনার সার্জিকাল স্ট্রাইকের পর থেকেই ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। দুই দেশের মধ্যে অশান্তির পরিবেশও তৈরি হয়েছে। ভারত-পাক সীমান্তে উত্তেজনাও তৈরি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে খোদ পাক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে মাসুদ আজাদ ও হাফিজ সাঈদের বিরুদ্ধে লেখা-লেখি শুরু হতেই ঘরের মধ্যেই কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান সরকার।

বিস্তারিত

Next
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
  • 61
  • 62
  • 63
  • 64
  • 65
  • 66
  • 67
  • 68
  • 69
  • 70
  • 71
  • 72
  • 73
  • 74
  • 75
  • 76
  • 77
  • 78
  • 79
  • 80
  • 81
  • 82
  • 83
  • 84
  • 85
  • 86
  • 87
  • 88
  • 89
  • 90
  • 91
  • 92
  • 93
  • 94
  • 95
  • 96
  • 97
  • 98
  • 99
  • 100
  • 101
  • 102
  • 103
  • 104
  • 105
  • 106
  • 107
  • 108
  • 109
  • 110
  • 111
  • 112
  • 113
  • 114
  • 115
  • 116
  • 117
  • 118
  • 119
  • 120
  • 121
  • 122
  • 123
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

৪৫ নং ওয়ার্ডে আলালের টিফিন ক্যারিয়ার মার্কার গণজোয়ার!

একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালো ইউওবি

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের দুলাল অপরাজিত চ্যাম্পিয়ন 

মাতৃভাষা দিবস উপলক্ষে সন্ধানী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত

বিশ্ব ইজতেমা উপলক্ষে বি সি আই কলেজ বন্ধু সভার ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্র

উত্তরের ঢাকাকে ‘ডিজিটাল’ ঘোষণা করে আতিকের ইশতেহার

৫১ নং ওয়ার্ডে তরুণ প্রার্থী জুয়েলের প্রচারণায় ব্যাপক সাড়া

টিফিন ক্যারিয়ারে প্রার্থী আবুল হোসেনের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

চন্ডালভোগে কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিনের পথসভা

উদযাপিত হলো শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে ২০১৯

৫১ নং ওয়ার্ডের বিভিন্নস্থানে ঠেলাগাড়ি প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে

আাগামী মাসের ১৫, ১৬ ও ১৭ তারিখ তুরাগ তীরে বিশ্ব ইজতেমা

নেত্রকোণায় চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন

বিশ্ব ইজতেমার ম্যাপ ও জেলা দায়িত্বশীলদের তালিকা প্রকাশ

এগিয়ে চলছে উত্তরা লেকের কার্যক্রম, দক্ষিণের ৮০ ভাগ কাজ সম্পন্ন

নদী দখলকারীরা নির্বাচন করার ও ঋণ পাওয়ার অযোগ্য: হাইকোর্ট

টঙ্গীতে গাছ কেটে সরকারী জায়গা দখলের অভিযাগ

উত্তরায় শুরু হয়েছে আমিন মোহাম্মদের আবাসন মেলা ২০১৯

সাতক্ষীরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে অনিয়মের অভিযোগ

ঢাকাকে কাঁদিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন কুমিল্লা

  • প্রচ্ছদ
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উত্তরা নিউজ
২০১৩-২০১৬

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ তারেকউজ্জামান খান
বাড়িঃ ১২৫(৩য় তলা), রানাভোলা এভিনিউ রোড, সেক্টরঃ ১০,
উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
মোবাঃ ০১৭১২২৬৩৮৯৬
ই-মেইলঃ info@uttaranews24.com, uttaranewsbd24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি